গিজা পিরামিড চত্বর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২৩ নং লাইন:
| designation1_free1value = [[আরব বিশ্বের বিশ্ব ঐতিহ্যের তালিকা]]
}}
 
'''গিজা পিরামিড কমপ্লেক্স''' ({{Lang-ar|أهرامات الجيزة}}, {{IPA-arz|ʔɑhɾɑˈmɑːt elˈɡiːzæ|IPA}}, "গিজার [[পিরামিড]]") বা '''গিজা পিরামিড চত্ত্বর''' হচ্ছে [[মিশর|মিশরের]] [[কায়রো|কায়রোর]] উপকন্ঠে গিজা মালভূমির উপর অবস্থিত একটি প্রত্নস্থল।
 
৩০ ⟶ ৩১ নং লাইন:
 
== পিরামিড এবং স্ফিংক্স ==
[[চিত্র:Brooklyn_Museum_-_Egypt-Gizeh_(pd)_(1).jpg|থাম্ব| স্পিংক্স এবং পিরামিড, নিউ ইয়র্ক., ব্রুকলিন মিউজিয়াম, আর্কাইভ]]
[[চিত্র:"Pyramids_of_Ghizeh."_1893.jpg|থাম্ব|''গিজার পিরামিড'' ১৮৯৩, মিশর; ব্রুকলিন মিউজিয়াম]]
[[চিত্র:Giza-pyramids-uwm.png|থাম্ব|আকাশ থেকে নীল উপত্যকায়য় চাষের জমি, পেছনে পিরামিড]]
৩৬ ⟶ ৩৭ নং লাইন:
[[চিত্র:Pedro_II_of_Brazil_in_Egypt_1871.jpg|থাম্ব|১৮৭১ এ সম্রাটের গিজা দর্শন]]
[[গিজার মহা পিরামিড|গিজার গ্রেট পিরামিড]] (কেপোস বা [[খুফু|খুফুর]] পিরামিড নামেও পরিচিত এবং ২৫৬০-২৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে নির্মিত), কয়েকশো মিটার দক্ষিণ পশ্চিমে কিছুটা ছোট আকৃতির খাফ্রের পিরামিড এবং আরো কয়েক শত মিটার দক্ষিণ-পশ্চিমে মাঝারি আকারে মেনকাউরের পিরামিড নিয়ে গিজার পিরামিড গঠিত। চত্ত্বরের পূর্বপাশে গ্রেট স্ফিংক্স অবস্থিত। মিশরীয়বিদ গণ বর্তমানে ঐক্যমতে পৌঁছেছেন যে গ্রেট স্ফিংক্সের মাথাটি [[খাফরে|খাফরের]]। এই অঞ্চলে ক্ষুদ্রাকৃতিরর রানী পিরামিড, উপত্যকা পিরামিড ইত্যাদি আছে।<ref name="Verner">Verner, Miroslav.</ref>
 
=== খুফু'র পিরামিড কমপ্লেক্স ===
[[খুফু|খুফুর]] পিরামিড কমপ্লেক্স একটি উপত্যকা মন্দির নিয়ে গঠিত, যা বর্তমানে নাজলেত এল সাম্মান গ্রামের তলদেশে চাপা পড়েছে। ব্যাসল্ট মেঝে এবং চুনাপাথরের দেয়াল পাওয়া গেছে কিন্তু স্থানটিতে এখনো খননকাজ চালানো হয়নি।<ref>{{বই উদ্ধৃতি|url=https://books.google.com/books?id=cv08amI7lkUC&pg=PA51&dq=khufu+%22valley+temple%22&hl=en&ei=wTrATN3qOYOt4QbfstmLDA&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDUQ6AEwAjgK#v=onepage&q=khufu%20%22valley%20temple%22&f=false|title=Temples of Ancient Egypt|last=Shafer|first=Byron E.|last2=Dieter Arnold|publisher=I.B. Tauris|year=2005|isbn=978-1-85043-945-5|pages=51–52}}</ref><ref>{{বই উদ্ধৃতি|title=The encyclopaedia of ancient Egyptian architecture|last=Arnold|first=Dieter|last2=Nigel Strudwick|last3=Helen Strudwick|publisher=I.B. Tauris|year=2002|isbn=978-1-86064-465-8|page=126}}</ref> উপত্যকা মন্দির একটি পথের সংযুক্ত ছিল যা গ্রাম নির্মানের সময়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পথটি খুফুর হিমঘর মন্দিরে গিয়ে শেষ হয়। এই মন্দিরের শুধুমাত্র ব্যসল্ট নির্মিত মেঝে টিকে আছে। হিমঘর মন্দির রাজার পিরামিডের সংগে সংযুক্ত ছিলো। রাজার পিরামিড রয়েছে তিনটি ছোট আকারের রানীর পিরামিড এবং পাঁচটি নৌকা পুকুর।<ref name="PM">Porter, Bertha and Moss, Rosalind, <cite>Topographical Bibliography of Ancient Egyptian Hieroglyphic Texts, Statues, Reliefs and Paintings Volume III: Memphis, Part I Abu Rawash to Abusir. </cite> 2nd edition (revised and augmented by Dr. Jaromir Malek, 1974.</ref> নৌকা গর্তে একটি করে জাহাজ থাকতো এবং পিরামিডের দক্ষিণ দিকের দুটি গর্তে জাহাজ এখনো অক্ষত আছে। এর একটি জাহাজকে সংস্কার করে প্রদর্শনীতে রাখা হয়েছে। খুফুর পিরামিডে এখনও ভিত্তিতে আবরণ পাথর টিকে আছে। কাছাকাছি সীমার মধ্য থেকে সংগৃহীত মসৃণ চুনাপাথর দিয়ে এই আবরণ তৈরী করা হয়েছিলো।
৪৫ ⟶ ৪৭ নং লাইন:
 
