চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
→‎ইতিহাস: সংশোধন
৬৫ নং লাইন:
 
==ইতিহাস==
১৯৫৭ সালের পূর্বে চট্টগ্রামে মহিলাদের জন্য আলাদা কোন কলেজের ব্যবস্থা ছিল না। তৎকালীন সময়ে [[চট্টগ্রাম কলেজ]], [[কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ|কানুনগোপাড়া কলেজ]] এবং [[সাতকানিয়া কলেজে]] সহ-শিক্ষার ব্যবস্থা থাকলেও আসনসংখ্যা সীমিত থাকায় মহিলাদের কলেজীয় শিক্ষার প্রসার ঘটাতে বাদশা মিয়া চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী এবং মনমোহন বিশ্বাসসহ স্থানীয় শিক্ষানুরাগীগণ মিলে ১৯৫৭ সালের ১ জুলাই বর্তমান [[ওমরগনি এম.ই.এস. কলেজ|এমইএস স্কুল]] চত্তরে ভিক্টোরিয়া ইসলামিক হোস্টেলে নৈশ কলেজের দিবাবিভাগে ‘‘সেন্ট্রাল গার্লস কলেজ’’ নামে মহিলাদের জন্য একটি পৃথক কলেজ স্থাপন করেন। যেটি পরবর্তীকালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নামে পরিচিত।পরিচিত হয়।<ref name="হাবচ">{{Cite book |author= |editor=মোহাম্মদ খালেদ |title=হাজার বছরের চট্টগ্রাম |url= |chapter=শিক্ষা |publisher=এম এ মালেক ([[দৈনিক আজাদী]]) |date=নভেম্বর ১৯৯৫ |location=[[চট্টগ্রাম]] |isbn= |page=১৯৫ |quote=}}</ref>
 
এই কলেজের প্রথম অধ্যাপক ছিলেন জ্ঞানতাপস যোগেশচন্দ্র সিংহ। ১৯৬১ থেকে ১৯৬২ সালের দিকে কলেজটি নাসিরাবাদ এলাকায় বর্তমান স্থানে স্থানান্তর করা হয়।
 
এই কলেজের প্রথম অধ্যাপক ছিলেন জ্ঞানতাপস যোগেশচন্দ্র সিংহ। ১৯৬১ থেকে ১৯৬২ সালের দিকে কলেজটি নাসিরাবাদ এলাকায় বর্তমান স্থানে স্থানান্তর করা হয়।
==তথ্যসূত্র==
{{Reflist}}