ম্যাজেন্টা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়বস্তু যোগ
বিষয়বস্তু যোগ
৯ নং লাইন:
|source=[http://www.w3.org/TR/css3-color/#svg-color CSS Color Module Level 3]
}}
'''ম্যাজেন্টা''' ({{IPAc-en|m|ə|ˈ|d|ʒ|ɛ|n|t|ə|}}) বা '''নীললোহিত''' বলতে বোঝায় পার্পল-[[লাল]],<ref>''Webster's New World Dictionary of the American Language'' (1964)</ref> লালাভ-পার্পল বা ফিকে লাল-ক্রিমসন রঙ।<ref>[http://www.oxforddictionaries.com/us/definition/american_english/magenta definition of magenta] in Oxford dictionary (American English) (US)</ref> কম্পিউটারের পর্দায় এ রঙ তৈরি করা হয় সম অনুপাতে লাল ও [[নীল]] মিশিয়ে।<ref>{{cite book |url=https://books.google.com/books?id=23rNl2hwk3AC&pg=PA18#v=onepage&q=magenta%20red%20violet%20color%20theory&f=false |title=The Quilter's Color Club: Secrets of Value, Temperature & Special Effects |author=Christine E. Barnes |publisher=C&T Publishing Inc |date=1 February 2011 |isbn=9781607051664 |accessdate=27 July 2014}}</ref> [[আরজিবি]] (সংযোজী) ও [[সিএমওয়াইকে]] (বিভাজক) রঙ মডেলের বর্ণচক্রে ম্যাজেন্টা থাকে লাল ও নীলের মাঝখানে। এটি [[সবুজ|সবুজের]] পরিপূরক রঙ। ইঙ্কডেট প্রিন্টার এবং রঙিন মুদ্রণে যে চারটি রঙ ব্যবহৃত হয় ম্যাজেন্টা তার একটি। মুদ্রণকাজে ম্যাজেন্টার যে টোন ব্যবহৃত হয় তাকে বলা হয় "প্রিন্টারস ম্যাজেন্টা"।
 
ম্যাজেন্টা রঙটি প্রথমে পরিচিত হয়েছিল "ফাকসাইন" নামে এক নতুন অ্যানিলিন রঞ্জক হিসেবে। এর পেটেন্ট করেছিলেন ফরাসী রসায়নবিদ ফ্রাঙ্ক-ইম্যানুয়েল ভার্গেন ১৮৫৯ সালে। সেবছর চৌঠা জুনে ইতালির ম্যাজেন্টা শহরে এক যুদ্ধে ফরাসী ও সার্ডিনীয়রা জয়লাভ করে যার স্মরণে রঙটির নাম বদলে ম্যাজেন্টা রাখা হয়। উল্লেখ্য, ওয়েব রঙ হিসেবে ম্যাজেন্টার অপর নাম ফিউশা।
১৫ নং লাইন:
==আলোক ও বর্ণবিজ্ঞানে==
ম্যাজেন্টা একটি বর্ণালী-বহির্ভূত রঙ, অর্থাৎ আলোর [[দৃশ্যমান বর্ণালী|দৃশ্যমান বর্ণালীতে]] একে পাওয়া যায়না। বরং ব্যবহারিকভাবে একে মনে করা হয় লাল এবং বেগুনি/নীল আলোর মিশ্রণ, যেখানে সবুজ অনুপস্থিত।
 
[[File:RGB illumination.jpg|thumb|100px|আরজিবিতে নীল ও লাল মিশিয়ে ম্যাজেন্টা তৈরি হয়]]
টেলিভিশন ও কম্পিউটার ডিসপ্লেতে ব্যবহৃত [[আরজিবি]] বর্ণপ্রণালীতে ম্যাজেন্টা একটি গৌণ রঙ। উচ্চমাত্রার লাল এবং নীল আলো সমপরিমাণে মিশিয়ে এই রঙ তৈরি করা হয়। আর এটি সবুজের পরিপূরক রঙ। ফলে কালো পর্দার ওপর সবুজ এবং ম্যাজেন্টা একত্রে ফেললে তা সাদা রঙ ধারণ করে।
 
রঙিন মুদ্রণে ব্যবহৃত [[সিএমওয়াইকে রঙ মডেল|সিএমওয়াইকে রঙ মডেলে]] [[মূল রঙ]] হিসেবে ম্যাজেন্টা, [[সায়ান]] ও [[হলুদ (বর্ণ)|হলুদ]] রঙ দিয়ে অন্য সব রঙ তৈরি হয়। কোনো পৃষ্ঠায় ম্যাজেন্টা, সায়ান ও হলুদ রঙ একটির ওপর অন্যটি লেপন করলে তা কালো রঙ ধারণ করবে। এই মডেলেও ম্যাজেন্টা সবুজের পরিপূরক রঙ, তাদের মধ্যে সর্বাধিক বৈপরিত্য ও তীব্র সঙ্গতি বিদ্যমান। ফলে সবুজ ও ম্যাজেন্টা কালি একত্রে গাঢ় ধূসর বা কালো কালি তৈরি করে। রঙিন মুদ্রণে ব্যবহৃত ম্যাজেন্টাকে বলে প্রসেস ম্যাজেন্টা যা কম্পিউটার স্ক্রীনের ম্যাজেন্টার চেয়ে একটু গাঢ়।
 
