ফ্রেড গ্রেস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ
৯ নং লাইন:
| death_place = [[Basingstoke|ব্যাসিংস্টোক]], [[Hampshire|হ্যাম্পশায়ার]]
| batting = ডানহাতি
| bowling = ডানহাতি [[fastফাস্ট bowlingবোলিং|ফাস্ট]] ([[roundarm bowling|রাউন্ডআর্ম]])
| role = [[অল-রাউন্ডার]]
| family = [[Henry Grace (cricketer)|এইচ. গ্রেস]], [[E. M. Grace|ই. এম. গ্রেস]], [[ডব্লিউ. জি. গ্রেস]] (ভ্রাতৃত্রয়); [[Walter Gilbert (cricketer)|ডব্লিউ. আর. গিলবার্ট]] (কাকাতো ভাই)
২৩ নং লাইন:
| year2 = ১৮৭০-১৮৭৬
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 1
| runs1 = 0
৩৬ নং লাইন:
| best bowling1 = –
| catches/stumpings1 = 2/–
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 195
| runs2 = 6,906
৪৯ নং লাইন:
| best bowling2 = 8 for 43
| catches/stumpings2 = 170/3
| date = ২১২২ ডিসেম্বর
| year = ২০১৬
| source = http://www.cricketarchive.com/Archive/Players/0/42/42.html ক্রিকেটআর্কাইভ
৫৭ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
[[Grace family|ফ্রেড পরিবারের]] সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন ফ্রেড গ্রেস। [[Henry Grace (cricketer)|হেনরি]], আলফ্রেড, [[E. M. Grace|ইএম]] এবং [[ডব্লিউ. জি. গ্রেস|ডব্লিউজি]] - বড় চার ভাইদের সকলেই ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন। ইএম এবং ডব্লিউজি’র ন্যায় সমসাময়িককালে মুদ্রিত আকারে তিনি জি. এফ. গ্রেস নামে সংক্ষিপ্ত আকারে পরিচিত হয়েছিলেন। পরবর্তীতে অবশ্য তিনি ফ্রেড নামেই পরিচিতি পান। তবে বড় দুই ভাই হেনরি ও আলফ্রেড তাঁদের নামের প্রথম নামেইঅংশেই সর্বদা পরিচিত ছিলেন।<ref name="Rae15">Rae, pp. 15–16.</ref><ref name="Mid86">Midwinter, pp. 86–87.</ref><ref>Birley, p. 104.</ref>

== সেপ্টেম্বর,খেলোয়াড়ী ১৮৮০জীবন সালে ওভালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি টেস্টের মর্যাদা পায়। ঐ খেলায় প্রথমবারের মতো ইএম, ডব্লিউজি এবং ফ্রেড - এ তিন ভাই ইংল্যান্ড দলের পক্ষে অংশগ্রহণ করেছিলেন।==
ক্লাব ক্রিকেটেই তিনি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তাঁর বাবাও ওয়েস্ট গ্লুচেস্টারশায়ার ক্রিকেট ক্লাবে খেলেছিলেন। মাত্র ১৩ বছর বয়সে ১৮৬৪ সালে ঐ ক্লাবেও তাঁর অংশগ্রহণ ঘটে। বলা হয়ে থাকে যে, ডব্লিউজি’র ন্যায় তিনি সোজা ব্যাটে খেলতে অনভ্যস্ত ছিলেন।<ref>Rae, pp. 57–58.</ref> কিন্তু, হিটিংয়ের মাধ্যমে ঠিকই তা পুষিয়ে নিয়েছিলেন। ফিল্ডিংয়ে তাঁর দাঁড়ানোর ভঙ্গীমা ছিল অসাধারণ। খেলায় সর্বক্ষণই অসাধারণ পরিচয় দিতেন ও বর্ণাঢ্যময় ফিল্ডিংয়ের মাধ্যমে প্রশংসা কুড়াতেন।<ref name=BB14>Barclays, p. 14.</ref>
 
[[Australian cricket team in England in 1880|সেপ্টেম্বর, ১৮৮০ সালে]] ওভালে ইংল্যান্ড বনাম [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] মধ্যকার খেলাটি টেস্টের মর্যাদা পায়। ঐ খেলায় প্রথমবারের মতো ইএম, ডব্লিউজি এবং ফ্রেড - এ তিন ভাই ইংল্যান্ড দলের পক্ষে অংশগ্রহণ করেছিলেন।
 
প্রশ্নাতীতভাবেই ১৮৭০-এর দশকে ফ্রেড গ্রেস শীর্ষস্থানীয় ক্রিকেটার ছিলেন। কিন্তু অনেকেরই অভিমত যে ডব্লিউজি’র কারণে তাঁর সাফল্য অনেকাংশেই চোখে পড়েনি।
 
== দেহাবসান ==
২২ সেপ্টেম্বর, ১৮৮০ তারিখে তাঁর দেহাবসান ঘটে। নিউমোনিয়ায় আক্রান্ত হন ও ফুসফুসের সংক্রমণে তাঁর মৃত্যু হয়। তাঁর শবযাত্রায় প্রায় ৩,০০০ লোক উপস্থিত ছিল ও ডাউনএন্ডের সমাধিস্থলে তাঁকে সমাধিস্থ করা হয়। ঐ দিনই অস্ট্রেলীয়রা শেষ খেলায় অংশ নিয়েছিল ও বাহুতে কালো কাপড় ধারন করে তাঁকে নীরব শ্রদ্ধাজ্ঞাপন করে। [[The Daily Telegraph|দ্য টাইমস]] এ প্রসঙ্গে লিখে যে, তাঁর পুরুষসূলভ আচরণ ও সোজাসাপ্টা জবাবই তাঁকে জনপ্রিয়তায় নিয়ে আসেনি বরং আতিথেয়তা ও বন্ধুসূলভ আচরণও সকলকে বিমোহিত করে রেখেছিল।<ref>Rae, p. 257.</ref>
 
তবে গ্রেসের অসুস্থতার বিষয়ে স্যাঁতস্যাঁতে হোটেলের বিছানায় অবস্থানের কারণে ঘটেছে বলে জানা যায়।<ref name="Mid86"/> কিন্তু তা সাময়িকভাবেই বিতর্কের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কেননা, ওভালে অনুষ্ঠিত খেলাচলাকালীনই তিনি ঠাণ্ডায় আক্রান্ত হন ও এ অবস্থাতেই তিনি ব্যাসিংস্টোকে এসেছিলেন।
 
== পাদটীকা ==
৬৩ ⟶ ৭৫ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== আরও দেখুন ==