উইকিপিডিয়া:কীভাবে অতিসাধারণ ভুল এড়াবেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎মুছে ফেললেন...: সামান্য বঙ্গীকরণ
কিছু সম্পাদনা (সমস্যা???)
১ নং লাইন:
{{essay|WP:ACM|WP:MISTAKES|WP:MISTAKE}}
 
উইকিপিডিয়ার একজন দায়িত্বশীল সম্পাদক হিসেবে অতিসাধারণ ভুলগুলো এড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভুলগুলো সম্পর্কে জেনে নেওয়া। কিছু কিছু অতিসাধারণ ভুল আপনার সুবিধার জন্য নিচে তুলে ধরা হয়েছে।
 
তবে সব রকম ভুল তুলে ধরা হয়নি। নবীন উইকিপিডিয়ানরা প্রায়শই অতিসাধারণ ভুল করে ফেলে।ফেলেন। এটা হতেই পারে! এজন্য মন খারাপ করবেন না। উইকিপিডিয়ার প্রতিটি সম্পাদনাই উইকিপিডিয়াতে ধারণ করা হয় এবং পুনরুদ্ধারন্যায্য কারণ ব্যতিরেকেই অন্য কেউ মুছে ফেললে তা পুনরুদ্ধারও করা যায়। যদিও এখানে কিছু সম্পাদনাঅনুসরণীয় রীতি‘সম্পাদনা রয়েছেরীতি’ রয়েছে, তবুও এখানে একশত ভাগ নির্ভুল হওয়া অত্যাবশ্যক না,নয় কারণ উইকিপিডিয়া একটি চলমান তথা ক্রমবিকাশমান প্রক্রিয়া। অতঃএব আপনি [[WP:BOLD|সাহসী হোননির্ভয়ে]] এবং সম্পাদনা শুরু করুন।
 
উইকিপিডিয়ায় সম্পাদনা করার সময় নিম্নোক্ত ভুলগুলো এড়িয়ে চলুনঃ
৯ নং লাইন:
== তৈরি করলেন... ==
 
*'''আত্মজীবনীমূলক নিবন্ধ''' :— অতিসাধারণ ভুলগুলোর মধ্যে অন্যতম প্রধান ভুল হল নিজের নামে (বা বন্ধু বা আত্মীয়স্বজনআত্মীয়স্বজনের নামে) একটি বিশ্বকোষীয় নিবন্ধ তৈরি করা। উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, ফলে এখানে সকল অবদানকারী বা ব্যক্তির আত্মজীবনীমূলক নিবন্ধ থাকতে পারে না। খুব সহজভাবেসত্য বলতে গেলে, এই পৃথিবীর অধিকাংশ মানুষই তো বিশ্বকোষের জন্য [[WP:N|উল্লেখযোগ্য]] না।নয়। এবং যদি কোনো ব্যক্তি বা বিষয় উল্লেখযোগ্যও হয়, তাহলেও ''আপনার'' উচিত হবে না [[WP:COI|আপনার নিজের সম্পর্কে বা আপনার ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কারো সম্পর্কে]] নিবন্ধ তৈরি করা। আপনার [[উইকিপিডিয়া:ব্যবহারকারীর পাতা|ব্যবহারকারী পাতা]] হল আপনার নিজের সম্পর্কে কিছু তথ্য জানানোর আদর্শ স্থান,; কারণ এটি উইকিপিডিয়া সম্পাদনার সাথেই সম্পর্কিত। এখানে আপনি উইকিপিডিয়ান হিসেবে আপনার অবদান ও আগ্রহ, লক্ষ্য, গুরুত্বপূর্ণ নীতি/প্রয়োজনীয় লিঙ্ক এবং নিজের পছন্দ সম্পর্কে লিখতে পারেন। উইকিপিডিয়ার সাথে সম্পর্কহীন অপ্রাসঙ্গিক বিষয় লেখা এড়িয়ে চলুন। নিজের ব্য়বহারকারীব্যবহারকারী পাতায় যাবার জন্য [[বিশেষ:ব্যবহারকারী প্রবেশ|নিজের একাউন্টে প্রবেশ করার পর]] স্রেফ স্ক্রীনের উপরের লেখা নিজ ব্যবহারকারী নামের উপর ক্লিক করুন।
 
