চাঁদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"Moon_and_venus.jpg" সরানো হয়েছে, কমন্স হতে Didym এটি মুছে ফেলেছেন কারণ: No OTRS permission since 5 December 2016 - Using VisualFileChange.।
৬৬ নং লাইন:
 
== ইতিহাস ==
চাঁদের ইতিহাস নিয়ে সর্ব প্রথম ও নির্ভরযোগ্য রচনা খুঁজে পাওয়া যায় মহাকাব্য "মহাভারতে"র পাতায়। কবি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস দেব চাঁদ সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন, তাতে আছে চাঁদের জন্ম কথা- চন্দ্র কলঙ্ক কথা- এবং পরিশেষে চাঁদের মানব জন্মের ইতিবৃত্ত। আধুনিক গবেষণা যখন চাঁদকে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হিসেবে চিহ্নিত করেই নিস্তার খুঁজছে, ব্যাস দেব এর অনেক আগেই তার জন্মের পূর্ণ বিবরণ তুলে ধরেছেন। এতে তিনি লিখেছেন ঠিক কি উপায়ে ভেষজ রস থেকে চাঁদের জন্ম হয়- কোথায় চাঁদের অবস্থান নির্ধারিত হয়- পৃথিবী থেকে এর দূরত্ব কতো- প্রথম কে চাঁদে গমন করেন- কি অপরাধে চাঁদের গায়ে কলঙ্ক চিহ্ন হয়- কেন ও কি শর্তে চাঁদ পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে বাধ্য হন- কে সেই মহান মানুষ- কি তার জন্ম ও কর্ম পরিচয়। সকল্লের জানার আগ্রহ দেখলে, এ বিষয়ে আমি বৃহৎ পরিসরে আলোচনা করার চেষ্টা করবো।
{সূত্রঃ কাশীরাম দাস অনুদিত মহাভারত}
 
প্রাচীনকালে, [[সংস্কৃতি]] ছিল বিরল, বেশির ভাগ মানুষেরই নির্দিষ্ট কোন বাসস্থান ছিল না। তারা মনে করত যে চাঁদ প্রত্যেক রাত্রি মরে ছায়ার জগতে চলে যায়। অন্যান্য সংস্কৃতিতে বিশ্বাস করত যে চাঁদ সূর্যকে পিছু করছে। [[পিথাগোরাস|পিথাগোরাসের]] সময়ে, চাঁদকে একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হতো। মধ্যযুগে কিছু মানুষ বিশ্বাস করত যে চাঁদ হয়তো একটি নির্ভুলভাবে মসৃণ গোলক যা [[অ্যারিস্টটল|অ্যারিস্টটলের]] তত্ত্ব সমর্থন করত এবং অন্যান্যরা মনে করত সেখানে সাগর আছে (সাগর বলতে চাঁদের উপরিতলের অন্ধকার অঞ্চলকে বোঝায় যা চিত্র শব্দতে এখনও ব্যবহার করে)। ১৬০৯ সালে [[গ্যালিলিও গ্যালিলি|গ্যালিলিও]] যখন তার দূরবীক্ষণ চাঁদের দিকে ধরলেন, তিনি দেখলেন যে চাঁদের উপরিতল মসৃণ ছিল না। তা ক্ষুদ্র কালো রেখা, উপত্যকা, পর্বত এবং খাদের গঠিত হয়। সেই মুহূর্ত থেকে সে অনুভব করে যে এটি পৃথিবীর মতোই একটি কঠিন গলিত পদার্থ ছিল যা পরে এই রূপ নেয়। ১৯২০ সালেও মনে করত যে চাঁদের শ্বাস গ্রহণের উপযোগী বায়ুমণ্ডল আছে (অথবা ঐ সময় বিজ্ঞানের কাল্পনিক বানোয়াট গল্প বলত) এবং কিছু জ্যোতির্বিজ্ঞানীরা একটি ক্ষুদ্র বায়ু স্তরের উপস্থিতি আছে বলে অনুমান করত কারণ চাঁদ পর্যবেক্ষণ সময় তারা অনাকাঙ্ক্ষিত কিছু [[অশনাক্ত উড়ন্ত বস্তু|উড়ন্ত বস্তু]] দেখে ছিল। উদাহরণ হিসেবে জ্যোতির্বিজ্ঞানী [[আলফন্স ফ্রেসা|আলফন্স ফ্রেসার]] তার গবেষণামূলক আলোচনা-গ্রন্থে চাঁদের অনাকাঙ্ক্ষিত উড়ন্ত বস্তু সম্পর্কে লিখেনঃ আর একটি বিস্ময়কর অনাকাঙ্ক্ষিত বস্তু [[১৯২৪]] সালের ১৪ই [[আগস্ট|আগস্টের]] পূর্ণ চন্দ্রগ্রহণের সময় [[লেনিংগ্রাড|লেনিংগ্রাডে]] W. Maltzew মাধ্যমে পর্যবেক্ষণ করেছে তারকা BD-15°6037 ৭তম ম্যাগনিটিউডের। প্রায় ২ সেকেন্ড জন্য মনে হয়েছিল চাঁদের উড়ন্ত বস্তুর (ডিস্ক) গ্রহণ অথাৎ উড়ন্ত বস্তু দ্বারা চাঁদ সম্পূর্ণ ঢেকে গিয়েছিল। চাঁদের বসবাস করার সাথে জড়িয়ে আছে অমোচনীয় পানি এবং বায়ু অনুপস্থিতির সমস্যার এবং আলফন্স ফ্রেসা এই শর্তাবলিতে প্রতিবেদন করেছিল: প্রথমে আমাদের জীবনের অর্থের ব্যাপারে একমত হওয়া প্রয়োজন, কেননা, যদি চাঁদে এখনও জীবাণু আশ্রয় খুব অসম্ভাব্য কারণ সেখানে পানি এবং বায়ু অস্তিত্ব এখনও পাওয়া যায়নি।
'https://bn.wikipedia.org/wiki/চাঁদ' থেকে আনীত