ডোনাল্ড ব্র্যাডম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইফাজ (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল অ্যাপ সম্পাদনা
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ
৫২ নং লাইন:
|best bowling2 = 3/35
|catches/stumpings2 = 131/1
|date = ২০২২ আগস্টজানুয়ারি
|year = ২০১৬২০১৭
|source = http://content-uk.cricinfo.com/ci/content/player/4188.html ক্রিকইনফো
}}
 
স্যার '''ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান''', ({{lang-en|Don Bradman}}; [[২৭ আগস্ট]] [[১৯০৮]] - [[২৫ ফেব্রুয়ারি]] [[২০০১]]) যিনি প্রায়শই '''দ্য ডন''' নামে অভিহিত, ছিলেনবিখ্যাত একজনঅস্ট্রেলীয় অস্ট্রেলিয়ানক্রিকেটার ক্রিকেটার।ছিলেন। ডন ব্র্যাডম্যানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বলে অভিহিত করা হয়। টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়কে বড় ধরণেরধরনের যে-কোন খেলাধুলার সব থেকে বড় অর্জন বলে অভিহিত করা হয়।
 
== খেলোয়াড়ী জীবন ==
২৭ আগষ্টআগস্ট,১৯০৮ সালে নিউ সাউথ ওয়েলসের বাউরালে তাঁর জন্ম।
২৩৪টি প্রথম-শ্রেণীর খেলায় ৯৫.১৪ গড়ে ২৮০৬৭ রান এবং ৫২ টেস্ট ম্যাচের ক্যারিয়ারে ৬৯৯৬ রান। গড় ৯৯.৯৪।
 
১৯ বছর বয়েসে ফার্স্টক্লাসপ্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর নিউ সাউথ ওয়েলসের হয়ে ব্যাট হাতে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে যাচ্ছিলেন 'বাউরালের বিস্ময়-বালক', অবশেষে সুযোগ এলো জাতীয় দলের হয়ে মাঠে নামার। ডাক পেলেন ২৮১৯২৮-২৯ মৌসুমেরমৌসুমে সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে। ব্রিসবেনের ঐ টেস্টে অস্ট্রেলিয়া পরাজিত হলো ৬৭৫ রানে।রানের সুবিশাল ব্যবধানে। ডন করলেন দু ইনিংসে ১৮ এবং ১। বাদ পড়লেন দ্বিতীয় টেস্টের দল থেকে- সেই প্রথম এবং সেই শেষ। তৃতীয় টেস্টের দলে ডাক পেয়ে করলেন ৭৯ এবং ১১২।
২৭ আগষ্ট,১৯০৮ সালে নিউ সাউথ ওয়েলসের বাউরালে তাঁর জন্ম।
 
১৯ বছর বয়েসে ফার্স্টক্লাস অভিষেকের পর নিউ সাউথ ওয়েলসের হয়ে ব্যাট হাতে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে যাচ্ছিলেন 'বাউরালের বিস্ময়-বালক', অবশেষে সুযোগ এলো জাতীয় দলের হয়ে মাঠে নামার। ডাক পেলেন ২৮-২৯ মৌসুমের সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে। ব্রিসবেনের ঐ টেস্টে অস্ট্রেলিয়া পরাজিত হলো ৬৭৫ রানে। ডন করলেন দু ইনিংসে ১৮ এবং ১। বাদ পড়লেন দ্বিতীয় টেস্টের দল থেকে- সেই প্রথম এবং সেই শেষ। তৃতীয় টেস্টের দলে ডাক পেয়ে করলেন ৭৯ এবং ১১২।
 
== সম্মাননা ==
৯২ বছর বয়সে জীবনের সেঞ্চুরি পুরোবার আগেই ব্র্যাডম্যান মারা যান ২৫ ফেব্রুয়ারি,২০০১। তার আগে ১৯৪৯ সালে অর্জন করলেন সম্মানসুচক 'নাইটহুড'। [[উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার|উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের]] পুরস্কারটি একাই দশবার এবং [[গারফিল্ড সোবার্স|গ্যারি সোবার্স]] আটবার লাভ করেছিলেন। এছাড়া, অন্য কোন খেলোয়াড়ই তিনবারের বেশি লাভ করতে পারেননি। ২০০০ সালে [[শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দল|শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলে]] তাঁকে অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।<ref>{{cite web|title=Panel selects cricket team of the century |url=http://www.abc.net.au/pm/stories/s93847.htm| accessdate=2007-06-06| date=2000-01-18| publisher=[[Australian Broadcasting Corporation]]}}</ref>
 
১১ জুলাই, ১৯৩০ তারিখে লিডসে অনুষ্ঠিত [[দি অ্যাশেজ|অ্যাশেজ সিরিজের]] তৃতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের ইতিহাসে পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে মধ্যাহ্নবিরতীর পূর্বেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েন।<ref>{{cite web|title=Hundred before lunch|url=http://stats.cricinfo.com/ci/content/records/283003.html|publisher=ESPNcricinfo|accessdate=3 January 2017}}</ref> অন্যরা হচ্ছেন - [[ভিক্টর ট্রাম্পার]] (১৯০২), [[চার্লি ম্যাককার্টনি]] (১৯২৬), [[মজিদ খান]] (১৯৭৬) এবং [[ডেভিড ওয়ার্নার]] (২০১৬)।
 
==তথ্যসূত্র==