ইয়ান বেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎খেলোয়াড়ী জীবন: বট নিবন্ধ পরিষ্কার করেছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
৯৩ নং লাইন:
| source = http://www.cricinfo.com/ci/content/player/9062.html ক্রিকইনফো
}}
'''ইয়ান রোনাল্ড বেল''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|এমবিই]] ({{lang-en|Ian Ronald Bell}}; [[জন্ম]]: [[১১ এপ্রিল]], [[১৯৮২]]) ওয়েস্ট মিডল্যান্ডে জন্মগ্রহণকারী ইংরেজ [[ক্রিকেট|ক্রিকেটার]]। বর্তমানে তিনি [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] হয়ে [[আন্তর্জাতিক ক্রিকেট|আন্তর্জাতিক ক্রিকেটে]] অংশগ্রহণ করছেন। এছাড়াও, '''ইয়ান বেল''' [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] [[ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ওয়ারউইকশায়ারের]] পক্ষ হয়ে খেলছেন। ডানহাতি শীর্ষ/মাঝারী সারির [[ব্যাটসম্যানব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানরূপে]] দলে অংশগ্রহণ করেন। [[দ্য টাইমস]] তাকে ‘অত্যন্ত সুন্দর তরবারী’ নামে আখ্যায়িত করেছে যিনি অফ-সাইডে চমৎকারভাবে কভার ড্রাইভে বল পাঠান।<ref>{{cite news| url=http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article4133951.ece | work=The Times | location=London | title=Bell puts himself in contention for pot of gold | date=14 June 2008 | accessdate=4 May 2010 | first=John | last=Westerby}}</ref> তিনি মূলতঃ ৪ নম্বরে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। দলের প্রয়োজনে মাঝে মধ্যে ডানহাতি মিডিয়াম পেস বোলারের ভূমিকায়ও অবতীর্ণ হন তিনি। প্রায়শঃই পিচের কাছাঁকাছি এলাকায় ক্যাচ তালু বন্দী করার জন্যে ফিল্ডিং করেন।
 
== কাউন্টি ক্রিকেট ==
৯৯ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
[[দি ওভাল|ওভালে]] অণুষ্ঠিতঅনুষ্ঠিত সিরিজের চূড়ান্ত [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে খেলার মাধ্যমে [[আন্তর্জাতিক ক্রিকেট|আন্তর্জাতিক ক্রিকেটে]] অভিষেক ঘটে তার। ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭০ [[রান (ক্রিকেট)|রান]] করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি; কেননা, ওয়েস্ট ইন্ডিজ ফলো-অনে পড়ায় তার দল দশ [[উইকেট|উইকেটের]] ব্যবধানে বিজয়ী হয়েছিল।<ref>[http://content-aus.cricinfo.com/england/engine/match/64096.html ''England vs West Indies Fourth Test''] [[Cricinfo]]. Retrieved 11 March 2008</ref> ২০০৪-০৫ [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] [[জিম্বাবুয়ে জাতিয়জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে]] ও [[দক্ষিণ আফ্রিকা জাতিয়জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা]] সফরে যান। [[হারারে স্পোর্টস ক্লাব|হারারেতে]] অণুষ্ঠিতঅনুষ্ঠিত [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে]] [[কেভিন পিটারসেন|কেভিন পিটারসেনের]] সাথে তারও অভিষেক ঘটে। ব্যাটিং উদ্বোধনে নেমে ৭৫ রান সংগ্রহ করেন ও [[ম্যান অব দ্য ম্যাচ|ম্যান অব দ্য ম্যাচের]] পুরস্কার লাভ করেন।<ref>[http://content-eap.cricinfo.com/statsguru/engine/match/64910.html ''Zimbabwe vs England First ODI] [[Cricinfo]]. Retrieved 11 March 2008</ref>
 
২০০৮ ও ২০০৯ সালে ইংল্যান্ড দলে অনিয়মিত সদস্য ছিলেন। কিন্তু, ২০০৯ সালে পুণরায় দলে নিয়মিত সদস্যের মর্যাদা পান ও অ্যাশেজ জিততে অবদান রাখেন। একই বছর বেশ কিছুসংখ্যক একদিনের আন্তর্জাতিকেও তার ব্যাটিংশৈলী প্রশংসনীয় ছিল। ২০১০ সালে প্রথম অ্যাশেজে সেঞ্চুরি করেন ও ইংল্যান্ডকে অ্যাশেজ ট্রফি ধরে রাখতে সহায়তা করেন। [[২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর|২০১৩]] সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে [[লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] অণুষ্ঠিতঅনুষ্ঠিত ২য় টেস্টের ১ম ইনিংসে ১০৯ রান করেন। এরফলে ৪র্থ ইংরেজ হিসেবে তিনি [[২০১৩ অ্যাশেজ সিরিজ|অ্যাশেজের]] পরপর তিনটি খেলায় সেঞ্চুরি করেছেন।<ref>{{cite news |title=Ashes 2013: Ian Bell says England well placed despite late wickets |url=http://www.bbc.co.uk/sport/0/cricket/23368783 |work=BBC Sport |publisher=British Broadcasting Corporation |date=18 July 2013 |accessdate=19 July 2013 }}</ref>
 
