আলাপ:ঢাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
জঙ্গলবাসী-এর সম্পাদিত সংস্করণ হতে Aftabuzzaman-এর সম্পাদিত সর্বশেষ সংস্ক...
Mahmudul Pavel (আলোচনা | অবদান)
পৃষ্ঠার সমস্ত বিষয়বস্তু মুছে ফেলা হল
১ নং লাইন:
{{FailedGA|২০১০-১২-১৬}}
{{আলাপ পাতা}}
{{উইকিপ্রকল্প বাংলাদেশ
|class=GA
|importance=High
|biography=
|attention=
|history=yes
|geography=yes
|bengal=yes
}}
 
 
 
 
''এলিফ্যান্ট রোড ছিল হাতির চারণভুমি'' প্রথম লাইনের পর পুরোটাই [http://www.ittefaq.com/news.php?id=vymzuq&sys=3| ইত্তেফাকের পাতা থেকে] হুবুহু করে উঠিয়ে দেয়া হয়েছে। [[ব্যবহারকারী:Rajibul Hasan|রাজিবুল]] ১৯:৩৪, ১৯ জুলাই ২০০৬ (UTC)
 
:কেটে ফেলুন ... :(। কপিরাইট ভঙ্গের সাথে কোনই আপোষ নাই। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ১৯:৫১, ১৯ জুলাই ২০০৬ (UTC)
 
:হাতির পালের ছবিটি পুরানো বলে কপিরাইটের বাইরে এসে গেছে, কিন্তু লেখাটি বাদ দেয়ার জন্য পরামর্শ দিচ্ছি। আসলে ইতিহাস অংশটি কেবল হাতির পাল/এলিফ্যান্ট রোড কে নিয়ে রয়েছে, এরকম কপিরাইটেড লেখা রাখা উচিত না। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup>
 
:মুছে ফেলা হয়েছে। সম্ভবত কোন IP ব্যবহার করে সম্পাদনাটি করা হয়েছিল। [[ব্যবহারকারী:Rajibul Hasan|রাজিবুল]] ০৩:৩২, ২৬ জুলাই ২০০৬ (UTC)
 
== CNG ==
does it stand for '''compressed natural gas''' or '''converted natural gas''', since the term in বাংলা is '''রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস'''। I'm not sure though. --[[ব্যবহারকারী:Mak|mak]] ০৪:৪১, ২০ জুলাই ২০০৬ (UTC)
:CNG=Compressed natural gas --[[User: Dr.saptarshi|সপ্তর্ষি]]<sup>([[User talk:Dr.saptarshi|আলাপ]] | [[Special:Contributions/Dr.saptarshi|অবদান]])</sup> ০৫:১০, ২০ জুলাই ২০০৬ (UTC)
 
==শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান==
শিক্ষা প্রতিষ্টানের পরিসংখ্যান ও বিশ্ববিদ্যালয় সমূহের নামগুলোকে একটা ছকের মধ্যে নিয়ে আসতে পারলে ভাল লাগতো। জনাব রাগিব একটু সহায়তা করবেন?[[ব্যবহারকারী:Jatak|Jatak]] ১৬:৩৩, ২৬ জুলাই ২০০৬ (UTC)
:তা করা যাবে, কিন্তু এখানে আমার একটা মন্তব্য আছে ... এই নিবন্ধের অনুচ্ছেদ গুলো আসলে সংশ্লিষ্ট বিষয়ের সারাংশ হওয়া উচিৎ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য দিতে গেলে নিবন্ধের আকার অযাচিত ভাবে বেড়ে যাবে। [[ঢাকার শিক্ষাব্যবস্থা]] নিবন্ধে সব খুটিনাটি দিয়ে (ছক সহ) তার সারাংশ এখানে দেয়াই বাঞ্ছনীয়। এই বিষয়ে ইংরেজি উইকিপিডিয়ার পরামর্শ দেখতে হলে দেখুন [[:en:WP:SUMMARY]]. --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ১৬:৩৯, ২৬ জুলাই ২০০৬ (UTC)
:: জনাব রাগীবকে বলছি, আপনার সাথে আমি একমত। তবে চাইছিলাম যতটুকু তথ্য পারি আগে লিখে ফেলি। যেমন প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে এখনো কিছু লিখতে পারিনি। সেটুকু যোগ করবার ইচ্ছে আছে। সর্বোপরি প্রশাসকের অভিজ্ঞতা দিয়ে উইকিপিডিয়ার জন্য যেটুকু রাখা প্রয়োজন তা রেখে বাকিটুকু কেটে ফেলুন। [[ব্যবহারকারী:Jatak|Jatak]] ০৫:২৭, ২৭ জুলাই ২০০৬ (UTC)
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি বিশ্ববিদ্যালয় হিসেবে এখনও স্বিকৃতি পায় নি?? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বোধ হয় ঢাকা বিভাগে অবস্থিত, ঢাকা শহরে নয়।--[[ব্যবহারকারী:Bellayet|বেলায়েত]] ১৬:৫৫, ২৬ জুলাই ২০০৬ (UTC)
 
