তরবারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sk. Ansarul Islam (আলোচনা | অবদান)
শুরু
Sk. Ansarul Islam (আলোচনা | অবদান)
শুরু
৩ নং লাইন:
 
ঐতিহাসিক তথ‍্য অনুযায়ী তরবারির উদ্ভব হয়েছিল ব্রোঞ্চ যুগে,ছোট্ট ছুরি থেকে, আনুমানিক ১৬০০ খ্রীঃ পূর্বাব্দে। পরবর্তীতে লৌহ যুগেও তরবারি ছিল ছোট ও ক্রসগার্ড ছাড়া। স্পাথা, যার উদ্ভব হয়েছিল লেট রোমান আর্মির সময়কালে, হল মধ‍্যযুগের যে ইউরোপিয়ান তরবারি দেখা যায় তার পূর্বসূরী এবং পরিব্রজন যুগে ব‍্যবহৃত প্রথম তরবারি ও মধ‍্যযুগের মাঝামাঝি সময়ে ব‍্যবহৃত একমাত্র প্রথম শ্রেণীর সশস্ত্র তরবারি যাতে ক্রসগার্ড লাগানো ছিল।
 
তরবারি ব‍্যবহার করাকে অসিচালনা বা (আধুনিক পরিভাষায়) অসিক্রীড়া বলা হয়ে থাকে। আধুনিক যুগের প্রথমদিকে পাশ্চাত‍্যের তরবারি প্রকৌশলী প্রধানত দুই রূপে বিভাজিত হয়েছে - বিদ্ধকরণ তরবারি ও অশ্বারোহীর বক্র তরবারি।