[[২০১৪-১৫ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর|২০১৪-১৫]] মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে [[স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম|স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে]] অণুষ্ঠিতঅনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসের উদ্বোধনী দিনে ১৪৩ রান তোলেন। এটি ছিল তার ২২তম [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]]। এরফলে সর্বোচ্চ শতকধারী ইংরেজ ক্রিকেটারদের মধ্যে তিনি কেবলমাত্র [[অ্যালাস্টেয়ার কুক]] (২৫) ও [[কেভিন পিটারসন|কেভিন পিটারসনের]] (২৩) পিছনে রয়েছেন।<ref>{{cite news |title=Classy Bell hundred puts England in control|url=http://www.espncricinfo.com/west-indies-v-england-2015/content/story/860905.html |last=McGlashan |first=Andrew | work=espncricinfo|publisher=espncricinfo |date=13 April 2015 |accessdate=14 April 2015}}</ref> এ রান সংগ্রহকালে ইংরেজ ক্রিকেটারদের মধ্যে ৯ম সর্বোচ্চ রান (৭,২৯৯) সংগ্রহকারী হন [[ওয়ালি হ্যামন্ড|ওয়ালি হ্যামন্ডকে]] পিছনে ফেলে। দিনের শেষদিকে [[কেমার রোচ|কেমার রোচের]] সুন্দর বলে তার ব্যাটের প্রান্ত স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ও উইকেট-কিপাররক্ষক [[দীনেশ রামদিন|দীনেশ রামদিনের]] গ্লাভসে সহজ ক্যাচ দেন। তার এ ইনিংসটি ৩৩৭ মিনিটে ২৫৬ বল মোকাবেলায় ২০ বাউন্ডারি ও এক ছক্কার সহায়তায় গড়ে উঠে। [[বেন স্টোকস|বেন স্টোকসের]] সাথে ২৫ ওভারে ১৩০ রানের জুটি গড়েন।
 
{| class="wikitable" style="float: right; margin-left: 1em; width: 40%; font-size: 90%;"
১২৬ নং লাইন:
 
== ক্রিকেট বিশ্বকাপ ==
[[২০১৫ ক্রিকেট বিশ্বকাপ|২০১৫]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপে]] ইংল্যান্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের প্রথম খেলায় ৩৬ রান করেন। খেলায় তার দল পরাজিত হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৮ রান তোলেন ও দল ৮ উইকেটের বিরাট ব্যবধানে পরাভূত হয়। স্কটল্যান্ডের বিপক্ষে অর্ধ-শতরান তোলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ রান তুললেও শোচনীয়ভাবে ৯ উইকেটের ব্যবধানে পরাজিত হয় তার দল। অবশ্যই জয়ী হতে হবে এমন অবস্থায় [[বাংলাদেশ জাতিয়জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশের]] বিপক্ষে তিনি ৬৩ রান তুললেও স্বল্প ব্যবধানে পরাজিত হয়ে ইংল্যান্ড দল প্রতিযোগিতা থেকে বিদায় নিতে বাধ্য হয়। প্রতিযোগিতার সর্বশেষ খেলায় দূর্বল আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৫২* তুল দলকে জয়লাভে সহায়তা করেন।
 
== সম্মাননা ==
[[জিম্বাবুয়ে জাতিয়জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে]] ব্যতীত সকল [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা|টেস্ট খেলুড়ে দেশের]] বিপক্ষে [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] করেছেন তিনি।
 
২০০৫ সালের সফলতম [[দি অ্যাশেজ|অ্যাশেজে]] উল্লেখযোগ্য অবদান রাখায় ইয়ান বেল ২০০৬ সালে নববর্ষের সম্মাননা তালিকায় [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|এমবিই]] পদকে ভূষিত হন। নভেম্বর, ২০০৬ সালে [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল]] প্রদত্ত [[আইসিসি পুরস্কার|বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের]] [[পুরস্কার]] পান তিনি।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
{{Reflist|2}}
 
== আরও দেখুন ==