*'''কোম্পানির নিবন্ধ''' :— আপনি যে কোম্পানির মালিক বা যে কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানি সম্পর্কে লেখা উচিত নয়। প্রথমত, এক্ষেত্রে আপনার [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]] বজায় রাখতে সমস্যা হতে পারে, এবং দ্বিতীয়ত হয়ত আপনার তৈরিকৃত নিবন্ধটি দ্রুতই অপসারিত হয়ে গেল। যদি আপনার নিবন্ধটি [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা|উল্লেখযোগ্য]] হয়, তাহলে অপর একজনই নিবন্ধটি তৈরি করবে। (দেখুন [[উইকিপিডিয়া:প্রাজিপ্র/ব্যবসা]] এবং [[উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত]])
 
* '''অভিধান-ধাঁচের নিবন্ধ''' — আমরা বলি যে ''[[উইকিপিডিয়া:উইকিপিডিয়া কোনো অভিধান নয়|উইকিপিডিয়া কোনো অভিধান নয়]]''। প্রতিটি নিবন্ধের পিছনে উদ্দেশ্য থাকে বিষয়টি সম্পর্কে সহজ সংজ্ঞা এবং আরো বৃহত্তরভাবে কিছু জানানো। কেবলমাত্র অভিধানের ন্যায় সংজ্ঞা নিয়ে কাজ করে আমাদের সহপ্রকল্প [http://bn.wiktionary.org/ উইকিঅভিধান]।
{{shortcut|WP:REDUNDANT}}
* '''অপ্রয়োজনীয় নিবন্ধ সৃষ্টি'''<span id="Redundant"/> — নতুন নিবন্ধ তৈরির পূর্বে বিষয়টি সম্পর্কে [[বিশেষ:অনুসন্ধান|অনুসন্ধান]] করুন&mdash;আপনি হয়ত বিষয়টি সম্পর্কে পূর্বেই তৈরিকৃত নিবন্ধ দেখতে পাবেন। সম্পূর্ণ নতুন নিবন্ধ তৈরির পূর্বে বর্তমান নিবন্ধগুলোকে দেখে নিন। অনুসন্ধানের ক্ষেত্রে মনে রাখবেন নিবন্ধ সাধারণত একবচন হয়, যেমনঃ "বৃক্ষ", "বৃক্ষরাজি" নয়। [https://www.google.com.bd/search?&domains=bn.wikipedia.org&sitesearch=bn.wikipedia.org গুগলের মাধ্যমেও উইকিপিডিয়ার একই নামের ও প্রাসঙ্গিক নামের নিবন্ধ] অনুসন্ধান করুন। নিবন্ধগুলো হয়ত উইকিপিডিয়ার অনুসন্ধানে পাওয়া না গেলেও গুগল অনুসন্ধানের মাধ্যমে খুঁজে পেতে পারেন, বিশেষত যদি আপনি মূল শিরোনামে অনুসন্ধান না করে থাকেন। গুগলের বানানগত সহায়তাও বেশ ভালোরকম সাহায্য করতে পারে। লাল লিঙ্কবিশিষ্ট নিবন্ধের ক্ষেত্রে এমনও হতে পারে যে নিবন্ধটি হয়ত অপসারণ করা হয়েছিল। এজন্য [[বিশেষ:লগ/delete|বিশেষ:লগ/অপসারিত নিবন্ধ]] দেখে বুঝে নিন নিবন্ধটি পূর্বে অপসারিত হয়েছিল কিনা বা হলেও কেন হয়েছিল।