অনাক্রম্যতন্ত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

জৈবিক তন্ত্র
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নাহল (আলোচনা | অবদান)
অনুবাদ চলছে।
(কোনও পার্থক্য নেই)

১৫:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ

প্রতিরক্ষাতন্ত্র হলো বিভিন্ন জৈবিক কাঠামো সহযোগে গঠিত দেহের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যা জীবদেহে রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। সঠিকভাবে কাজ করতে প্রতিরক্ষাতন্ত্রকে বহিরাগত ভাইরাস বা পরজীবীর বিভিন্ন এজেন্ট (যাদের সাধারণত আমরা প্যাথোজেন নামে চিনি) জীবদেহের নিজস্ব পরজীবী থেকে আলাদা করে শনাক্ত করতে হবে। অনেক প্রজাতিতেই প্রতিরক্ষাতন্ত্রকে অন্ত:প্রতিরক্ষাতন্ত্র, অর্জিত প্রতিরক্ষাতন্ত্র বা হরমোনাল প্রতিরক্ষাতন্ত্র ইত্যাদি উপভাগে ভাগ করা হয়। মানুষের ক্ষেত্রে রক্ত-মস্তিষ্ক-প্রতিবন্ধক, রক্ত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রতিবন্ধক এবং এ ধরণের ফ্লুইড-মস্তিষ্ক-প্রতিবন্ধক, কেন্দ্রীয় এবং প্রান্তীয় প্রতিরক্ষাতন্ত্রের মধ্যে পার্থক্য গড়ে দেয়।