কালার থিওরি অনুসারে ম্যাজেন্টা একটি পার্পল বর্ণ যার সৃষ্টি হয় নীল/বেগুনি ও লাল রঙের চেয়ে সবুজ রঙের [[তরঙ্গদৈর্ঘ্য]] কম প্বল হলে (ম্যাজেন্টার পরিপূরকের তরঙ্গদৈর্ঘ্য ৫০০-৫৩০ [[nm]])।<ref>Bruce MacEvoy. "[http://www.handprint.com/HP/WCL/color1.html#huenames Light and the Eye]", ''Handprint''. A chart citing R.W.G. Hunt 2004. ''The Reproduction of Color''.</ref>
 
মানসেল বর্ণপ্রণালীতে ম্যাজেন্টাকে বলা হয় লাল-পার্পল।
 
রঙের বর্ণালীকে জড়িয়ে বর্ণ চাকতি করা হলে ম্যাজেন্টার অবস্থান হয় লাল এবং বেগুনির মাঝখানে। ম্যাজেন্টার এই দুই উপাদান [[দৃশ্যমান বর্ণালী|দৃশ্যমান বর্ণালীর]] বিপরীত দুই প্রান্তে অবস্থান করে আর তাদের তরঙ্গদৈর্ঘ্যও পুরোপুরি ভিন্ন। ফলে এই গৌণ সংযোজী রঙ ম্যাজেন্টাকে কেবল লাল ও নীল আলো সমানুপাতে মেশালে পাওয়া যায়, কিন্তু প্রকৃত বর্ণালীতে দেখা যায় না।
 
<gallery>
File:RGB illumination.jpg|কম্পিউটার ও টিভি ডিসপ্লেতে ব্যবহৃত [[আরজিবি রঙ মডেল|আরজিবি রঙ মডেলে]] সমপরিমাণ লাল ও নীল আলোর মিশ্রণে ম্যাজেন্টা উৎপন্ন হয়।
File:RBG color wheel.svg|সংযোজী রঙের আরজিবি বর্ণ চাকতিতে ম্যাজেন্টা থাকে লাল ও নীলের মাঝখানে।
File:SubtractiveColor.svg|In the [[সিএমওয়াইকে রঙ মডেল|সিএমওয়াইকে রঙ মডেলে]] [[সায়ান]], ম্যাজেন্টা ও [[হলুদ (বর্ণ)|হলুদ]] মিশে কালো রঙ তৈরি করে। তবে সম্পূর্ণ নিখুঁত না হওয়ায় এতে কিছু কালো কালে মেশানো হয়।
File:Linear visible spectrum.svg|ম্যাজেন্টা আলোর দৃশ্যমান বর্ণালীতে দেখা যায় না।
File:Blended colour wheel.svg|দৃশ্যমান বর্ণালীকে গোল করে লাল ও নীলকে একত্র করতে পারলে ম্যাজেন্টা পাওয়া যায়। তবে বাস্তবে লাল ও নীল বর্ণালীর দুই প্রান্তে থাকে এবং তাদের তরঙ্গদৈর্ঘ্যও আলাদা।
</gallery>
 
==ফিউশা এবং ম্যাজেন্টা==
আলোকবিজ্ঞানে ফিউশা এবং ম্যাজেন্টা মূলত একই রঙ। আর ওয়েব রঙ হিসেবেও ফিউশা এবং ম্যাজেন্টা পুরোপুরি অভিন্ন এবং লাল ও নীল আলোর সমানুপাতে তা তৈরি করা হয়। তবে ডিজাইন ও মুদ্রণক্ষেত্রে একটু পার্থক্য আছে। [[আরজিবি]] এবং মুদ্রণে ফিউশার আমেরিকান রূপের চেয়ে ফরাসী রূপে লাল রঙের অনুপাত বেশি থাকে। ফিউশা ফুলের রঙ লাল, ফিউশা, পার্পল, গোলাপি সবরকমই হয়।
 
