উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হিরো আলম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ragib (আলোচনা | অবদান)
→‎হিরো আলম: ব্যক্তিআক্রমণ
Smmmaniruzzaman (আলোচনা | অবদান)
অপসারণ করা হোক।
২৪ নং লাইন:
 
::{{সমর্থন}} -- সমর্থন করছি। ফয়জুল লতিফ ভাই উপরে যা বলেছেন আমি সেটাই বলতে চাই। ক্ষণিকের ১৫-মিনিটের খ্যাতি ধরলে আজ অমুক কাল তমুক পত্রপত্রিকায় আসে। তার মানে এই না যে তারা উল্লেখযোগ্য হবে। ধরা যাক, খলিলুল্লাহ এর কথা। ৭০ এর দশকে মানসিক ভাবে অসুস্থ এই নরমাংশভোজী ব্যক্তি পত্রপত্রিকায় জনমানসে ব্যাপক পরিচিত হন, এমনকি উন্মাদ পত্রিকাতেও তার নামে কার্টুন ছাপা হয়। কিন্তু সেটা ক্ষনস্থায়ী। এরকম ক্ষণস্থায়ী খ্যাতি আসলে বিশ্বকোষীয় পর্যায়ে উল্লেখযোগ্যতার প্রমাণ হতে পারে না। তদুপরি নিবন্ধটি অত্যন্ত কুরূচিপূর্ণভাবে লেখা -- হিরো আলমের চেহারা "বেমানান" এটা বলার অধিকার কে দিয়েছে? এটা রীতিমত কুরূচিপূর্ণ একটি ব্যক্তিআক্রমণ যা উইকিপিডিয়াতে রাখা চলে না। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ১০:২১, ২২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
 
::{{সমর্থন}}। '''অপসারণ''' করা হোক। । হিরো আলম যদি বিশ্বকোষীয় হয়, তবে '''বঙ্গবাহাদুর''' আরো বেশি বিশ্বকোষীয়। তাকে কাভার করা অধিকাংশ সাইটেরই credibility নাই। ভারতীয় কিছু অনুল্লেখযোগ্য সাইট তাকে নিয়ে ব্যাঙ্গ করে মিথ্যায় পরিপূর্ণ কিছু খবর ছাপিয়েছে, সাথে করে বাংলাদেশকেও ডুবিয়েছে। ভারতীয় এক স্প্যাম নিউজের বরাত দিয়ে বাংলাদেশে খবর বেরোল যে গুগল সার্চে হিরো আলম সালমানকে টপকিয়েছে। https://www.google.com/trends/yis/2016/BD এখানে গিয়ে দেখুন কোথাও হিরো আলমের নাম আছে কিনা? এখন আপনারা যদি উইকিপেডিয়াকে স্প্যামমুক্ত রাখতে চান, তাহলে এই হিরো আলম ভুক্তিটি অতিসত্ত্বর অপসারণ করা হোক। - [[ব্যবহারকারী:Smmmaniruzzaman|Smmmaniruzzaman]] ([[ব্যবহারকারী আলাপ:Smmmaniruzzaman|আলাপ]]) ১০:৩৭, ২২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)