:জনাব বেলায়েতকে বলছি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আমি এখনো নিশ্চিত নই। এই মাস কয়েক আগে প্রখম ব্যাচ রেজিষ্ট্রেশনের বিষয় এলে তা নিয়ে বেশ জটিলতা হয়েছিল বলে জানি। বর্তমান অবন্থা কি তা জানিনা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েব সাইটেও এসংক্রান্ত কোন তথ্য পেলাম না। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই ঢাকা বিভাগে অবস্থিত; তবে বিভিন্ন সরকারী কাজেকর্মে ঢাকার ৩টি জেনারেল বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধরা হয়। একে আমি ঢাকার বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করার পক্ষপাতি। [[ব্যবহারকারী:Jatak|Jatak]] ০৫:২৭, ২৭ জুলাই ২০০৬ (UTC)
 
::আসলে *এই* নিবন্ধটি [[ঢাকা]] শহরের উপর। [[ঢাকা জেলা]] ও [[ঢাকা বিভাগ]] এর উপর আলাদা নিবন্ধ আছে, তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাদ দেয়া উচিৎ এই নিবন্ধ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর স্ট্যাটাস কী, সেটা নিয়ে আমিও বিভ্রান্ত, কারণ পত্র পত্রিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলা হয়, কিন্তু সরকারীভাবে অনুমোদন আছে কি না, সেটা জানি না। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ০৫:৩২, ২৭ জুলাই ২০০৬ (UTC)
 
:: জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নয় । যেমনটা ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নয় । বিশ্ববিদ্যালয় নিজেরাই ডিগ্রি ইস্যু করে । জগন্নাথ/ঢামেক তা করে না । তারা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স পরিচালনা করে । [[ব্যবহারকারী:Haseeb|হাসিব]] ২২:৫৪, ১৫ জুলাই ২০০৭ (UTC) হাসিব
 
:::কিন্তু গত বছর দুয়েক যাবত সম্ভবত এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে বলে লেখালেখি দেখেছি। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ০৪:১৪, ১৬ জুলাই ২০০৭ (UTC)
:::'''জগন্নাথ বিশ্ববিদ্যালয়''' বিশ্ববিদ্যালয় হওয়ার পরেই এর নাম '''জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ''' থেকে কলেজ বাদ দিয়ে '''জগন্নাথ বিশ্ববিদ্যালয়''' করা হয়।--[[ব্যবহারকারী:Bellayet|বেলায়েত]] ০৫:১০, ১৬ জুলাই ২০০৭ (UTC)
 
== ঢাকা শহরের আয়তন ==
ঢাকা শহরের আয়তন আসলে কত? নিব্ন্ধে দুইজায়গায় দুই তথ্য দেখলাম ! [[ব্যবহারকারী:Haseeb|হাসিব]] ২২:৫৪, ১৫ জুলাই ২০০৭ (UTC) হাসিব
 
== সুবেদার নাকি সুবাদার ? সুবে বাংলা নাকি সুবা বাংলা ? সুবা/সুবে শব্দটার উৎপত্তিই বা কি ?
 
== ঢাকার থানা ==
 
ঢাকা শহরের থানাগুলোর নাম এখানে দিলাম, নিবন্ধে কোথায় দেব বুঝতে পারছিনা। অ্যাডমিনরা যোগ করে দেবেন।
 
বর্নানুক্রমিকভাবে ঢাকার থানা:
আদাবর
উত্তরখান
উত্তরা
এয়ারপোর্ট
কদমতলি
কলাবাগান
কাফরুল
কামরাঙ্গিরচর
কোতোয়ালি
ক্যানটনমেন্ট
খিলক্ষেত
খিলগাঁও
গুলশান
গেণ্ডারিয়া
চকবাজার
ডেমরা
তুরাগ
তেজগাঁও
তেজগাঁও শি/এ
দক্ষিণখান
দারুস সালাম
ধানমন্ডি
নিউ মার্কেট
পল্টন
পল্লবী
বংশাল
বাড্ডা
মতিঝিল
মিরপুর
মোহাম্মদপুর
যাত্রাবাড়ি
রমনা
রামপুরা
লালবাগ
শাহ আলি
শাহবাগ
শেরেবাংলা নগর
শ্যামপুর
সবুজবাগ
সুত্রাপুর
হাজারিবাগ
 
 
এখানে কামরাঙ্গীর চর, ডেমরা, তুরাগ, উত্তরখান ও দক্ষিণখান থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্তর্ভুক্ত, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয়। [[User:Kobita35|Kobita35]] ([[User talk:Kobita35|আলাপ]]) ২১:৫৮, ২৩ অক্টোবর ২০১০ (ইউটিসি)
 
