বীরগঞ্জ উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:বীরগঞ্জ উপজেলা যোগ হটক্যাটের মাধ্যমে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৫ নং লাইন:
 
== ইতিহাস ==
১৭৯৩ সালে ঘোড়াঘাট [[অবিভক্ত দিনাজপুর জেলা|অবিভক্ত দিনাজপুর জেলার]] থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়।<ref>ধনঞ্জয় রায়, ''দিনাজপুর জেলার ইতিহাস'', কে পি বাগচী অ্যান্ড কোম্পানি কলকাতা, প্রথম প্রকাশ ২০০৬, পৃষ্ঠা ২১১</ref> বীরগঞ্জ উপজেলাটি দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার মাঝামাঝি স্থানে অবস্থিত। ইহা দিনাজপুর জেলা হতে ২৭ কি: মি: দূরে একটি খাদ্য উদ্বৃত্ত উপজেলা। ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সমন্বয়ে গঠিত অত্র উপজেলায় ২,৬৯,৮৯৩ (আদম শুমারী ২০০১) জন লোক বসবাস করে। এর আয়তন ৪১৩ বর্গ কি: মি:। অত্র উপজেলার মধ্য দিয়ে ঢেপা ও করতোয়া নামীয় ২টি নদী প্রবাহিত হয়েছে। মুসলমান, খ্রিষ্টান, সাওতাল উপজাতীসহ বিভিন্ন সম্প্রদায়ের লোক এই উপজেলায় বাস করে।প্রত্যেকের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মাথাপিছু জমির পরিমাণ ০.৩১ একর। ভুট্টা, ধান, গম, পাট, আলু, সরিষা, শাক-সবজ্বি ও ফলমূল ইত্যাদি এই উপজেলার প্রধান ফসল। চাউলের মিল ছাড়া অন্যান্য শিল্প কারখানা নাই বললেই চলে। <ref>{{cite web |url=http://birganj.dinajpur.gov.bd/node/232717/এক-নজরে-বীরগঞ্জ |title= এক নজরে বীরগঞ্জ |author= বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন |publisher= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |accessdate= ১৩ মার্চ, ২০১৬}}</ref>
 
দিনাজপুর জেলার উত্তরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বীরগঞ্জ উপজেলা ১১(এগার)টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি বড় উপজেলা। এ উপজেলা সদরের ০৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের ০৪টি মৌজার আংশিক এলাকা আয়তনে ৬.৩০বর্গ কি.মি. ; ১৫জুন,২০০২খ্রিঃ তারিখে বীরগঞ্জ পৌরসভা স্থাপিত হয় ।<ref>{{cite web |url=http://birganj.dinajpur.gov.bd/node/722628/এক-নজরে-বীরগঞ্জ-পৌরসভা |title= এক নজরে বীরগঞ্জ পৌরসভা |author= বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন |publisher= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |accessdate= ১৩ মার্চ, ২০১৬}}</ref>