২২টি
সম্পাদনা
Tanmoy Datta (আলোচনা | অবদান) সম্পাদনা সারাংশ নেই |
Tanmoy Datta (আলোচনা | অবদান) সম্পাদনা সারাংশ নেই |
||
| footnotes =
}}
'''রাজবাড়ী''' শহর বাংলাদেশের [[ঢাকা বিভাগ|ঢাকা বিভাগের]] অন্তর্গত একটি জেলা শহর। [[পদ্মা নদী|পদ্মানদীর]] তীরে অবস্থিত এই শহর ঢাকা বিভাগের ক্ষুদ্রতম জেলা শহর। [[রাজবাড়ী জেলা|রাজবাড়ী]] শহরের জনসংখ্যা প্রায় ৬০,০০০। এই শহরটি [[রেলগাড়ি|রেলে]]র শহর নামেও পরিচিত। এখানে দেশের সেরা [[মিষ্টি|মিষ্টিজাত]] দ্রব্য উৎপন্ন
রেলপথ রাজবাড়ী শহরকে দুটি ভাগে বিভক্ত করেছে। উত্তর রাজবাড়ী আর দক্ষিণ রাজবাড়ী। শহরের এই দুটি প্রধান ভাগকে সংযোগ করেছে রেলগেট। এটি খুব ব্যস্ত স্থান। উত্তর রাজবাড়ীর অংশবিশেষকেই ঐতিহ্যগতভাবে সেন্ট্রাল রাজবাড়ী বলা যেতে পারে। বিশেষত স্টেশন রোড, কলেজ রোড, মারোয়াড়ী পট্টি, বড়বাজার ইত্যাদি হলো সেন্ট্রাল রাজবাড়ীর অংশ। অন্যদিকে দক্ষিণ রাজবাড়ী একটু নতুনভাবে গড়ে উঠেছে। রেলগেট থেকে বড়পুল পর্যন্ত দ্বিমুখী রাজপথের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। শহরের নামকরা হাইস্কুলগুলো এই অংশে অবস্থিত। তাছাড়া ফার্স্ট ফুড শপ, ইলেক্ট্রনিক শোরুম, হসপিটাল, ক্লিনিক ও প্রশাসনিক দপ্তরসমূহ এ অংশে অবস্থিত।
ছোট্ট এ শহরটির মানুষজন সহজ সরল এবং বন্ধুত্বসুলভ। কয়েকটি নাগরিক সমস্যা ব্যতীত রাজবাড়ী একটি শান্তির শহর।
।</ref>{{cite web |url=http://www.rajbari.gov.bd/node/447208
== নামকরণের ইতিহাস ==
|
সম্পাদনা