== "ভালো নিবন্ধের" মনোনয়ন অপেক্ষমান থাকার কারণসমূহ ==
 
[[ঢাকা]] নিবন্ধের আংশিক রিভিউ করেই এমন মন্তব্য করাটা আসলে অযৌক্তিক হলেও আপাতত তা করছি, কারণ সময় প্রাপ্তিস্বাপেক্ষে বাকি অংশ রিভিউ করবো ইনশাল্লাহ, তখন এখনকার সমস্যাগুলোর কথা ভুলে যাবো। তাই স্মরণ থাকতে কিছু পয়েন্ট উল্লেখ করে রাখছি:
* নিবন্ধের '''তথ্যসূত্র''' অংশে উদ্ধৃতি ত্রুটি রয়েছে: ''<nowiki>উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; BangladeshStatPock2008 নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি</nowiki>''। তা ঠিক করা প্রয়োজন।
* কিছু কিছু তথ্যের জন্য হয়তো তথ্যসূত্র ঠিক দরকার নেই, যেমন: বিশ্ববিদ্যালয়গুলোর নামোল্লেখ, রেডিও চ্যানেল, টিভি চ্যানেলগুলোর নামোল্লেখ ইত্যাদি। কিন্তু '''ঢাকার ইতিহাস''' অংশের জন্য অবশ্যই তথ্যসূত্র (ইনলাইন সাইটেশন) দরকার। যা এখনও প্রদান করা হয়নি।
* বেশি বেশি তথ্যের সন্নিবেশ করতে গিয়ে বক্তব্যের টোন ঠিক থাকছে না। যেখানে প্যারা আলাদা করার দরকার, সেখানে প্যারা আলাদা না করায় বক্তব্য ঘোল পাকিয়ে যাচ্ছে, যা ঠিক করা দরকার। এক্ষেত্রে যদি একই প্যারায় একাধিক আলাদা আলাদা কথা উল্লেখ করতে হয়, তাহলে অবশ্যই এমনভাবে কিছু অতিরিক্ত কথা জুড়ে দিতে হবে, যাতে দুটো বক্তব্য একসাথে বেমানান না লাগে। যেমন: একই প্যারায় ঢাকার রিকশার কথা থেকে হঠাৎ করে ঢাকার বিমানবন্দরের কথায় চলে যাওয়াটা অসুন্দর এবং প্রাঞ্জলতার হানি। তাই এক্ষেত্রে ''স্থলযোগাযোগে রিকশা ছাড়াও আকাশ পথের যোগাযোগে বিমান ব্যবহৃত হয়ে থাকে''-জাতীয় কথা দিয়ে দুটো আলাদা কথাকে জুড়ে দেয়া যেতে পারে।
* স্ট্যাটিস্টিক্সে বা পরিসংখ্যানে তথ্যসূত্র আবশ্যক।
* ''২০০২ খ্রিস্টাব্দের পর থেকে ঢাকা শহরে পেট্রোল ও ডিজেলচালিত কিছু যানবাহন (বেবি ট্যাক্সি, টেম্পো ইত্যাদি) বন্ধ করে দেওয়া হয়'' -সালটা যে সত্যিই ২০০২, তা আমি কিভাবে বিশ্বাস করবো? তথ্যসূত্র দেয়া আবশ্যক। সব কথাই ভাসাভাসা রাখা অনুচিত হবে। এক্ষেত্রে আমি প্রয়োজনে প্রতিটা শব্দের জন্য হলেও ইনলাইন সাইটেশন রেফারেন্স দেয়ার পক্ষপাতি। যাতে যেকোনো সময় যেকোনো তথ্য, হয়তো একটা শব্দই রিভিউ করা যাবে, চ্যালেঞ্জ করা যাবে। (আমি এজন্য আমার [[বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব]] নিবন্ধে অনেক ক্ষেত্রে মুহুর্মুহু তথ্যসূত্র দিয়েছি। খাঁটি রিভিউ হবার পর অনেক রেফারেন্স বাদ দেয়া যেতে পারে, তার আগে নয়। যাচাই করার জন্য রেফারেন্স যত বেশি হয়, তত ভালো।)
* '''গণমাধ্যম''' অংশটি গোছানো দরকার। নিবন্ধকে অযথা লম্বা করছে।
আপাতত এতোটুকু থাক। সম্পূর্ণ রিভিউ করে বাকি পরামর্শটুকু দেয়ার আশা রাখি, ইনশাল্লাহ। তবে আমার মনে হয় নিবন্ধটির মনোনয়ন অপেক্ষমান রাখার জন্য এই কারণগুলোই যথেষ্ট।&nbsp;—[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১৬:০৩, ১৭ নভেম্বর ২০১০ (ইউটিসি)
 
===আপাতত অনুত্তীর্ণ===
নিবন্ধে এখনও কাজ করার যথেষ্ট অবকাশ রয়েছে। বিশেষ করে তথ্যসূত্র সঠিক না হওয়া পর্যন্ত নিবন্ধটি ভালো নিবন্ধের মনোনয়নের জন্য যথোপযুক্ত বলে মনে করছি না। তাই নিবন্ধটির মনোনয়ন বাতিল করা হলো। একথা অনস্বীকার্য যে, উল্লেখিত সংশোধনস্বাপেক্ষে যেকোনো সময়ই নিবন্ধটিকে ভালো নিবন্ধ হিসেবে পর্যালোচনার প্রস্তাব রাখা যাবে এবং এব্যাপারে উদ্যোগ নেবার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ রাখছি।&nbsp;—[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ০৮:১৪, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
"ঢাকা" পাতায় ফেরত যান।