উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সামীরুদ্দৌলা (আলোচনা | অবদান)
Zaheen (আলোচনা | অবদান)
১৭ নং লাইন:
* a-এর পরে শুধু একটা n থাকলে দুটো মিলে নাসিক্য অঁ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। এটা আমরা বাংলায় অঁ বা চন্দ্রবিন্দু হিসেবে দেখাব। যেমন - ancien '''অঁসিয়ঁ''' (''অঁস্‌য়ঁ''), banque '''বঁক''' (''বঁক্‌''), tante '''তঁত''' (''তঁৎ'')
|-
|| ai/aî (এছাড়া শব্দশেষের aie, ais, aise, ait, aient এবং স্বরধ্বনি-পূর্ববর্তী aim, ain)|| [ɛ], কদাচিৎ [ə] || ''এ্য'', কদাচিৎ '''অ্য''' || '''এ/ে''', কদাচিৎ ''অ্য'' ||
|| ai || [ɛ] || ''এ্য'' || '''এ/ে''' || এই বর্ণযুগল নিম্নমধ্য এ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। লিখিত বাংলায় এটাকে আমরা এ বা এ-কার দিয়ে নির্দেশ করব। যেমন - aimer '''এমে''' (''এ্যমে'')
* ai বর্ণযুগল বেশিরভাগ ক্ষেত্রে নিম্নমধ্য এ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। সহজবোধ্য বাংলা রূপে এটিকে '''এ''' কিংবা '''ে''' (এ-কার) দিয়ে নির্দেশ করা হবে। আর ধ্বনিগত রূপে এটিকে ''এ্য'' দিয়ে নির্দেশ করা হবে। যেমন - Lemaitre '''ল্যমেত্র্‌''' (''ল্যম্যেত্র্‌'')।
* একই নিয়ম aî-এর ক্ষেত্রেও প্রযোজ্য।
* অনেক ফরাসি শব্দ -aie, -ais, -aise, -ait, এবং -aient দিয়ে শেষ হয়। এসব ক্ষেত্রে প্রতিবর্ণীকরণ হবে যথাক্রমে '''এ''' (''এ্য'') , '''এ''' (''এ্য''), '''এজ''' (''এ্যয্‌''), '''এ''' (''এ্য''), এবং '''এ''' (''এ্য'')। যেমন - Français '''ফ্রঁসে''' (''ফ্রঁস্যে''), Française '''ফ্রঁসেজ''' (''ফ্রঁস্যেয্‌''), ইত্যাদি। লক্ষ্য করুন -aie-র ক্ষেত্রে e; -ais-এর ক্ষেত্রে s; -ait-এর ক্ষেত্রে t; -aient-এর ক্ষেত্রে ent উচ্চারিত হচ্ছে না। একে ফরাসিতে Élision ''এলিযিওঁ'' বা বিলোপ বলে।
* aim ও ain-এর পরে যদি vowel থাকে, সেক্ষেত্রেও ai-এর উচ্চারণ '''এ''' (''এ্য'') দিয়ে নির্দেশ করা হবে। যেমন - aime '''এম''' (''এ্যম্‌''), Aquitaine '''আকিতেন''' (''আকিত্যেন্‌‌'')।
* faire ক্রিয়ার কিছু কিছু রূপে যদি ai-র পরে [z] (''য'') ধ্বনিটি উচ্চারিত হয়, তবে ai-র উচ্চারণ [ə]-এর মত হয়। এক্ষেত্রে আমরা ai-কে ফ-এর পরে য-ফলা দিয়ে দেখাব, যেমন- faisait '''ফ্যজে''' (''ফ্যয্যে''), faisons '''ফ্যজোঁ''' (''ফ্যযোঁ'')
|-
|| ain, ein, in || [ɛ̃] || ''এ্যঁ'' || '''অ্যাঁ/্যাঁ''' ||