সুলতান বিন বাজাদ আল উতাইবি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
"টেমপ্লেট:Persondata" অপসারণ
FerdousBot (আলোচনা | অবদান)
বানান, replaced: বিরোধীতা → বিরোধিতা
৩৬ নং লাইন:
'''সুলতান বিন বাজাদ বিন হামিদ আল উতাইবি''' ([[আরবি]]: سلطان بن بجاد بن حميد العتيبي) ছিলেন [[সৌদি আরব|সৌদি আরবের]] সাবেক [[ইখওয়ান]] যোদ্ধাদলের নেতা। ১৯১০ থেকে ১৯২৭ সালের মধ্যে তার সেনাদল রাজা [[আবদুল আজিজ ইবনে সৌদ|আবদুল আজিজ ইবনে সৌদকে]] সামরিক সহায়তা দেয়। সহকর্মী ও বন্ধু ফয়সাল আল দাউয়িশের সাথে তিনি ইখওয়ান সদস্যদের নিয়ে [[আল হাসা মরূদ্যান|আল হাসা]], [[হাইল]], [[আল বাহা]], [[জিজান]], [[আসির]], [[মক্কা]] ও [[জেদ্দা|জেদ্দায়]] সামরিক অভিযানের নেতৃত্ব দেন। নিরক্ষর হলেও তিনি ধার্মিক ছিলেন। রাজার শত্রুদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন।
 
[[হেজাজ]] বিজয়ের পর [[ইবনে সৌদ]] ও কিছু [[ইখওয়ান]] নেতারা রক্তাক্ত সংঘর্ষের দিকে এগোন। এর কারণ ছিল [[ইবনে সৌদ]] [[আরব উপদ্বীপ|আরব উপদ্বীপের]] বাইরে সামরিক অভিযানে অনিচ্ছুক ছিলেন এবং আধুনিক রাষ্ট্র স্থাপনে সচেষ্ট হয়েছিলেন। আল উতাইবি ও তার সহযোগীরা একে পাপ মনে করতেন এবং [[ইবনে সৌদ]] ও [[যুক্তরাজ্য|ব্রিটিশ]]দের মধ্যে হওয়া সমঝোতাকে চ্যালেঞ্জ করেন। তিনি [[ইবনে সৌদ|ইবনে সৌদের]] বিরুদ্ধে [[ইখওয়ান বিদ্রোহ|বিদ্রোহে]] যোগ দেন। এমনকি [[সাবিলার যুদ্ধ|সাবিলার যুদ্ধে]] বিদ্রোহী [[ইখওয়ান|ইখওয়ানের]] পরাজয় হওয়ার পরও তিনি বিরোধীতাবিরোধিতা করে গেছেন।
 
==মৃত্যু==