আদর্শ গ্যাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Debjitpaul10 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
৩ নং লাইন:
আদর্শ গ্যাস তত্ত্ব অবস্থার সমীকরণ থেকে প্রাপ্ত [[আদর্শ গ্যাস সূত্র]] মেনে চলে। এই তত্ত্বটি আবার [[সংখ্যাতত্ত্বীয় বলবিদ্যা|সংখ্যাতত্ত্বীয় বলবিদ্যার]] একটি সরল প্রয়োগ। তাই এই তত্ত্বের গুরুত্ব অপরিসীম। IUPAC-এর পরিমাপ অনুযায়ী, [[প্রমাণ চাপ ও উষ্ণতা|প্রমাণ চাপ ও উষ্ণতায়]] এক মোল আদর্শ গ্যাসের আয়তন হয় ২২.৪ লিটার।
 
প্রমাণ চাপ ও উষ্ণতায় বেশিরভাগ [[বাস্তব গ্যাস|বাস্তব গ্যাসই]] মোটামুটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কিছু গ্যাস, যেমন– [[নাইট্রোজেন]], [[অক্সিজেন]], [[হাইড্রোজেন]], [[নিষ্ক্রিয় গ্যাস]], এবং [[কার্বন ডাই অক্সাইড|কার্বন ডাইঅক্সাইডের]] মতো কিছু ভারী গ্যাস নির্দিষ্ট শর্তের অধীনে<ref name=boles>{{Cite book|title=Thermodynamics: An Engineering Approach |edition=4th | isbn = 0-07-238332-1|last1=Cengel|first1= Yunus A.|last2=Boles|first2=Michael A.|page=89}}</ref> আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে। সাধারণত উচ্চ [[উষ্ণতা]] ও নিম্ন [[চাপ|চাপে]]<ref name="boles>{{Cite book|title=Thermodynamics: An Engineering Approach |edition=4th | isbn = 0-07-238332-1|last1=Cengel|first1= Yunus A.|last2=Boles|first2=Michael A.|page=89}}<"/ref> কোনো গ্যাস অধিকতর আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কারণ উপরি-উক্ত শর্তাধীন অবস্থায় গ্যাসের কণাগুলির [[গতিশক্তি]] আন্তরাণবিক বলজনিত [[স্থিতিশক্তি]] অপেক্ষা অনেক বেশি হয়, এবং, অণুগুলির আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হয়।
 
আদর্শ গ্যাসের ধারণা নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে কাজ করে না, যেহেতু এই সময় আন্তরাণবিক বল আর অণুর আকার ― দুটোই প্রভাবশালী হয়ে ওঠে। এই ধারণা ভারী গ্যাস ও তীব্র আন্তরাণবিক আকর্ষণযুক্ত গ্যাসের ([[জলীয় বাষ্প]]) ক্ষেত্রেও কার্যকর নয়। উচ্চ চাপে আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসের আয়তন অনেক বেশি হয়। আবার কম উষ্ণতায় বাস্তব গ্যাসগুলির চাপও আদর্শ গ্যাসের তুলনায় অনেক কম। আসলে কম উষ্ণতায় ও উচ্চ চাপে বাস্তব গ্যাসগুলির অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ এরা গ্যাসীয় অবস্থা থেকে [[তরল]] কিংবা [[কঠিন]] অবস্থায় পৌঁছোয়। কিন্তু আদর্শ গ্যাস সূত্রটি অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের এই বিচ্যুতি মাত্রাহীন সংখ্যা এবং [[সংনম্যতা গুণক]] দিয়ে ব্যাখ্যা করা যায়।
৫৯ নং লাইন:
যেখানে,
* {{mvar|N}} হল গ্যাস কণার সংখ্যা,
* {{mvar|k<sub>B</sub>}} হল [[বোলট্জম্যান ধ্রুবক|বোল্‌ৎজ়ম্যান ধ্রুবক]] (১.৮৩১×১০<sup>-২৩−২৩</sup> [[জুল|J]]·[[কেলভিন|K]]<sup>−1</sup>)।
 
ম্যাক্সওয়েলের বেগ বণ্টন সূত্রের দ্বারা গ্যাস কণাগুলি বেগ ও শক্তির সম্ভাব্যতা অনুযায়ী বণ্টিত থাকে।