==চিত্রশালা==
<gallery>
File:DoubleFuchsias wb.jpg|প্রথমে ফিউশা ফুলের নামেই রঙটির নামকরণ করা হয়েছিল, পরে রাখা হয় ম্যাজেন্টা।
File:Basic Fuchsine Crystals.JPG|ম্যাজেন্টা প্রথম নাম পেয়েছিল ১৮৬০ সালে এই "ফাকসাইন" নামক অ্যানিলিন রঞ্জকের নামানুসারে, যার নেয়া হয়েছির ফিউশা ফুল থেকে।
File:NIEdot367.jpg|উনিশ শতক থেকেই রঙিন মুদ্রণে ম্যাজেন্টা রঙ ব্যবহৃত হচ্ছে। ছবি প্রিন্ট করা হয় তিনটি রঙে: ম্যাজেন্টা, সায়ান ও হলুদ, যেগুলো একত্রে বাকি সব রঙও তৈরি করে। ১৯০২ সালে তোলা এই ছবিটিতে [[আরওয়াইবি রঙ মডেল]] ব্যহার করা হয়েছে।
File:Refill Ink Kit Color crop.jpg|আজকাল রঙিন প্রিন্টে সব রঙ পেতে ম্যাজেন্টা, সায়ান ও হলুদ কালি ব্যবহার করা হয়।
File:Komplementärfarben magenta auf grün.png|ম্যাজেন্টা [[সবুজ|সবুজের]] পরিপূরক রঙ। ফলে আরজিবিতে তারা একতারে সাদা রঙ উৎপন্ন করে। পাশাপাশি রাখলে রঙদুটি সর্বাধিক বৈপরিত্য দেখায় এবং পরস্পরের উজ্জলতা আরো তীব্র করে।
</gallery>
 
==বিজ্ঞান এবং সংস্কৃতিতে==
===শিল্পকলায়===
* প্রথম থেকেই ম্যাজেন্টা রঙের বিভিন্ন শেড চিত্রকলায় ব্যবহৃত হতে থাকে। ১৮৯০ সালে [[পল গোগাঁ]] ম্যাজেন্টার একটি শেড ব্যবহার করেন তার আঁকা ম্যারি লাগাদুর ছবিতে।
* [[অঁরি মাতিস|হেনরি মাতিস]] এবং ফউভিস্ট আন্দোলনের অন্য সদস্যরা তাদের চিত্রকর্মে ম্যাজেন্টা ও অন্যান্য অপ্রচলিত রঙ ব্যবহার করতেন, যার উদ্দেশ্য ছিল দর্শককে বিস্মিত করা এবং জোরালো রঙের মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করা।
* ১৯৬০-এর মধ্যকাল থেকেই সাইকিডেলিক ব্ল্যাক লাইট ছবি আঁকার জন্য পানিনির্ভর প্রতিপ্রভ ম্যাজেন্টা কালি সহজলভ্য হয়ে ওঠে। যেমন - প্রতিপ্রভ সেরিজ, প্রতিপ্রভ চার্ট্রিউজ হলুদ, প্রতিপ্রভ নীল এবং প্রতিপ্রভ সবুজ।
<gallery>
File:Bouguereau-Psyche.jpg|ম্যাজেন্টা, সাথে মওভ রঙ মিলে নতুন অ্যানিলিন রঞ্জকের সাথে তৈরি হয় এবং উনিশ শতকের দ্বিতীয়াংশে জনপ্রিয় ফ্যাশন রঙ হয়ে ওঠে। ১৮৯০ সালে বোগোরুর আঁকা "''সাইকি''" চিত্রকর্মে তা দৃশ্যমান।
File:Paul Gauguin 099.jpg|[[পল গোগাঁ]], ''পোর্ট্রেট অফ ম্যারি লাগাদু'' (১৮৯০).
File:Matissetoits.gif|[[অঁরি মাতিস|হেনরি মাতিস]], ''লে টইটস ডি কলিওর'' (১৯০৫)। হেনরি মাতিস এবং ফউভিস্ট আন্দোলনের অন্য শিল্পীরাই প্রথম তাদের চিত্রকর্মে ম্যাজেন্টা ব্যবহার করেন, যার উদ্দেশ্য ছিল দর্শককে বিস্মিত করা এবং তার অনুভূতিতে জোরালো প্রভাব ফেলা।
File:1967 Mantra-Rock Dance Avalon poster.jpg|১৯৬০-এর দশকে সাইকিডেলিক আর্টে ম্যাজেন্টা রঙ জনপ্রিয় হয়েছিল, যেমন [[সান ফ্রন্সিস্কো|সান ফ্রান্সিসকোর]] আভালন বলরুমের এই কনসার্ট পোস্টার (১৯৬৭)।
</gallery>
 
