বিরামপুর উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:বিরামপুর উপজেলা যোগ হটক্যাটের মাধ্যমে
RUHAN EE (আলোচনা | অবদান)
A huge and good editing
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৩ নং লাইন:
==ইতিহাস==
[[বিরামপুর]] থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। জেলা সদর হতে ৫৬ কিঃমিঃ দক্ষিণে প্রমত্ত যমুনার এক শাখা নদীর কোল ঘেঁষে বিরামপুর উপজেলার অবস্থান। বিরামপুর থানা সৃষ্টির পূর্বে হাকিমপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী থানার সমন্বয়ে এ অঞ্চল পরিচালিত হত। কথিত আছে সম্রাট আকবরের সময় বাংলার বারো ভুঁইয়াদের মধ্যে পাতরদাস নামক এক শক্তিশালী রাজা ছিলেন। তাঁর রাজধানী ছিল এই এলাকায়। রাজা পাতরদাস মোগল সেনাপতি বৈরাম খাঁর নিকট যুদ্ধে পরাজয় বরণ করেন। সেনাপতি বৈরাম খাঁর নামে এই এলাকার নাম হয় বিরামপুর।
নবাবগঞ্জ ও হাকিমপুর থানার ২টি করে ও ফুলবাড়ী থানার ৩টি ইউনিয়নের সমন্বয়ে ১৯৮১ সালের ৭ জুন বিরামপুর থানা গঠিত হয়। ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর তারিখে বিরামপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ১৯৯০ সালে বিরামপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করা হয়। পৌরসভার কার্যক্রম শুরু হয় ১৫ জুন, ১৯৯৫ তারিখে। তবে লোকমুখে এখনোও এর পুরনো নাম "চরকাই " বলতে শোনা যায়।
 
== প্রশাসনিক তথ্য : ==
উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে
এই উপজেলায় ১টি পৌরসভা, ইউনিয়ন ৭, মৌজা ১৭১, গ্রাম ১৮৯ আছে।
 
পৌরসভা : ১ টি,
 
ইউনিয়ন : ৭ টি
 
মৌজা : ১৭১ টি এবং
 
গ্রাম মোট ১৮৯ টি আছে।
 
;
;পৌরসভাসহ ইউনিয়ন সমূহঃ
* বিরামপুর পৌরসভা
৩৮ ⟶ ৪৭ নং লাইন:
* পালিপ্রয়াগপুর <ref>{{cite web |url=http://birampur.dinajpur.gov.bd/node/286959 |title= পৌরসভাসহ ইউনিয়ন সমূহ |author= বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন |date= জুন, ২০১৪ |website= |publisher= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |accessdate= ৯ জুলাই, ২০১৪}}</ref>
 
==জনসংখ্যার উপাত্ত : ==
[[চিত্র:Welcome gate of Birampur.jpg|thumbnail|বিরামপুর উপজেলার প্রবেশদ্বার]]
বিরামপুর উপজেলার মোট জনসংখ্যা ১,৫০,৬২০ জন;জন। এদের মধ্যে পুরুষ ৭৭,৫১৭ জন, এবং মহিলা ৭৩,১০৩ জন। <ref>{{cite web |url=http://birampur.dinajpur.gov.bd/node/109801 |title= উপজেলা প্রশাসনের পটভূমি |author= বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন |date= জুন, ২০১৪ |website= |publisher= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |accessdate= ৯ জুলাই, ২০১৪}}</ref>
 
== শিক্ষা : ==
বিরামপুর থানার শিক্ষার হার ২০১৪ সাল অনুযায়ী ৮৭%। এই থানায়উপজেলায় শীর্ষে আছে আদর্শ হাই স্কুল।এছাড়াওস্কুল আন্ড ভোকেশনাল ইন্সটিটিউট। অন্যান্য স্কুলের মধ্যে পাইলট হাইস্কুল, শিবপুর হাইস্কুল, কাটলা হাইস্কুল অন্যতম।
 
== পাশ্ববর্তী দর্শনীয় স্থান : ==
*== [[স্বপ্নপুরী (বিনোদন পার্ক)|স্বপ্নপুরী]] ==
* [[আসুরার বিল]]
* [[সিতারকোট বিহার]]
* [[আমেরিকা অস্ট্রেলিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল]] ( বিরামপুর নতুন বাজার)
 
==তথ্যসূত্র :==
{{Reflist}}
 
== বহিঃসংযোগ : ==
* [http://birampur.dinajpur.gov.bd/ সরকারি তথ্য বাতায়ন।]
* www.birampur.gov.bd
 
{{দিনাজপুর জেলা}}