খুশকি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
FerdousBot (আলোচনা | অবদান)
বানান, replaced: কারন → কারণ (6)
১৮ নং লাইন:
মাথার চামড়ায় খুশকি হলে ছোট ছোট আঁশের মতো মরা চামড়া উঠতে থাকে ফলে মাথার চামড়া চুলকায় এবং চিরুনি দিয়ে যখন [[চুল]] আচড়ানো হয় তখন খুশকিগুলি মাথার চুল থেকে ঝরতে থাকে। খুশকি মাথা থেকে কাঁধে বা জামায় পরে একজনের শ্রীহানি ঘটায়। মাথা যখন খুশকিতে আক্রান্ত তখন যদি মাথা চুলকানো হয় তখন ভালো অনুভূত হয় বিধায় খুশকি আক্রান্ত একজন ব্যক্তি সর্বদা মাথা চুলকাতে থাকে এবং তার মাথা থেকে মরা চামড়া ঝরতে থাকে। মূলত আমরা খুশকি বলতে মাথার খুশকিকেই বুঝিয়ে থাকি তবে শুধুমাত্র খুশকির মাত্রা বেশী হলেই শরীরে অন্যান্য অঙ্গে এটার পাদুর্ভাব দেখা যায়। খুশকি অন্যান্য প্রদাহজনিত রোগ এবং এলার্জি ঘটাতে পারে।
 
==খুশকির কারনকারণ==
 
যে সব কারনেকারণে খুশকি হয় তা নিম্নে আলোচনা করা হলো:<ref>{{cite journal |author=DeAngelis YM, Gemmer CM, Kaczvinsky J.R, Kenneally DC, Schwartz JR, Dawson TL |title=Three etiologic facets of dandruff and seborrheic dermatitis: Malassezia fungi, sebaceous lipids, and individual sensitivity |journal=J. Investig. Dermatol. Symp. Proc. |volume=10 |issue=3 |pages=295–7 |year=2005 |doi=10.1111/j.1087-0024.2005.10119.x|last2=Gemmer |last3=Kaczvinsky |last4=Kenneally |last5=Schwartz |last6=Dawson Jr }}</ref>
 
১) মাথার ত্বকের শুষ্কভাবের কারনেকারণে খুশকি হয়ে তাকে। শীতকালে যখন আবহাওয়াতে আর্দ্রতা কম থাকে তখন ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। শীতকালে ঘরের অভ্যন্তরের ঠান্ডা বাতাস এবং ঘরের বাইরের তুলনামূলক গরম বাতাসের ফলে তাপমাত্রার অসামাঞ্জস্যাতার সৃষ্টি হয় এবং সে কারনেকারণে গ্রীষ্মকালের তুলনায় শীথকালে খুশকি হয়ে থাকে।
 
২) কোন ব্যক্তি যদি দিনের বেলায় খুব অল্পবারের জন্য তার চূল আচড়ান তবে তার মাথায় মৃত ছোট ছোট চামড়া গুলি জমতে থাকে এবং খুশকি সমস্যার সৃষ্টি হতে পারে।
৩০ নং লাইন:
৪) পর্যাপ্ত পরিমান [[শ্যাম্পু]] না করলে মাথার ত্বক অপরিষ্কার হয়ে পড়ে যা থেকে খুসকির উৎপত্তি হতে পারে।
 
৫) খাদ্যভাসের কারনেওকারণেও খুশকি হতে পারে। মূলত ভিটামিন বি ও জিংক গ্রহণ না করলে খুশকি হয়।
 
৬) ম্যালেসেজিয়া নামক এক ধরনের ছত্রাকের কারনেকারণে খুশকি হতে পারে। মূলত এই ছত্রাকটি সকলের ত্বকেই কম আর বেশি থাকে। এটি সাধারনত কোন সমস্যার সৃষ্টি করে না। কিন্তু এটির পরিমাণ ত্বকে যখন বেশি হয়ে যায় তখন তা ত্বক থেকে তেল শুষে নেয় এবং ত্বককে শুষ্ক করে তোলে। ফলে অতিরিক্ত ত্বকীয় কোষ উৎপাদিত হতে থাকে এবং বেশী সংখ্যাক কোষ মৃত হতে থাকে এবং কোষ গুলি মারা গেলে তা চুলের তেলের সাথে মিশে খুশকির সৃষ্টি করে।<ref name="pmid16382662">{{cite journal |author=Ro BI, Dawson TL |title=The role of sebaceous gland activity and scalp microfloral metabolism in the etiology of seborrheic dermatitis and dandruff |journal=J. Investig. Dermatol. Symp. Proc. |volume=10 |issue=3 |pages=194–7 |year=2005 |doi=10.1111/j.1087-0024.2005.10104.x|last2=Dawson }}</ref>
 
৭) যারা অতিরিক্ত মানসিক চাপে থাকেন তাদের মধ্যে খুশকির প্রবনতা বেশী।