সাতকড়ি বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
১ নং লাইন:
'''সাতকড়ি বন্দ্যোপাধ্যায়''' (জন্মজন্মঃ ১৭ অক্টোবর ১৮৮৯, ১৮৮৯। মৃত্যুমৃত্যুঃ ৬ ফেব্রুয়ারি ১৯৩৭) ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লববাদী।বিপ্লবী।
 
== ছাত্র জীবন ==
বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় বেহালা, চব্বিশ পরগনায় (দক্ষিণ) জন্ম গ্রহন করেন। পিতার নাম মন্মথনাথ বন্দ্যোপাধ্যায়। ছাত্রাবস্থাতেই বিপ্লবী আন্দোলনের প্রতি ঝোঁক। হরিয়ানভি স্কুলে পড়ার সময় ১৯০৫ সালে [[সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়|সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে]]<nowiki/>কে সংবর্ধনা জানাবার কারনে মানবেন্দ্রনাথ রায় সহ আর যারা স্কুল থেকে বিতাড়িত হন তাদের অন্যতম। যুগান্তর দলের প্রবীন বিপ্লবীদের সংস্পর্শে আসেন।
 
== জার্মান ষড়যন্ত্রে ==
১৯১৪ তে [[গদর পার্টি|গদর পার্টির]]<nowiki/>র বিপ্লবীরা 'কোমাগাতামারু' জাহাজে বজবজে এলে তাদের সাহায্য করেন। মহাযুদ্ধের সময় গেরিলা যুদ্ধের প্রয়োজনে ম্যাপ ও নকশাও সংগ্রহ করেছিলেন। ১৯১৫ তে বিপ্লবী [[বাঘা যতীন]] তাকে পাঠান হ্যালিডে দ্বীপে জার্মান অস্ত্রবাহী জাহাজের সংগে যোগাযোগের জন্য, অস্ত্র খালাসের দায়িত্ব ছিল তার ওপর। নানা কারনে যদিও জাহাজ অবতরণ করতে পারেনি। এই বছরই [[নিরালম্ব স্বামী|নিরালম্ব স্বামীর]]<nowiki/>র সাথে পরামর্শেরর জন্যে বাঘা যতীনের দূত রূপে যান। [[যুগান্তর দল|যুগান্তর দলেদলের]]<nowiki/>র বৈদেশিক বিভাগের ভার ছিল তার ওপর।<ref>{{বই উদ্ধৃতি|title=সংসদ বাঙালি চরিতাভিধান|last=প্রমথ খন্ড|first=সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত|publisher=সাহিত্য সংসদ|year=২০০২|isbn=81-85626-65-0|location=কলকাতা|pages=৫৬৭}}</ref>
 
== রাজনৈতিক হত্যা চক্রান্ত ==
১৪ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
[[বিষয়শ্রেণী:১৮৮৯-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৩৭-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:ভারতীয় বিপ্লবী]]