কলকাতা মেট্রো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anidibya (আলোচনা | অবদান)
Anidibya (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩৫ নং লাইন:
}}
[[চিত্র:KolkataMetro3000siries.JPG|thumb|350px|right|কলকাতা মেট্রোর ৩০০০ সিরিজের কোচ]]
'''কলকাতা মেট্রো''' [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] রাজধানী [[কলকাতা]] ও তার পার্শ্ববর্তী [[উত্তর চব্বিশ পরগনা জেলা|উত্তর]] ও [[দক্ষিণ চব্বিশ পরগনা জেলা|দক্ষিণ চব্বিশ পরগনা জেলার]] অংশবিশেষে পরিষেবা প্রদানকারী [[দ্রুত পরিবহণ]] ব্যবস্থা। এই নেটওয়ার্কে ২২২৭.৩০২২ কিলোমিটার পথে ২৩টি [[কলকাতা মেট্রোর স্টেশনগুলির তালিকা|মেট্রো স্টেশন]] বিদ্যমান, যার মধ্যে ১৫টি স্টেশন ভূগর্ভস্থ। কলকাতা মেট্রো নেটওয়ার্কে ৫ ফুট ৬ ইঞ্চি ব্রড গেজ ট্র্যাকে ভূগর্ভস্থ, ভূতলস্থ এবং উড়াল, তিন প্রকার স্টেশনই রয়েছে।
 
১৯৮৪ সালে চালু হওয়া কলকাতা মেট্রো [[ভারত|ভারতের]] প্রথম মেট্রো রেল পরিষেবা (দ্বিতীয় মেট্রো পরিষেবা [[দিল্লি মেট্রো]] চালু হয় ২০০২ সালে)। এটি [[ভারতীয় রেল|ভারতীয় রেলের]] অধীনস্থ এবং ভারতীয় রেলের একটি ক্ষেত্রীয় রেলওয়ের মর্যাদা ভোগ করে।
 
বর্তমান মেট্রো লাইনটি উত্তরে [[দমদমনোয়াপাড়া মেট্রো স্টেশন|নোয়াপাড়া]] থেকে দক্ষিণে [[গড়িয়াকবি সুভাষ মেট্রো স্টেশন|কবি নজরুলসুভাষ]] (নিউ গড়িয়া)]] পর্যন্ত প্রসারিত। এই পথটির দৈর্ঘ্য্য ২৩.৩ কিলোমিটার। মোট স্টেশনের সংখ্যা ২১।২৩। ভূগর্ভস্থ ও উড়াল – উভয় প্রকার ট্র্যাকেই ট্রেন চলাচল করে। বর্তমানে কলকাতা মেট্রোর একাধিক সম্প্রসারণ প্রকল্প ও নতুন লাইন নির্মাণ প্রকল্পের কাজ চলছে। [[প্যারিস মেট্রো|প্যারিস মেট্রোর]] মতো কলকাতা মেট্রোতেও দেশের বিভিন্ন মণীষী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে স্টেশনের নামকরণ করা হয়ে থাকে। [[পার্ক স্ট্রিট|পার্ক স্ট্রিট অঞ্চলের]] মেট্রো ভবনে কলকাতা মেট্রোর সদর কার্যালয় অবস্থিত।
 
== ইতিহাস ==
৪৯ নং লাইন:
[[২২ নভেম্বর]] [[১৯৯২]] তারিখে দমদম-বেলগাছিয়া অংশটিকে বন্ধ করে দেওয়া হয়। কারণ এই বিচ্ছিন্ন ক্ষুদ্র অংশটি খুব একটা জনপ্রিয়তা পায়নি। টালিগঞ্জ অবধি সম্প্রসারণের দীর্ঘ আট বছর পরে [[১৩ আগস্ট|১৩ অগস্ট]] [[১৯৯৪]] তারিখে দমদম-বেলগাছিয়া শাখাটিকে ১.৬২ কিলোমিটার সম্প্রসারিত করে [[শ্যামবাজার]] অবধি নিয়ে আসা হয়। সেই বছরের [[২ অক্টোবর]] তারিখে ০.৭১ কিলোমিটার এসপ্ল্যানেড-চাঁদনি চক শাখাটি চালু হয়। [[শ্যামবাজার]]-[[শোভাবাজার]]-[[গিরিশ পার্ক]] (১.৯৩ কিলোমিটার) ও চাঁদনি চক-সেন্ট্রাল (০.৬০ কিলোমিটার) শাখাদুটি চালু হয় [[১৫ ফেব্রুয়ারি]] [[১৯৯৫]] তারিখে। গিরিশ পার্ক থেকে সেন্ট্রালের মধ্যবর্তী ১.৮০ কিলোমিটার পথ সম্পূর্ণ হয় [[২৭ সেপ্টেম্বর]] [[১৯৯৫]] তারিখে। এর ফলে বর্তমান মেট্রোলাইনটির কাজ সম্পূর্ণ হয়।
 
২০০৯ সালে [[টালিগঞ্জ]] (বর্তমানে [[মহানায়ক উত্তমকুমার]]) স্টেশন থেকে [[গড়িয়া বাজার]] (বর্তমানে [[কবি নজরুল]]) স্টেশন পর্যন্ত ৫.৮৫সম্প্রসারিত কিলোমিটারনতুন মেট্রোপথের সূচনা করা হয়। ২০১৩ সালে [[দমদম মেট্রো স্টেশন|দমদম]] থেকে [[নোয়াপাড়া]] পর্যন্ত সম্প্রসারিত নতুন মেট্রোপথের উদ্বোধনসূচনা করা হয়।
 
== রুট ও স্টেশনসমূহ ==