উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hasive (আলোচনা | অবদান)
Hasive (আলোচনা | অবদান)
৩৩৯ নং লাইন:
 
* {{সমর্থন}} সফলতা কামনা করছি। আর হ্যাঁ পয়েন্ট সিস্টেমের ব্যবস্থা করা গেলে প্রতিযোগিতা আরও প্রানবন্ত হবে।--[[ব্যবহারকারী:Masum-al-hasan|মাসুম-আল-হাসান রকি]] ([[ব্যবহারকারী আলাপ:Masum-al-hasan|আলাপ]]) ০৯:২৬, ২৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
* {{সমর্থন}}। আশা করছি সবার অংশগ্রহণে দারুন একটি নিবন্ধ প্রতিযোগিতা হবে। --[[user:Hasive|<span style="color:#006699">নুরুন্নবী চৌধুরী (হাছিব)</span>]] • <small>[[user talk:Hasive|<span style="color:#215876">আলাপ</span>]] </small>• ১৫:০৯, ২৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
::মেরাজ ও মাসুম ভাই সুন্দর প্রস্তাব করেছেন কিন্তু এখানে একজন ব্যক্তিকে অবশ্যই একটি পূর্ণ নিবন্ধ অনুবাদ করতে হবে। সুতরাং অংশিক অনুবাদের জন্য পুরস্কার দিলে তাহলে তালিকার একটি নিবন্ধও পূর্ণ হবে না, সবাই বিশেষ করে নতুনরা আংশিকভাবে অনুবাদ করবে। প্রতিযোগিতার আরও আকেটি উদ্দেশ্য হল, কোয়ালিটি বৃদ্ধি করা। এমনিতে বাংলা উইকিতে প্রতিযোগিতা না করলেও দুই মাসে প্রায় ৫০০ নিবন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ওই ৫০০ যাতে প্রতিযোগিতার মাধ্যমে সম্পূর্ণ নিবন্ধ হয় সেটা নিশ্চিত করাই আসলে উদ্দেশ্যে। আর পয়েন্ট দিয়ে মূল্যায়ন করতেও (আলাদা আলাদাভাবে লক্ষ লক্ষ বাইট গণনা) অনেক অভিজ্ঞ ব্যবহারকারী ও স্বেচ্ছাশ্রমের প্রয়োজন। গত ভালো নিবন্ধ প্রতিযোগিতায় ম্যানুয়ালি শুধু নিবন্ধ পর্যালোচনাতেই খুব বেশি লোককে পাওয়া যায়নি। এক্ষেত্রে এশীয় মাসের টুলের কথা বিবেচনায় আনা যেতে পারে কিন্ত টুল কোন সময় কাজ না করলে সেটা ক্রান্তীয় ঘুর্ণিঝরে রুপ নেবে :) অন্যথায় এই নিয়ম সহজ, পুরু নিবন্ধ অনুবাদ হলে গৃহীত না হলে নয়। আপনাদের কারও কাছে যদি এরকম কংক্রিট কোন পরিকল্পনা থাকে যে, এভাবে পয়েন্ট দিয়ে সব উদ্দেশ্য বাস্তবায়ন করে স্মোথলি প্রতিযোগিতা চালিয়ে নেওয়া যাবে সেক্ষেত্রে, অনুগ্রহ করে দিন। দুই মাস দেওয়ার কারণ তালিকার সবগুলো নিবন্ধ এতো বেশি বড় যে, পুরস্কারের সাথে পাল্লা দিয়ে নিবন্ধ অনুবাদ করতে একটু বেশিই সময় লাগবে। ধন্যবাদ।--'''<span style="text-shadow:5px 5px 6px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ০৯:৪৫, ২৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)