ভোলাহাট রেশম বীজাগার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anwar.rcz (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: '''ভোলাহাট রেশম বীজাগার'''
 
Anwar.rcz (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন:
'''ভোলাহাট রেশম বীজাগার'''
 
উত্তরবঙ্গে বিশেষ করে ভোলাহাট,নাচোল ও গোমাস্তাপুর [[রেশম]] শিল্প উন্নয়ন ও সম্প্রসারণেরর লক্ষে [[১৯৬১]]সালে "ভোলাহাট রেশম বীজাগার" স্থাপন করা হয়।
 
==অবস্থান==
[[চাঁপাই নবাবগঞ্জ ]] জেলার [[ভোলাহাট উপজেলা]]য় অবস্থিত।
মৌজাঃ গোপিনাথপুর ও ভোলাহাট।
 
 
==অায়তন==
 
এটি দেশের বৃহৎ রেশম বীজাগার। এর মোট অায়তন ৩৬.৭৯ একর (১১১বিঘা ১০ কাঠা)। যার মধ্যে অাবাদী জমির পরিমাণ ২০.৪৬ একর([[৬২]]বিঘা)
(বুশ,হাইবুশ,লোকাট,হাইকাট ও গাছ জমি)
এবং অন্যান্য কাজে ব্যবহৃত জমির পরিমাণ ১৬.৩৩ একর ([[৪৯]]বিঘা [[১০]] কাঠা)।
অফিস, বাসা,কারিগরি ভবন,রাস্ত,ড্রেন,পুকুর,ফুল ও ফলের বাগান এবং বাঁশঝাড়।
 
 
==কার্যাবলী==
 
[[রেশম]]চাষ সম্প্রসারণ ও [[রেশম]] চাষ লাভজনক করার লক্ষে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখে।
রেশম বীজাগারের কর্মকান্ডঃ
ক) রেশম বীজগুটি উৎপাদন
খ) রোগমুক্ত ডিম উৎপাদ
গ)উন্নত জাতের তুঁত কাটিংস উৎপাদন
ঘ)উন্নত জাতের তুঁতচারা উৎপাদন।
 
 
কর্মকান্ডের বিবরণ/তথ্যাদিঃ