জ্ঞান চক্রবর্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+বিষয়শ্রেণী:১৯০৬-এ জন্ম; +বিষয়শ্রেণী:১৯৭৭-এ মৃত্যু; +[[বিষয়শ্রেণী:ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্...
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২ নং লাইন:
 
== শিক্ষা ==
মাত্র ১২ বছর বয়সে তিনি সশস্ত্র বিপ্লববাদী সংগঠন [[অনুশীলন সমিতি]]<nowiki/>র শাখা ‘বাণী সংঘে’র সাথে যুক্ত হন। পরে যুগান্তর দলে যোগ দেন। ১৯৩১ সালে তিনি গ্রেফতার হন।&nbsp;ওই বছর তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] এম.এস.সি পড়ছিলেন। এসময় তার অন্যতম বন্ধু ছিলেন বিপ্লবী [[জগদীশ চক্রবর্তী।]]
 
== সাম্যবাদী আন্দোলন ==
গ্রেপ্তার হয়ে [[বক্সা দুর্গ]] ও দেউলি বন্দিনিবাসে আটক থাকেন এবং এখানেই মার্ক্সবাদী দর্শনে আগ্রহ জন্মে। কমিউনিস্ট কনসলিডেশনে যোগ দিয়ে ১৯৩৮ সালে মুক্তিলাভের পর ঢাকায় কমিউন করে সকলকে নিয়ে যৌথভাবে থাকতে আরম্ভ করেন। তার কমিউন থেকেই নানারকম গণসংগঠনের প্রচেষ্টা, বিড়িসশ্রমিক, ও মজদুর ইউনিয়ন সংগঠিত হয়। গ্রামীন কৃষকরাও এসে পরামর্শ নিতেন। ঢাকায় [[রেবতী মোহন বর্মণ|রেবতী মোহন বর্মণে]]<nowiki/>র উদ্যোগে মার্ক্সবাদী প্রকাশনার কেন্দ্র স্থাপিত হলে [[নেপাল নাগ]], রনেন বসুর সাথে তিনি মার্ক্সবাদী পুস্তক প্রকশস ও প্রচারের দায়িত্ব নেন। সাম্রাজ্যবাদ বিরোধী পুস্তক গোপনে বা ছদ্মবেশে তিনি বিলি করতেন। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে কংগ্রেস কর্মীদের সাথে সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্যের দাবীতে সম্মেলনে অংশ নেন। এই সময় ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৯৪৩- ৪৭ সালে ঢাকা জেলা কমিউনিস্ট পর্টির সম্পাদক থাকাকালীন প্রগতিশীল তরুন, ছাত্র- যুব, বুদ্ধিজীবী এবং উকিলদের ভেতর সাম্যবাদী আদর্শ ও চেতনা প্রসারে তার ভূমিকা ছিল। ১৯৪৮ সালে কমিউনিস্ট পার্টি পূনরায় নিষিদ্ধ হলে আবার কারাবাস হয়। মুক্তি পেলেও পুলিশি হামলা চলতে থাকথাকে তার ওপরে।
 
== মুক্তিযুদ্ধ ==
১৯৫৮ সালে আয়ুব খানের সামরিক শাসনে তাকে নিয়ে ২০ জন কমিউনিস্ট নেতার ওপর গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়েছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধে ঢাকায় মুক্তিযোদ্ধাদের শিবির পরিচালনার ভার নিয়েছিলেন বৃদ্ধ বয়েসেও। ১৯৭৫ এ মুজিবর রহমানের হত্যার পর সামরিক শাসন জারী হলে আবার আত্মগোপন করেন। আজীবন সকলের সাথে কষ্ট স্বীকার করে দিনযাপন করেছেন। গ্রামাঞ্চলে কাজ করার সময় টাইফয়েড রোগে আক্রান্ত হন।<ref name=":0">{{বই উদ্ধৃতি|title=সংসদ বাঙালি চরিতাভিধান|last=প্রথম খন্ড|first=সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত|publisher=সাহিত্য সংসদ|year=২০০২|isbn=|location=কলকাতা|pages=১৭৯}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.thedailysangbad.com/nogr-mohonogor/2016/08/20/81008|title=জ্ঞান চক্রবর্তী ছিলেন আজীবন মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত|last=|first=|date=২০ আগস্ট ২০১৬|website=সংবাদ|publisher=|access-date=১.০১.২০১৭}}</ref>
 
== লেখা ==