বসন্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
FerdousBot (আলোচনা | অবদান)
বানান, replaced: কারন → কারণ
সম্প্রসারণ
১ নং লাইন:
[[চিত্র:Celebration stage of 1st day, Spring (Pohela Falgun) at Faculty of Fine arts, University of Dhaka, 13 February, 2014.JPG|thumb|Right|ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্ত বরণ মঞ্চ, ১৪২০]]
'''বসন্ত''' ষড়ঋতুর শেষ ঋতু। [[ফাল্গুন]] এবং [[চৈত্র]] মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে [[শীত]] চলে যাবার পর এবং [[গ্রীষ্ম]] আসার আগে। গ্রীষ্মমন্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এই সময় অনেক পশুপাখি মিলন ঘটায় এবং বাচ্চার জন্ম দেয়। আবার পৃথিবীর অনেক জায়গায় এই সময় বৃষ্টিও হয়। এর ফলে গাছপালা বেড়ে উঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।
 
==বসন্তে ফোটা ফুল==
অশোক, আকড়কাঁটা, হিমঝুরি, ইউক্যালিপটাস, রক্তকাঞ্চন, কুরচি, কুসুম, গাব, গামারী, গ্লিরিসিডিয়া, ঘোড়ানিম, জংলীবাদাম, জ্যাকারান্ডা, দেবদারু, নাগেশ্বর, পলকজুঁই, পলাশ, পাখিফুল, পালাম, বুদ্ধনারিকেল, মনিমালা, মহুয়া, মাদার, মুচকুন্দ, রুদ্রপলাশ, শাল, শিমূল, স্বর্ণশিমূল, ক্যামেলিয়া ইত্যাদি।
 
{{ঋতু}}