আখিরাত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Riyadmahmud480 (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: '''<big>আখিরাতকে বলা হয় মৃত্যুর পরবর্তী জীবন ।</big>''' মানব জীবনে দুট...
 
Riyadmahmud480 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''<big>আখিরাতকে বলা হয় মৃত্যুর পরবর্তী জীবন ।</big>''' মানব জীবনে দুটি পর্যায় রয়েছে। ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন। আর মানুষের মৃত্যুর পর যে নতুন জীবন শুরু হয তার নাম পরকাল বা আখিরাত।
 
আখিরাত অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। অতঃপর ভালো কাজের স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে।
 
'''<big>আখিরাতে বিশ্বাসের গুরুত্বঃ</big>''' আখিরাত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামি জীবনদর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। এ বিশ্বাসের গুরুত্বও অপরসীম। আখিরাতে বিশ্বাস ছারা মুমিন ও মুত্তাকি হওয়া যায় না।
 
আল্লাহ তায়ালা বলেছেন : '''“আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।”''' (সুরা আল-বাকারা, আয়াত ৪)
 
তাওহিদ ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতেও বিশ্বাস করা অত্যাবশ্যক। আখিরতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। পরকালিন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্য পথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পরে।
 
আল্লাহ তায়ালা বলেন: “ আর কেউ আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভিষনভাবে পথভ্রষ্ট হয়ে পরবে।”(সূরা আন-নিসা, আয়াত ১৩৬)