ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
২৭ নং লাইন:
}}
 
'''ইউনিভার্সিটি ওভাল''' নিউজিল্যান্ডের ডুনেডিনের [[Logan Park, Dunedin|লোগান পার্কে]] অবস্থিত একটি [[ক্রিকেট]] মাঠ। [[Dunedin City Council|ডুনেডিন সিটি কাউন্সিল]] এ মাঠ পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রকৃতপক্ষে [[University of Otago|ওতাগো বিশ্ববিদ্যালয়]] এ মাঠের স্বত্ত্বাধিকারী ছিল। কিন্তু ২০০০-এর শুরুতে পুণঃউন্নয়নের লক্ষ্যে মালিকানাস্বত্ত্ব সিটি কাউন্সিলের কাছে হস্তান্তরিত করা হয়। [[Otago Cricket Association|ওতাগো ক্রিকেট অ্যাসোসিয়েশন]] ও ওতাগো বিশ্ববিদ্যালয় রাগবি ফুটবল ক্লাবের প্রধান অণুশীলনী মাঠ এটি। এছাড়াও হাইল্যান্ডার্স রাগবি ফুটবল দল এখানে অণুশীলনীর কাজে ব্যবহার করে। প্রথম খেলাতেই [[Umpire Decision Review System|আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির]] প্রচলন ঘটানো হয়। [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গণেঅঙ্গনে প্রথমবারের মতো ব্যবহৃত এ পদ্ধতি [[পাকিস্তান জাতিয়জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান]] বনাম [[নিউজিল্যান্ড জাতিয়জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] মধ্যকার তৃতীয় [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] প্রয়োগ ঘটে।
 
== বিবরণ ==
৩৩ নং লাইন:
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
ইউনিভার্সিটি ওভাল নিউজিল্যান্ডের সপ্তম [[টেস্ট ক্রিকেট]] মাঠের মর্যাদা পায়। ৪ জানুয়ারি, ২০০৮ তারিখে [[বাংলাদেশ জাতিয়জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশের]] বিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড দল প্রথম টেস্ট খেলায় মুখোমুখি হয়। দশ বছরের মধ্যে ডুনেডিনে প্রথম টেস্ট খেলা অণুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি ওভালের পুণঃউন্নয়নে নিউজিল্যান্ডীয় মুদ্রায় NZ$৬ মিলিয়ন ডলার ব্যয়িত হয়। এরফলে এ মাঠটি [[Carisbrook|কেয়ার্সব্রুকের]] পরিবর্তে ডুনেডিনের টেস্ট ক্রিকেট মাঠে পরিণত হয়।<ref>[http://www.tv3.co.nz/News/SportsNews/Story/tabid/415/articleID/42795/cat/41/Default.aspx Cricket: Black Caps check out Dunedin’s University Oval]</ref>
 
টেস্ট খেলা আয়োজনের একমাস পূর্বে [[State Championship|রাজ্য চ্যাম্পিয়নশীপের]] খেলায় অকল্যাণ্ড এবং ওতাগো দল প্রতিদ্বন্দ্ব্বিতা করে। চারদিনের খেলা হলেও অণুপযোগী পীচের কারণে খেলাটি দুইদিনে শেষ হয়ে যায়। তন্মধ্যে অকল্যাণ্ড ৯৪ ও ১২৮ এবং ওতাগো ১৭০ ও ৪/৫৪ করে।<ref>[http://www.cricketarchive.com/Archive/Scorecards/125/125312.html Otago v Auckland 3 & 4 Dec 2007]</ref> ফলে [[নিউজিল্যান্ড ক্রিকেট]] কর্তৃপক্ষ পীচের উন্নয়নের লক্ষ্যে প্রধান টার্ফ কর্মকর্তা জারড কার্টারকে স্থানীয় গ্রাউন্ডসম্যানের সাহায্যার্থে ডুনেডিনে প্রেরণ করে। টম তামাতি টেস্ট পীচ তৈরী করেছিলেন।<ref name="NZ_Herald_10485065">{{cite web |url=http://www.nzherald.co.nz/category/story.cfm?c_id=29&objectid=10485065 |title=Cricket: Fingers crossed for the University pitch |author=Leggat, David |date=3 January 2008 |work=[[The New Zealand Herald]] |accessdate=12 September 2011}}</ref> তারপরও ইউনিভার্সিটি ওভালে অণুষ্ঠিতঅনুষ্ঠিত টেস্টটি তিনদিনে শেষ হয়ে যায় মূলতঃ বাংলাদেশী ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতার জন্য। নিউজিল্যান্ড দল ৩৫৭ রান করে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল উদ্বোধনী জুটিতে ১৬১ রান করেছিল। খেলা শেষে নিউজিল্যান্ডীয় অধিনায়ক [[ড্যানিয়েল ভেট্টোরি]] বলেন যে, “বাউন্ডারীর আকার বাদে সবকিছুর ব্যবস্থাপনা চমৎকার। যদি [[অস্ট্রেলিয়া জাতিয়জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলীয়]] [[ম্যাথু হেইডেন]] অথবা [[অ্যাডাম গিলক্রিস্ট|অ্যাডাম গিলক্রিস্টের]] ন্যায় ব্যাটসম্যানদের বিপক্ষে স্পিনারদের বোলিং কৌশল ব্যর্থতায় পর্যবসিত হতো। প্রতিপক্ষ দল যদি খেলাকে সংক্ষিপ্ত করতে চায় তাহলে আমি কিভাবে দীর্ঘায়িত করবো। প্রধান টেস্ট ক্রিকেট মাঠগুলোর অন্যতম হিসেবে এ মাঠের অবস্থান।”
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{Reflist}}
 
== পাদটীকা ==