শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
পরিষ্কারকরণ
১ নং লাইন:
{{অসম্পূর্ণ}}
{{Infobox station
| name = শিলিগুড়ি জংশন
৩৭ ⟶ ৩৬ নং লাইন:
| map_locator = {{Location map|India West Bengal|lat=26.7234|long=88.4138|width=260|caption= Location in West Bengal|label= '''শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন'''}}
}}
{{Railways in Siliguri|collapse=y}}
 
'''শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন''' হল [[শিলিগুড়ি]] শহরের তিনটি প্রধান রেল স্টেশনের একটি। এটি [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] রাজ্যের দার্জিলিং জেলার [[শিলিগুড়ি]] শহরে অবস্থিত। অন্য দুটি স্টেশন হল [[শিলিগুড়ি টাউন রেল স্টেশন]] ও [[নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন]]। ভারতের এক মাত্র এই স্টেশনেই ব্রডগেজ, মিটার গেজ ও ন্যারগেজ রেল পথ চালু রয়েছে।
৪৩ ⟶ ৪১ নং লাইন:
==ইতিহাস==
১৯৪৭ সালের আগে শিলিগুড়ি জংশন ছিল এই এলাকার প্রধান রেল স্টেশন। কিন্তু ১৯৪৭ সালে দেশাগের পর শিলিগুড়ি জংশন থেকে [[কলকাতা]]র ব্রডগেজ রেল পথের যোগাযোগ বিচ্ছিন হয়। এই রেল পথ [[পূর্ব পাকিস্তান]] এর মধ্যে চলে যায়।সেই সয় নিউ জলপাইগুড়ি স্টেশন এর সঙ্গে তিনটি মিটার গেজ রেল পথ যুক্ত ছিল। এই তিনটি রেল পথ যুক্ত ছিল কৃষ্ণানগঞ্জ, বারসোই ও হলদিবাড়ির সঙ্গে। ১৯৬০ সাল পর্যন্ত এই স্টেশন থেকে পার্শ্ববর্তী এলাকায় রেল পরিসেবা দেওয়া হত। ১৯৬১ সালে কলকাতার সঙ্গে ব্রডগেজ রেল পথ চালু হয় এবং ওই বছরই চালু হয় [[নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন]]।<ref name=njp>{{cite web |url=http://www.irfca.org/docs/rinbad-siliguri.html |author=Alastair Boobyer |title=India: the complex history of the junctions at Siliguri and New Jalpaiguri |publisher=IRFCA| accessdate = ০২-০১২-২০১৭ }}</ref>
 
==সুযোগ-সুবিধা==
শিলিগুড়ি জংশন স্টেশনের সুযোগ সুবিধা গুলি হল: ওয়েটিং রুম, রিটিনিং রুম ও বুক স্টল।এখানে ২ বেডের রিটিনিং রুম ও ৪ বেডের ডরমিনেটোর রুম রয়েছে।<ref>{{cite web| url = http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/retiring/retnefr1.jsp|title =Retiring rooms in North East Frontier Railway | publisher= Indian Railways| accessdate = 2013-03-02}}</ref>রাজ্য সরকারের পর্যটন দপ্তরের পক্ষথেকে তথ্য কেন্দ্র ও তেনজিং নরগে বাস স্টেশন এই জংশন স্টেশনের খুবই কাছে অবস্থিত।<ref name=trip>{{cite web| url =http://www.makemytrip.com/railways/siliguri.html|title = Siliguri railway station| publisher=make my trip | accessdate = 2013-03-02}}</ref>
৫৩ ⟶ ৫২ নং লাইন:
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
{{অসম্পূর্ণ}}
 
[[বিষয়শ্রেণী:শিলিগুড়ি]]
[[বিষয়শ্রেণী:দার্জিলিং জেলার রেল স্টেশন]]