উজি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
Nirzak (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৭ নং লাইন:
}}
 
'''উজি''' ({{lang-he|עוזי}}) হচ্ছে [[ওপেন বোল্ট]] ও [[ব্লোব্যাক (আগ্নেয়াস্ত্র)|ব্লোব্যাক]] পরিবারভুক্ত একটি [[সাবমেশিন গান]]। এর ছোট আকৃতির সংস্করণগুলো মেশিন পিস্তল নামে পরিচিত। সর্বপ্রথম নির্মিত [[টেলিস্কোপিং বোল্ট|টেলিস্কোপিং বোল্টযুক্ত]] আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে উজি অন্যতম। এর ফলে ছোট অস্ত্রের [[ম্যাগাজিন (আগ্নেয়াস্ত্র)|ম্যাগাজিন]] পিস্তলের মতো হাতের মুঠোর ভেতর স্থাপন করার প্রচলন শুরু হয়, যা অস্ত্রের দৈর্ঘদৈর্ঘ্য কমিয়ে দেয়। জাপানের তৈরি [[টাইপ ২ মেশিন পিস্তল|টাইপ ২ মেশিন পিস্তলের]] পূর্বে এধরনের ডিজাইন আগে কখনও দেখা যায়নি।
 
ইসরায়েলি সশস্ত্র বাহিনীতে কর্মরত মেজর [[উজিয়েল গাল]] ১৯৪০-এর দশকে সর্বপ্রথম এই অস্ত্রের নকশা প্রণয়ন করেন। তাঁর নামানুসারেই এই অস্ত্রের নামকরণ করা হয় উজি। ১৯৫০ সালে এর অস্ত্রটির প্রথম প্রোটোটাইপ নির্মাণ শেষ হয়। [[ইসারায়েল ডিফেন্স ফোর্স|ইসারায়েল ডিফেন্স ফোর্সের]] স্পেশাল বাহিনী ১৯৫৪ সালে প্রথম এই অস্ত্রটি ব্যবহার করে। দুই বছর পর সাধারণ বিভিন্ন ক্ষেত্রেও এই অস্ত্রের ব্যবহার শুরু হয়। ব্যক্তিগত প্রতিরক্ষা, সামরিক কর্মকর্তা, গোলন্দাজ বাহিনীর সৈন্যরা ও ট্যাংকে থাকা সেনা, এবং পদাতিক অ্যাসল্ট বাহিনীর সদস্যদের দ্বারাই মূলত এই অস্ত্র ব্যবহৃত হয়। এছাড়াও কোনো বাহিনীর পেছনে অবস্থিত সৈন্যদের কাছে নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যেও এই অস্ত্রের ব্যবহার আছে। তুলনামূলকভাবে অনেক হাল্কা এবং এর প্রতি মিনিটে গুলির হার অনেক বেশি হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে এই অস্ত্রটি ব্যবহৃত হয়ে আসছে।
'https://bn.wikipedia.org/wiki/উজি' থেকে আনীত