ঘটোৎকচ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Andore-t33 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:Gathotkaca-paraga.png|right|thumb|জাভার ছায়ানাটকে ঘটোৎকচের চিত্রায়ণ]]
'''ঘটোৎকচ''' ভারতীয় মহাকাব্য [[মহাভারত|মহাভারতের]] একটি চরিত্র ।চরিত্র। ইনি হস্তিনাপুরের রাজা পান্ডুরপাণ্ডুর দ্বিতীয় পুত্র [[ভীম|ভীমের]] রাক্ষস স্ত্রী [[হিড়িম্বা]]র গর্ভজাত পুত্র ।পুত্র। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ইনি [[কর্ণ|কর্ণের]] হাতে প্রাণ হারান ।হারান।
 
== কুরুক্ষেত্রের যুদ্ধ ==
 
ঘটোৎকচ তাঁর রাক্ষস সৈন্যদলসহ কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেন। তাঁর পুত্র অঞ্জনপর্বনও তাঁর সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছিলেন।
 
=== ''ভীষ্ম পর্ব'' ===
 
যুদ্ধের তৃতীয় দিনে ঘটোৎকচ কৌরব যুবরাজ [[দুর্যোধন]]কে পরাজিত করেন। চতুর্থ দিনে ঘটোৎকচের সঙ্গে প্রাগজ্যোতিষ (বর্তমান [[আসাম]]) রাজ্যের রাজা ভগদত্তের তীব্র যুদ্ধ হয়, কিন্তু সূর্যাস্ত হয়ে যাওয়ায় জয়-পরাজয় ব্যতিরেকেই যুদ্ধ সমাপ্ত হয়। পরবর্তীতে সপ্তম দিনে ভগদত্ত ঘটোৎকচকে দ্বৈরথ যুদ্ধে পরাজিত করেন। অষ্টম দিনে ঘটোৎকচ [[দ্রোণাচার্য]], [[অশ্বত্থামা]], [[দুর্যোধন]], [[জয়দ্রথ]]সহ বহু কৌরব মহারথীকে পরাজিত করেন।
 
== ''দ্রোণ পর্ব'' ==
 
যুদ্ধের চতুর্দশ দিনে সূর্যাস্তের পরও যুদ্ধ চলছিল। রাত্রিতে রাক্ষসদের শক্তি বেড়ে যায় বলে এসময় ঘটোৎকচ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। কৌরবপক্ষ অবলম্বনকারী দুই রাক্ষস অলম্বুশ ও অলায়ুধ ঘটোৎকচের হাতে নিহত হন। এরপর ঘটোৎকচ [[কৃষ্ণ|কৃষ্ণের]] নির্দেশে [[কর্ণ]]কে আক্রমণ করেন। ঘোরতর যুদ্ধের পর কর্ণ দেবরাজ ইন্দ্রের একাঘ্নী অস্ত্র ঘটোৎকচের দিকে নিক্ষেপ করলে এর আঘাতে ঘটোৎকচ নিহত হন। কিন্তু মৃত্যুর পূর্বে ঘটোৎকচ বিশালাকার ধারণ করায় তাঁর শব কৌরব সৈন্যবাহিনীর ওপরে পতিত হয় এবং এক অক্ষৌহিণী সৈন্য নিহত হয়।
 
{{Commonscat|Ghatotkacha}}