ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
Belal Hossain Uzzal-এর সম্পাদিত সংস্করণ হতে Minhaj-ul-abedin-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে...
Ashiq Shawon (আলোচনা | অবদান)
তথ্যসূত্রহীন অংশ সরানো হলো - সুস্পষ্ট তথ্যসূত্রসহ লিখুন
৩ নং লাইন:
==আবাসিক হলসমূহ==
=== সলিমুল্লাহ মুসলিম হল ===
[[১৯২১]] সালে এই হলের যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সাথেই। এর মূলভবন তৈরি হয় বিশের দশকের শেষের দিকে। এই হলের প্রথম প্রোভোস্ট ছিলেন অধ্যাপক এ এফ রাহমান। এই হলের প্রথম নাম ছিল মুসলিম হল , কিন্তু পরবর্তীতে ঢাকা নবাব [[খাজা সলিমুল্লাহ|নবাব স্যার সলিমুল্লাহের]] নামে এই হলের নামকরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দশ বছর পর নওয়াব স্যার সলিমুল্লার মৃত্যুবার্ষিকির অনুষ্ঠানে তার নামে একটা ছাত্রাবাস করার প্রস্তাব করা হয়। মুসলিম ছেলেদের জন্য তখন হল তৈরি হয়ে গেছে। প্রথমে এ হল ছিল এখনকার মেডিকেল কলেজ হাসপাতাল বিল্ডিংএ। আবদুল্লাহ সোহরাওয়ার্দি বললেন এই হলকে সলিমুল্লাহ মুসলিম হল করা হোক। এর পর বর্তমান সলিমুল্লাহ মুসলিম হল নির্মান করা হয় এবং সলিমুল্লার নামে নামকরণ করা হয়<ref>়।ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ, অধ্যাপাক আব্দুর রাজ্জাকের আলাপচারিতা,সরদার ফজলুল করিম। পৃষ্ঠা-১৭</ref>
 
=== ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হল ===
৪০ নং লাইন:
 
=== হাজী মুহম্মদ মুহসীন হল ===
প্রতিষ্ঠা [[১লা জানুয়ারি]], [[১৯৬৭]]। বর্তমান আবাসিক ছাত্রের সংখ্যা ৬০০, দ্বৈতাবাসিক ছাত্রের সংখ্যা ৮২০ এবং অনাবাসিক ছাত্রের সংখ্যা ৮৯০।হলের৮৯০। পাশেহলের অনেকপাশে বড় একটি মাঠ রয়েছে। এই হলে দুইটি রিডিং রুম ও একটি লাইব্রেরী (গিয়াস উদ্দিন পাঠাগার) রয়েছে।, একটি ডাইনিং (বাতেন্স ক্যান্টিন)ও একটি মেস (ফয়েটস এন্টারটেইনমেন্) রয়েছে।পডাশুনার পাশাপাশি এই হলের অনন্য ঐতিহ্য বিরাজমান।রয়েছে।
 
=== শামসুন নাহার হল ===
৪৮ নং লাইন:
 
===স্যার এ. এফ. রহমান হল===
১৯৭৬ সালে হলটি প্রতিষ্ঠিত হয়।এই হলটির নামকরন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভিসি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী আহমেদ ফজলুর রহমান- এর নামে। আবাসিক/দ্বৈতবাসিক ছাত্রের সংখ্যা ৯৯২ জন ও অনাবাসিক সংযুক্ত ছাত্র সংখ্যা ৮৯৫ জন। হলটির অবস্থান নীলক্ষেত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে।
 
আবাসিক/দ্বৈতবাসিক ছাত্রের সংখ্যা ৯৯২ জন ও অনাবাসিক সংযুক্ত ছাত্র সংখ্যা ৮৯৫ জন। হলটির অবস্থান নীলক্ষেত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে।
 
=== বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ===
[[১৯৮৮]] সালে [[শেখ মুজিবুর রহমান|বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের]] নামানুসারে এ হলের নামকরণ করা হয় বঙ্গবন্ধু '''শেখ মুজিবুর রহমান হল'''।হয়। এ হলে আবাসিক ছাত্রের সংখ্যা ৪৮৪ জন এবং অনাবাসিক ছাত্রের সংখ্যা ৩৭৫২ জন।
 
=== মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ===
[[১৯৮৮]] সালে মরহুম রাষ্ট্রপতি শহিদ মুক্তিযোদ্ধা [[জিয়াউর রহমান|জিয়াউর রহমানের]] নামানুসারে হলের নামকরণ করা হয় '''মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল'''।হয়। এ হলের আবাসিক ছাত্রের সংখ্যা ১২০৫ জন এবং অনাবাসিক ছাত্রের সংখ্যা ৩৭৫২ জন।
 
=== বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ===
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে একটু দূরে নিউ মার্কেটর পিছনে বিজিবি ৩নং গেইটের মধ্যবর্তী এলাকাতে এই হল অবস্থিত। বাংলাদেশ-কুয়েত মৈত্রীএই হলের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনিষ্টিটিউট অবস্থিত। এই হলের পাশেই ''বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল অবস্থিত।
 
=== স্যার ফিলিপ হার্টগ ইন্টারন্যাশনাল হল ===
৬৫ ⟶ ৬৩ নং লাইন:
 
=== অমর একুশে হল ===
[[২০০১]] সালে '''অমরএই একুশে হল'''হলটি প্রতিষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী [[শেখ হাসিনা]] এই হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আবাসিক ছাত্র সংখ্যা ৪২৫ জন এবং অনাবাসিক ৩৭০ জন।
 
=== বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ===
 
=== বিজয় একত্তরএকাত্তর হল ===
[[২০১৩]] সালের ১৪ই১৪ নভেম্বর প্রধানমন্ত্রী [[শেখ হাসিনা]] এই নতুন হল উদ্বোধন করেন। এই হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক হল বলে খ্যাত।
 
=== কবি সুফিয়া কামাল হল ===
কবি সুফিয়া কামালের নাম অনুসারে এই হলের নাম করন করা হয়।হলেহয়। হলে আবাসন সংখ্যা ১৪০০।১,৪০০। দুটি ১০ তলা ভবন প্রদীপ্ত ও প্রত্যয়। এই হলে রয়েছে একটি ক্যান্টিন যেখানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়াও অত্যাধুনিক, লাইব্রেরি,মনোরম সমৃদ্ধ পড়ার কক্ষ ও মেয়েদের পার্লারসহ অন্যন্য সুযোগ সুবিধা রয়েছে।।পার্লার।
 
==ছাত্রাবাস==