===জ্যোতির্বিজ্ঞানে===
* জ্যোতির্বিদেরা জানিয়েছেন, বর্ণালী অঞ্চলের টি বাদামী বামন (যাদের কিনা শীতলতম তাপমাত্রা, তবে সদ্যআবিষ্কৃত ওয়াই বাদামী বামন বাদে) ম্যাজেন্টা রঙের হয় কারণ এর [[সোডিয়াম]] ও [[পটাশিয়াম]] আয়ন বর্ণালীর সবুজ রঙ শোষণ করে নেয়।<ref>[http://www.darkstar1.co.uk/ds3.htm Brown Dwarves] (go halfway down the website to see a picture of a magenta brown dwarf)</ref><ref>Burrows et al. The theory of brown dwarfs and extrasolar giant planets. Reviews of Modern Physics 2001; 73: 719-65</ref><ref>[http://spider.ipac.caltech.edu/staff/davy/2mass/science/comparison.html An Artist's View of Brown Dwarf Types] (26 June 2002) Dr. Robert Hurt of the Infrared Processing and Analysis Center</ref>
<gallery>
File:T-dwarf-nasa-hurt.png|শিল্পীর কল্পনায় বর্ণালী অঞ্চলের একটি টি বাদামী বামন।
</gallery>
 
===জীববিজ্ঞানে: ম্যাজেন্টা রঙের পতঙ্গ, পাখি, মাছ এবং প্রাণী===
<gallery>
File:Reef0484.jpg|[[পারস্য উপসাগর|পারস্য উপসাগরের]] [[প্রবাল]]।
File:Andean Flamingo Adult, Phoenicopterus andinus.jpg|একটি আন্দিজ [[ফ্লেমিঙ্গো]], (''Phoenicopterus andinus'')
File:Anisoptera Ana Cotta 2830198213.jpg|একটি [[ফড়িং]]
File:Pseudanthias tuka.jpg|সুডানথিয়াস টুকা, [[ভারত মহাসাগর|ভারত মহাসাগরের]] একটি রীফ মাছ।
</gallery>
 
===উদ্ভিদবিদ্যায়===
ম্যাজেন্টা ফুলের ক্ষেত্রে একটি সাধারণ রঙ, বিশেষত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে। ম্যাজেন্টা সবুজের পরিপূরক রঙ হওয়ায় সবুজ লতাপাতার মধ্যে ম্যাজেন্টা তীব্রভাবে চোখে পড়ে, ফলে পশুপাখিরা তাতে আকৃষ্ট হয় যা ফুলটির পরাগায়ণে সাহায্য করে।
<gallery>
File:Orchid Phalaenopsis hybrid.jpg|[[Orchid]] Phalaenopsis
File:Rhododendron sp. 016.JPG|[[rhododendron]].
File:Clematis patens sunset 02.JPG|[[Clematis]] "Sunset"
File:Pink Cape Primrose 2 (4639387712).jpg| Cape primrose ([[Primulaceae]])
File:Geraniaceae - Geranium sanguineum-1.JPG| [[geranium sanguineum]]
File:Dahlia - "Hillcrest Royal" cultivar.jpg|[[Dahlia]] "Hillcrest Royal"
File:Rambler Roses Cape Cod.jpg|Rambler [[rose]]
File:Syringa 'Paul Deschanel' 02.jpg|[[Syringa]] "Paul Deschanel"
File:Lilium 'Malinoviy Zvon' 03.JPG|লিলি ''Malinoviy Zvon''
File:Blüte Sommerphlox, Kategorie-Polemoniaceae.JPG|[[Polemoniaceae]], or [[Phlox]]
File:Cactus plant petailed.jpg|A [[cactus]] flower
File:Achillea 'Staroe Burgundskoe' 02.jpg|[[Achillea]] "Staroe Burgundskoe"
</gallery>
 
 
==রাজনীতিতে==
* আমস্টারডাম-ভিত্তিক বর্ণবাদবিরোধী ম্যাজেন্টা ফাউন্ডেশন এই রঙটিকে বর্ণবাদবিরোধীতার প্রতীকরূপে ব্যবহার করে।
* ডেনমার্কের সামাজিক-উদারপন্থী দল ডেট র‍্যাডিকেল ভেন্সত্রের রঙ হলো ম্যাজেন্টা।
 
==আরো দেখুন==
*[[রঙের তালিকা]]
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
==বহিঃসংযোগ==
*[http://www.handprint.com/HP/WCL/waterc.html Pictures of actual aniline dye samples in various shades of magenta.]
*[http://www.null-hypothesis.co.uk/science/strange-but-true/colour_spectrum_magenta_complimentary_bizarre Magenta is a product of the brain rather than a spectral frequency]
*[http://richannel.org/colour-mixing-and-the-mystery-of-magenta Colour Mixing and the Mystery of Magenta], Royal Institution video
 
{{ম্যাজেন্টার শেড|ম্যাজেন্টা}}
 
[[বিষয়শ্রেণী:রঙ]]
[[বিষয়শ্রেণী:ওয়েব রঙ]]