মিখাইল বাকুনিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: বট নিবন্ধ পরিষ্কার করেছে
কিছু শব্দ যোগ
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২০ নং লাইন:
মিখাইল বাকুনিন রাশিয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক। বাকুনিন প্রথমে সামরিক বিভাগে যোগদান করেন। চাকরির কারণে [[পোল্যান্ড|পোল্যান্ডে]] অবস্থানকালে পোলিশ বিদ্রোহীদের প্রতি সাম্রাজ্যবাদী রুশ সরকারের অমানবিক আচরণে ব্যথিত হয়ে তিনি চাকরিতে ইস্তফা দেন। অতঃপর [[হেগেলের দর্শন]] অধ্যয়ন করার জন্য তিনি [[জার্মানি]] গমন করেন। সেদেশের বিভিন্ন চরমপন্থী আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন তিনি। জার্মানি থেকে তিনি [[প্যারিস|প্যারিসে]] চলে যান। প্যারিসে অবস্থানকালে [[কার্ল মার্ক্স|মার্ক্স]], [[ফ্রিডরিখ এঙ্গেলস|এঙ্গেলস]] ও [[পিয়েরে জোসেফ প্রুধোঁ|প্রুধোঁর]] সঙ্গে বাকুনিনের পরিচয় হয়। ইতিমধ্যে বাকুনিন পুরোমাত্রায় বিপ্লবীতে পরিণত হন এবং পোল্যান্ডের নির্বাসিত নেতাদের দ্বারা পরিচালিত ষড়যন্ত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
 
চরমপন্থী মতবাদের জন্য ফরাসী সরকার বাকুনিনকে বহিষ্কৃত ঘোষণা করে। তিনি প্রথমে [[বেলজিয়াম]] ও পরে পুনরায় জার্মানিতে ফেরত আসেন। ১৮৪৯ সালে [[ডেসড্রেন বিদ্রোহ|ডেসড্রেন বিদ্রোহে]] অংশগ্রহণ করার অভিযোগে তাকে [[মৃত্যুদণ্ড]] প্রদান করা হয়। কিন্তু বাকুনিন বিদেশী নাগরিক হওয়ায় তার মৃত্যুদণ্ডাদেশ মওকুফমকুব করে [[যাবজ্জীবন কারাদণ্ড]] প্রদান করা হয়। তাকে রুশ সরকারের নিকট হস্তান্তর করা হয়। ১৮৫৫ সাল পর্যন্ত তাকে কারাগারে রাখার পর স্থায়ীভাবে [[সাইবেরিয়া|সাইবেরিয়ায়]] নির্বাসিত করা হয়।
 
১৮৬১ সালে বাকুনিন [[জাপান]] ও [[যুক্তরাষ্ট্র]] হয়ে ইংল্যান্ডে পালিয়ে যান। সেখানে অল্পকিছুকাল অবস্থানের পর তিনি [[সুইজারল্যান্ড]] গমন করেন এবং মৃত্যুকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। ১৮৬৯ সালে তিনি "সোশাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স" নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং অল্প কয়েকদিনের মধ্যে দলটিকে মার্ক্সের "ইন্টারন্যাশনাল ওয়ার্কিংমেনস অ্যাসোসিয়েশন"এর সাথে যুক্ত করে ফেলেন। আদর্শগতমতাদর্শগত কারণে মার্ক্সের সাথে তার মতবিরোধ হওয়ায় তাকে অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করা হয়।
 
তবে তিনি ইতিমধ্যে চরমপন্থী আন্দোলনের এবং [[প্যারিস কমিউন|প্যারিস কমিউনে]]<nowiki/>র নেতা হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। প্রবন্ধ, লিফলেট, প্রচার পুস্তিকা বিভিন্ন আকারে বাকুনিন [[ফরাসী ভাষা|ফরাসী]], [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] ও [[জার্মান ভাষা|জার্মান ভাষায়]] বহু পুস্তক রচনা করেন এবং প্রতিটি রচনায় তার নৈরাজ্যবাদী আদর্শ প্রচার করেন। ফরাসী ভাষায় বাকুনিনের প্রায় সমগ্র রচনার সংকলন ''Oevres'' প্রকাশিত হয়। ইংরেজিতে ''[[গড অ্যান্ড দি স্টেট]]'' নাম দিয়ে তার অংশবিশেষের অনুবাদ প্রকাশিত হয়। এই অনূদিত অংশেই অবশ্য বাকুনিনের মৌল আদর্শ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
 
== রাষ্ট্রদর্শন ==