শামসুর রাহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩১ নং লাইন:
== জন্ম, শৈশব ও শিক্ষা ==
জন্ম নানাবাড়িতে। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। পিতার বাড়ি [[নরসিংদী জেলা|নরসিংদী জেলার]] রায়পুরায় পাড়াতলী গ্রামে। কবি শামসুর রাহমানের ভাই-বোনের সংখ্যা ১৩ জন। তন্মধ্যে, কবি ছিলেন ৪র্থ। [[পুরোনো ঢাকা|পুরোনো ঢাকার]] [[পোগোজ স্কুল]] থেকে [[ম্যাট্রিকুলেশন]] ১৯৪৫ সালে। ১৯৪৭ সালে [[ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ]] থেকে আই এ পাশ করেন। [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] ইংরেজি বিষয়ে ভর্তি হন এবং তিন বছর নিয়মিত ক্লাসও করেছিলেন সেখানে। শেষ পর্যন্ত আর মূল পরীক্ষা দেননি। পাসকোর্সে বিএ পাশ করে তিনি ইংরেজি সাহিত্যে এম এ (প্রিলিমিনারি) পরীক্ষায় দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করলেও শেষ পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করেননি।<ref name="samr rahman"/>
[[চিত্র:Http://www.latestbdnews.com/wp-content/uploads/2016/08/shamsur-rahman.jpg|থাম্ব]]
 
== পেশা ==