ইরান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৯ নং লাইন:
|official_religion = [[শিয়া ইসলাম]]
|national_motto = استقلال. آزادی. جمهوری اسلامی <br /> <small>''Independence, Freedom, Islamic Republic</small>
|national_anthem = [[ইরানের জাতিয়জাতীয় সঙ্গীত|সোরোউদ-এ মেল্লি-এ জোমহোউরি-এ এসলামি-এ ইরান]]{{spaces|2}}<small>(সরকারি)</small><br />{{lang|fa|''[[এয় ইরান]]''}}{{spaces|2}}<small>(দে ফ্যাক্টো)</small><br /><small>({{lang-fa|ও ইরান}})</small>
|capital = [[তেহরান]]
|latd=35|latm=41|latNS=N|longd=51|longm=25|longEW=E
১৩৩ নং লাইন:
 
=== প্রাণী ও উদ্ভিদ ===
ইরানে প্রায় ১০,০০০ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে, তবে দেশের অধিকাংশ এলাকায় প্রাকৃতিক বনাঞ্চল উচ্ছেদ করে আবাদী জমি বা পশুচারণভূমিতে পরিণত করা হয়েছে। বনাঞ্চলে বীচ, ওক ও অন্যান্য পর্ণমোচী গাছ এবং এলবুরুজ পর্বত এলাকায় পাইন, ফার-জাতিয়জাতীয় গাছ জন্মে। জাগরোস পর্বতমালার উঁচু এলাকায় ওক অরণ্য দেখা যায়। এলবুরুজ ও জাগরোস পর্বতমালায় বন্য ফলগাছ যেমন কাঠবাদাম, নাশপাতি, ডালিম, আখরোট জন্মে। দেশের ঊষর কেন্দ্রীয় এলাকায় বন্য পেস্তাবাদাম ও অন্যান্য খরা-সহনশীল গাছ জন্মে। দশ্‌ত-এ কবীরের প্রান্তে তামারিস্ক বা চিরহরিৎ ঝাউগাছ জন্মে।
 
ইরানে অনেক স্থানীয় স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি ও কীটপতঙ্গ রয়েছে। নেকড়ে, শেয়াল, ভালুক, পাহাড়ি ছাগল, লাল পাহাড়ি ভেড়া ও খরগোশ এখনও বংশবিস্তার করে চলেছে। তবে কাস্পিয়ান বাঘ, কাস্পিয়ান সীলমাছ, হরিণের কিছু প্রজাতি, বনবিড়াল, ইত্যাদি হুমকির সম্মুখীন, যদিও এদের রক্ষা করার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইরানে ৩০০-রও বেশি প্রজাতির পাখি আছে, এদের মধ্যে ২০০-রও বেশি অন্য দেশে অতিথি পাখি হিসেবে বেড়িয়ে আসে।
১৪১ নং লাইন:
=== পর্যটন ===
 
ইরানের সর্বত্র পর্যটকদের জন্য আকর্ষনীয় অনেক ঐতিহাসিক স্থান আছে। বাম শহরে বিখ্যাত রেশম পথের উপর ২০০৩ সাল পর্যন্তও আর্গ-এ বাম নামে বিশ্বের বৃহত্তম adobe জাতিয়জাতীয় দালানটি অবস্থিত ছিল, তবে দুর্ভাগ্যবশত ২০০৩ সালে এক ভয়াবহ ভূমিকম্পে ২০০০ বছরের পুরনো দালানটি প্রায় পুরো ধ্বংস হয়ে যায়। এই একই ভূমিকম্পে বাম শহরের আরও অনেক প্রাচীন দালানও ধ্বংস হয়। ইরান সরকার এগুলি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
 
কের্মানশাহ প্রদেশে রয়েছে বেহিস্তুনের শিলালিপি, যাতে পাহাড়ের গায়ে প্রাচীন পারসিক, ব্যাবিলনীয় এবং এলামীয় অক্ষরে অনেক খোদাইকৃত লেখা পাওয়া যায়। গ্রিকেরা ৪০০ খ্রিস্টপূর্বাব্দেও এই শিলালিপিটির উল্লেখ করেছিল।
১৬৬ নং লাইন:
=== ভাষা ===
{{main|ফার্সি ভাষা|ফার্সি সাহিত্য}}
ইরানে মূলত তিনটি ভাষাপরিবারের ভাষা প্রচলিত: [[ইরানীয় ভাষাসমূহ]], [[তুর্কীয় ভাষাসমূহ]] এবং [[সেমিটীয় ভাষাসমূহ]]।সবচেয়ে বেশি ভাষাভাষীবিশিষ্ট ও ভৌগলিকভাবে সবচেয়ে বেশি বিস্তৃত হল ইরানীয় ভাষাপরিবারের সদস্য ভাষাগুলি। এদের মধ্যে [[ফার্সি ভাষা]] প্রধানতম ভাষা। ফার্সি ইরানের জাতিয়জাতীয় ভাষা। ইরানের ফার্স প্রদেশে প্রচলিত ভাষা থেকে এর উৎপত্তি এবং এর লিখিত ভাষার ইতিহাস ১০০০ বছরেরও বেশি পুরনো। অন্যান্য ইরানীয় ভাষাগুলির মধ্যে পশ্চিম ইরানে [[কুর্দী ভাষা]], উত্তর-পশ্চিমে [[তাতি]] ও[[তালিশি ভাষা]], এলবুর্জ পর্বতমালার উত্তরে [[মাজান্দারানি]] ও [[গিলাকি ভাষা]], ও দক্ষিণ-পূর্ব ইরানে [[বেলুচি ভাষা]] অন্যতম।ইরানে প্রচলিত তুর্কীয় ভাষাগুলির মধ্যে উত্তর-পশ্চিমের [[আজারবাইজানি ভাষা]] এবং উত্তর-পূর্বের [[তুর্কমেন ভাষা]] প্রধান। এছাড়া ইরানের দক্ষিণ-পশ্চিমে [[খুজেস্তান প্রদেশ|খুজেস্তান প্রদেশে]] এবং [[পারস্য উপসাগর|পারস্য উপসাগরের]] উপকূল ধরে সেমিটীয় ভাষাপরিবারের [[আরবি ভাষা]] প্রচলিত।
 
আধুনিক [[ফার্সি ভাষা|ফার্সি]] ইরানের সরকারি ভাষা। ফার্সি একটি প্রাচীন সাহিত্যিক ভাষা। ৭ম শতাব্দীতে আরবদের আক্রমণের আগে এটি পাহলভী লিপিতে লেখা হত। ৯ম ও ১০ম শতাব্দীতে ভাষাটি আরবি লিপি ব্যবহার করতে শুরু করে। ১৯৫০ সাল পর্যন্তও কথ্য ফার্সির অনেকগুলি স্বতন্ত্র উপভাষা ছিল, তবে এর পর সরকারি শিক্ষা ও গণমাধ্যমের প্রসারের ফলে একটি মান্য কথ্য ফার্সির উদ্ভব ঘটেছে। এছাড়া কিছু সংখ্যালঘু ভাষাভাষী আছে যাদের নিজস্ব প্রচার মাধ্যম ও প্রকাশনা আছে। এদের মধ্যে তুর্কী ভাষা আজেরি, কুর্দী, আরবি ও আর্মেনীয় প্রধান।
'https://bn.wikipedia.org/wiki/ইরান' থেকে আনীত