আবদুর রাজ্জাক (অধ্যাপক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hasan Nahiyan Nobel (আলোচনা | অবদান)
বানান, ফরম্যাট
৪০ নং লাইন:
| portaldisp =
}}
'''আবদুর রাজ্জাক''' ([[১৯১৪]] - [[২৮ নভেম্বর]], [[১৯৯৯]]) [[বাংলাদেশ|বাংলাদেশের]] একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী।<ref name="বাংলাপিডিয়া">{{Cite book|author=মোহাম্মদ মাহমুদুব্ধামান |editor=সিরাজুল ইসলাম |title=[[বাংলাপিডিয়া]] |chapter=রাজ্জাক, আবদুর |publisher=[[বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি]] |date= |location=[[ঢাকা]] |isbn= |page= |url=http://www.ebanglapedia.com/bn/article.php?id=2157&title=আবদুর-রাব্ধাক#.U6hkS2PRkdU |quote=}}</ref> ১৯৭৩ সালের প্রথমদিকে ভারতের [[দিল্লি বিশ্ববিদ্যালয়]] তাঁকে পিএইচ.ডিপিএইচডি প্রদান করে। [[জাতিয় অধ্যাপকবৃন্দের তালিকা|১৯৭৫]] সালে [[বাংলাদেশ সরকার]] তাকেতাঁকে [[জাতীয় অধ্যাপক (বাংলাদেশ)|জাতীয় অধ্যাপক]] হিসেবে মনোনীত করে।
 
তাঁর জ্ঞানের পরিধি বিস্তৃত ছিল বিশেষত প্রাশ্চ্যতত্ত্ব, ইতিহাস ও রাজনীতিতে। তিনি 'শিক্ষকদের শিক্ষক' হিসেবে অভিহিত হতেন। তাঁর অনুগামীদের মধ্যে শুধু বুদ্ধিজীবী নয়, [[শেখ মুজিবুর রহমান]] <nowiki/>সহ অনেক রাজনৈতিক নেতাও ছিলেন।<ref name="বাংলাপিডিয়া" />
 
== প্রাথমিক জীবন ==
আবদুর রাজ্জাক ১৯১৪ সালে [[ঢাকা|ঢাকার]] [[নবাবগঞ্জ উপজেলা|নবাবগঞ্জ উপজেলার]] পারাগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্দুল আলি একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি ঢাকার [[মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা|মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়]] থেকে মাধ্যমিক এবং [[ঢাকা কলেজ]] থেকে উচ্চ-মাধ্যমিকউচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৩১ সালে তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] রাজনৈতিক অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৩৬ সালে তিনি প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করেন। তিনি [[লন্ডন স্কুল অফ ইকোনমিক্স|লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে]] অধ্যাপক [[হ্যারল্ড লাস্কি|হ্যারল্ড লাস্কির]] অধীনে [[পিএইচডি]] করার জন্যে লন্ডন গমন করেন;, তবে লাস্কি পরলোকগমন করায় তাঁর থিসিস মূল্যায়ন করার মতো কেউ নেই এই বিবেচনায় তিনি থিসিস জমা না- দিয়েই (অর্থাৎ কোনো ডিগ্রী ছাড়াই) দেশে প্রত্যাবর্তন করেন।<ref name="বাংলাপিডিয়া" /><ref name="Philomath and Polymath">{{cite web|url=http://archive.thedailystar.net/beta2/news/a-philomath-and-polymath/ |author= |title=A Philomath and Polymath |accessdate=জুন ২৪, ২০১৪ |date=নভেম্বর ২৯, ২০১৩ |publisher=[[দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)]]}}</ref>
 
== কর্মজীবন ==
৫২ নং লাইন:
== প্রকাশিত গ্রন্থ ==
[[চিত্র:Abdur Razzaq & Ahmed Sofa.jpg|thumb|আব্দুর রাজ্জাক (বায়ে) এবং [[আহমদ ছফা]] (ডানে)]]
প্রফেসর আবদুর রাজ্জাক অল্প কিছু প্রবন্ধ ছাড়া কিছুই রচনা না করলেও তারতাঁর অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার কারণে কিংবদন্তির খ্যাতি অর্জন করেন। [[আহমদ ছফা]] তাকে নিয়ে ''[[যদ্যপি আমার গুরু]]'' নামে একটি বই রচনা করেছেন। এছাড়া [[সরদার ফজলুল করিম]] তাঁর সাথে আলাপচারিতার ওপর ভিত্তি করে একটি বই লিখেছেন ''ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজঃ অধ্যাপক আব্দুর রাজ্জাকের আলাপচারিতা''।
 
== তথ্যসূত্র ==