হারুনুর রশীদ (বীর প্রতীক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shohag Rana (আলোচনা | অবদান)
বাংলামেইল এর তথ্যসূত্র থেকে স্ত্রীর নাম যুক্ত করা এবং ওয়েবসাইট যুক্ত করা।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সংশোধন
১৭ নং লাইন:
| signature =
| relatives = ছুরাতন নেছা (স্ত্রী)
| website =[http://www.facebook.com/HarunurRashedOfficial fb.com/HarunurRashedOfficial]=
}}
 
৩১ নং লাইন:
হারুনুর রশীদ ১৯৭১ সালে শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি যুক্ত ছিলেন ছাত্র রাজনীতির সঙ্গে। [[মুক্তিযুদ্ধ]] শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে [[ভারত|ভারতে]] যান। মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিক রূপ পেলে তিনি ৮ নম্বর সেক্টরের চুয়াডাঙ্গা সাব-সেক্টরের অধিনায়ক নিযুক্ত হন। তার নেতৃত্বে বা পরিচালনায় অনেক যুদ্ধ সংঘটিত হয়; এর মধ্যে যদুপুর ক্যাম্প আক্রমণ অন্যতম।
 
১৯৭১ সালের আগস্ট মাসে বাংলাদেশের ভেতরে প্রাথমিক অবস্থান থেকে হারুনুর রশীদ নেতৃত্বে মুক্তিযোদ্ধারা রওনা হয়েছিলেন লক্ষ্যস্থলে। ২৭ নভেম্বর হারুনুর রশীদ যদুপুর ক্যাম্পে তার সহযোদ্ধাদের নিয়ে আক্রমণ চালান। হারুনুর রশীদ সহযোদ্ধারাও সংকেতের অপেক্ষা না করে গুলি শুরু করেন। ফলে হারুনুর রশীদ ও তার সঙ্গে থাকা সহযোদ্ধা ক্রসফায়ারের মধ্যে পড়ে যান। তাদের মাথার ওপর দিয়ে ছুটে যায় অসংখ্য গুলি। অনেক কষ্টে তারা থানার ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালান। ঐ দিনে হারুনুর রশীদ এর গোলার বারুদে ৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়।<ref name="ডানে"/>
 
== পুরস্কার ও সম্মাননা ==
[[১৯৭৩]] সালে [[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার|সরকার]] তাকে [[বীর প্রতীক]] সম্মাননা প্রদান করেন।<ref name="ডানে">''স্মরণীয় স্মারক গাঁথা'', তারিখঃ ২৪-১২-২০১২।</ref>
 
== তথ্যসূত্র ==