সাগরময় ঘোষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
সংশোধন, বিষয়শ্রেণী
১ নং লাইন:
{{কাজ চলছে|date=জানুয়ারি ২০১৭}}
'''সাগরময় ঘোষ''' (২২ জুন, ১৯১২ - ১৯ ফেব্রুয়ারি, ১৯৯৯) একজন স্বনামখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক যিনি কলকাতা থেকে প্রকাশিত [[দেশ]] পত্রিকার সম্পাদকীয় দায়িত্ব পালন করে জীবন্ত কিংবদন্তীতে পরিণত হয়েছিলেন।<ref>[http://archives.anandabazar.com/archive/1120618/18karcha.html আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত নিবন্ধ-১]</ref><ref>[http://archives.anandabazar.com/archive/1120204/4pustak1.html আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত নিবন্ধ-২]</ref> ১৯৯৯ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যুতে লণ্ডনের [[দ্য গার্ডিয়ান]] পত্রিকায় প্রকাশিত শোকসংবাদে তাঁকে বাংলার ‘সাহিত্য ব্যাঘ্র’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। মৃত্যুর কিছু পূর্বে ১৯৯৭ খ্রিস্টাব্দে তিনি বিংশ শতাব্দীর সবেচেয়ে দীর্ঘজীবি বাংলা সাপ্তাহিক ''দেশ'' পত্রিকার সম্পাদক হিসেবে অবসর গ্রহণ করেন।<ref>[https://www.theguardian.com/news/1999/mar/18/guardianobituaries1 Bengal's literary tiger]</ref><ref>[http://www.anandabazar.com/todayinhistory/%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%9C-%E0%A6%A8-%E0%A7%A7%E0%A7%AF%E0%A7%A7%E0%A7%A8-1.416807 আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত নিবন্ধ-৩]</ref>
 
== জীবন বৃত্তান্ত==
তাঁর জন্ম ব্রিটিশ ভারতের পূর্ব বঙ্গে, বর্তমান বাংলাদেশের [[চাঁদপুর|চাঁদপুরে]], ১৯১২ খ্রিস্টাব্দের ২২শে জুন তারিখে। চাঁদপুরেই ছিল সেখানেই ছিলো তাদের পৈত্রিকপৈতৃক ভিটা। কালক্রমে নদী ভাঙনে হারিয়ে গেছে সেই পৈত্রিকাপৈতৃক ভিটা। তাঁর পিতা কালিমোহন ঘোষ ছিলেন রবীন্দ্রনাথের সাক্ষাৎ সহচর। জ্যেষ্ঠ ভ্রাতা [[শান্তিদেব ঘোষ]] ছিলেন রবীন্দ্র সঙ্গীতের বিশেষ সাধক। সাগরময় ঘোষ শান্তিনিকেতনে পড়াশোনা করেন, তিনি রবীন্দ্রনাথের সরাসরি ছাত্র ছিলেন। শান্তিনিকেতনে অধ্যয়নকালে কবিগুরু রবীন্দ্রনাথের প্রভাবে সাহিত্য ও সঙ্গীত, সর্বোপরি শিল্পের প্রতি তাঁর গভীর অনুরাগ জন্মে যা প্রয়াণাবধি তাঁর মানসপ্রতিভাকে নিয়ন্ত্রণ করেছে।<ref>[https://www.theguardian.com/news/1999/mar/18/guardianobituaries1 Bengal's literary tiger]</ref>
 
রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ অনুরক্ত ছিলেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ’আমাকে যদি কেউ প্রশ্ন করে এই পৃথিবীতে জন্মে তুমি কি পেলে? আমার উত্তর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ।’ ''দেশ'' পত্রিকায় যোগদানের তাঁর ওপর অর্পিত প্রথম দায়িত্ব ছিল [[রবীন্দ্রনাথ ঠাকুর|কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের]] কাছ থেকে একটা কবিতা আর গল্প সংগ্রহ করা। সেটি ১৯৩৯ খ্রিস্টাব্দে কবিগুরুর মৃত্যুর কয়েক মাস আগে মাত্র। যে গল্পটি তিনি সংগ্রহ করতে পেরেছিলেন তা হলো '''শেষ কথা'''।
 
তিনি ছিলেন একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জনক। ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে সাগরময় ঘোষ পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যের পরিমণ্ডলে শোকের বিশেষ ছায়াপাত হয়েছিল।
 
== ''দেশ'' পত্রিকার সম্পাদকীয় দায়িত্ব==
৪৩ নং লাইন:
* [http://www.parabaas.com/PB56/LEKHA/brBhababhuti56.shtml সম্পাদকের বৈঠক-এর আলোচনা]
 
[[বিষয়শ্রেণী:বাংলাদেশীভারতীয় সাংবাদিক]]
[[বিষয়শ্রেণী:১৯৯৯-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী: বাঙালি সাংবাদিক]]
[[বিষয়শ্রেণী:বাঙালি সাহিত্যিক]]