ঘনাদা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
বানান ও তথ্য
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৯ নং লাইন:
 
== চরিত্র ==
ঘনাদার ষষ্ঠ গল্প টুপিতে প্রথম জানা যায় তিনি [[কলকাতা]] শহরে বাহাত্তর নম্বর বনমালি নস্কর লেনের একটি মেসবাসীতে বসবাস করেন<ref name="টুপি">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ১|url=|chapter=টুপি|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১|location=কলকাতা |isbn=81-7215-395-3 |page=৭৪-৮৭|quote=}}</ref> এবং তিনি তাঁর অধিকাংশ গল্প এই মেস বাড়ীতেই বলেছেন। এই মেসবাড়ীর চার বাসিন্দা শিবু, শিশির, গৌর ও গল্পের কথক সুধীর সর্বদা বিভিন্ন উদ্ভাবনী পরিকল্পনা করে ঘনাদাকে ঠকিয়ে বা খুশি করে তাঁর কাছ থেকে কল্পবিজ্ঞান, অভিযান বা ঐতিহাসিক গল্পের বিভিন্ন সব গল্পের সম্ভার শোনার চেষ্টা করতে থাকেন। অধিকাংশ গল্পে নায়ক থাকেন স্বয়ং ঘনাদা। একজন বাকসর্বস্ব সাধারণ বাঙালি চরিত্রের বাগাড়ম্বরতার পাশাপাশি অসাধারণ পাণ্ডিত্য, প্রখর উপস্থিত বুদ্ধি ও উদ্ভাবনী প্রতিভা ঘনাদা চরিত্রকে অত্যন্ত জনপ্রিয় করেছে।{{#tag:ref|''বিজ্ঞানভিত্তিক গল্প লেখার সময় একজন হিরোর দরকার পড়ল। বিদেসি সায়েন্স-ফিকশনের হিরোকে দেখা যায়, যেমন সে বিদ্যাদিগগজ তেমনই তার গায়ের জোর। আমি হিরো করলাম একজন সাধারণ অন্নভুক বাঙালিকে। সে কলকাতার মেসের ভাত খেয়ে এমন শক্তিমান যে তার মুখের জোরের ধারেকাছে কেউ দাঁড়াতে পারে না। পাঠকের কাছে ঘনাদা তাই এত ভালোবাসা পেয়েছে।''<ref>কার্তিক মজুমদারের সঙ্গে প্রেমেন্দ্র মিত্রের সাক্ষাৎকার, আনন্দমেলা, ২৮শে মে, ১৯৮৩</ref>|group=n}} ঘনাদা ধূমপায়ী ও ভোজনবিলাসী। মশা গল্পে দেখা যায় তিনি মেসের অন্যান্য বাসিন্দাদের কাছ থেকে সিগারেট ধার করেন<ref name="মশা">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ১|url=|chapter=মশা|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১|location=কলকাতা |isbn=81-7215-395-3 |page=২১-২৯ |quote=}}</ref>, কিন্তু নুড়ি গল্পে জানা যায় তিনি শিশিরের কাছ থেকেই সিগারেট ধার করেন।<ref name="নুড়ি">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ১|url=|chapter=নুড়ি|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১ |location=কলকাতা |isbn=81-7215-395-3 |page=৪৮১-৪৮৮ |quote=}}</ref> মেসবাড়ির আড্ডা ছাড়াও পার্কের বৈকালিক আড্ডাতে পাড়ার প্রবীনদের কাছে ঘনশ্যাম বাবু নামে পরিচিত তিনি। 'রবিনসন ক্রুশো মেয়ে ছিলেন' গল্পটি ঘনশ্যাম বাবুর মস্তিষ্কজাত।
 
== কথক ==
৩৬ নং লাইন:
== সাহিত্যে ==
===ছোট গল্প===
১৯৪৫ খ্রিষ্টাব্দ বা ১৩৫২ বঙ্গাব্দে [[কলকাতা]] হতে প্রকাশিত আলপনা নামক দেব সাহত্যসাহিত্য প্রকাশনীর পূজাবার্ষিকীতে মশা গল্পে [[প্রেমেন্দ্র মিত্র]] ঘনাদা চরিত্রটিকে প্রথম উপস্থাপিত করেন। এরপর প্রতি বছর তিনি প্রতি দেব সাহত্যসাহিত্য প্রকাশনীর পূজাবার্ষিকীতে একটি করে গল্প লিখতে থাকেন।
 
{{div col|3}}
১১০ নং লাইন:
 
== কমিকস ==
জনপ্রিয় বাংলা বিজ্ঞান পত্রিকা কিশোর জ্ঞান বিজ্ঞান মশা, তেল, হাঁস, মাটি ও মঙ্গল গ্রহে ঘনাদা এই গল্প পাঁচখানি নিয়ে সাদা-কালো কমিকস প্রকাশ করেছে। এই সমস্ত কমিকসের চিত্রনাট্য অনিল কর্মকারের লেখা আর সাদাকালো ছবি এঁকেছেন গৌতম কর্মকার। এছাড়া আনন্দ পাবলিশার্সের জনপ্রিয় বাংলা শিশু কিশোর পত্রিকা আনন্দমেলার শারদীয়া সংখ্যায় মশা, পোকা, কাচ, তেল দেবেন ঘনাদা, নুড়ি ও ছড়ি এই গল্পগুলি নিয়ে রঙিন কমিকসপ্রকাশকমিকস প্রকাশ করেছে।
 
== রেডিও নাটক ==