=== মেনকাউরের পিরামিড কমপ্লেক্স ===
মেনকাউরের পিরামিড কমপ্লেক্স একটি উপত্যকা মন্দির, একটি কজওয়ে, একটি হিমঘর মন্দির, এবং রাজার পিরামিড নিয়ে গঠিত। ভ্যালি মন্দিরে [[মেনকাউরে|মেনকাউরের]] বেশ কিছু মূর্তি রয়েছে। ৫ম রাজবংশের সময়ে একটি ছোট ante-temple ভ্যালি মন্দিরের সংগে যোগ করা হয়। হিমঘরে মন্দিরেও বেশ কিছু মূর্তি [[মেনকাউরে|মেনকাউরের]] মূর্তি আবিষ্কৃত হয়েছে। রাজার পিরামিডের তিনটি সাবসিডিয়ারি বা রানীর পিরামিড আছে। বর্তমানে চারটি প্রধান সৌধের মধ্যে শুধুমাত্র মেনকাউরের পিরামিড তার আদি [[চুনাপাথর]] আবরণ ছাড়া দেখা যায়।
 
=== স্ফিংক্স ===
৬১ ⟶ ৬৩ নং লাইন:
 
পিরামিডের গঠন প্রতিসম রাখতে বাইরের পাথরের আবরণ সমান উচ্চতা ও প্রস্থ বিশিষ্ট করা হয়। নির্মাণকালে বাইরের আবরণ ছিলো মসৃণ চুনাপাথর দিয়ে নির্মিত, কালপরিক্রমায় বাড়তি পাথর ক্ষয়ে গেছে।
 
=== উদ্দেশ্য ===
গিজার পিরামিড এবং অন্যান্যগুলি সম্পর্কে ধারণা করা হয় যে এগুলো [[প্রাচীন মিশর]] শাসনকারী [[ফারাও|ফারাওদের]] মৃত দেহাবশেষ রাখার গৃহ হিসেবে ব্যবহার করা হয়। ফারাওর আত্মার একটা অংশকে কা বলা হয় এবং বিশ্বাস করা হতো কা ফারাওর মৃতদেহের সংগে কা রয়ে যায়। সাবেক ফারাওর দেহাবশেষের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন ছিলো যাতে মৃতদের রাজা হিসেবে তিনি তার নতুন দ্বায়িত্ব পালন করতে পারেন। ধারণা করা হয় যে পিরামিড শুধুমাত্র কবর হিসেবে নয় বিভিন্ন দ্রব্যের ভাড়ার হিসেবেও ব্যবহার করা হতো যাত মৃত্যু পরবর্তী জীবনে কোন কিছুর দরকার হলে তিনি নিতে পারেন। প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করতো যে পৃথিবী হচ্ছে পরবর্তী জীবনের সূচনা। রাজার দেহাবশেষ পিরামিডের মধ্যে বা নিচে সংরক্ষণ করা হতো যাতে তিনি পরবর্তী জীবনে রুপান্তর বা নবজীবন লাভ করতে পারেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.culturefocus.com/egypt_pyramids.htm|title=Egypt pyramids|publisher=culturefocus.com|archive-url=https://web.archive.org/web/20100102205240/http://culturefocus.com/egypt_pyramids.htm|archive-date=2 January 2010|dead-url=yes}}</ref>
৩২৭ ⟶ ৩৩০ নং লাইন:
| রাজার কন্যা এবং রাণী, ৪র্থ রাজবংশের শেষদিকে। গালার্জা সমাধি নামেও পরিচিত।
|}
 
খাফ্রের কজওয়ে এবন গ্রেট স্ফিংক্সের নিকটে স্যালিতে এবং পরবর্তী সময়কার সমাধি রয়েছে। এই সমাধির মধ্যে রয়েছে সেনাবাহিনীর কমান্ডার আহমোসে এবং তার মা রাণী নাখতুবাস্তেরাউ যিনি [[ফারাও|ফেরাউন]] ২য় আমাসিসের স্ত্রী ছিলেন।