ইউসেবিও: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৮৫ নং লাইন:
ক্লাব ফুটবলে বিভিন্ন ক্লাবে খেললেও ক্যারিয়ার সেরা সময়ের সম্পূর্ণটাই খেলেছেন পর্তুগালের [[বেনফিকা]] ক্লাবে। এই ক্লাবের হয়ে ৩০১টি ম্যাচে তিনি ৩১৭টি গোল করেছেন। বেনফিকার হয়ে তিনি ১৫ বছর খেলেন। এসময় ১০টি লিগ চ্যাম্পিয়নশিপস ও পাঁচটি পর্তুগিজ কাপ এবং [[১৯৬২|১৯৬২ সালে]] ইউরোপিয়ান কাপ জেতেন ইউসেবিও।<ref name="জীবনাবসান"/> বেনফিকার হয়ে তিনি [[১৯৬২]] ইউরপীয় বর্ষসেরা ফুটবলারের খেতাব অর্জন করেন।
 
== জাতিয়জাতীয় দল ==
পর্তুগাল জাতিয়জাতীয় দলের হয়ে [[১৯৬১]] থেকে [[১৯৭৩]] সালের মধ্যে মোট ৬৪টি খেলায় তার গোলসংখ্যা ৪১।<ref name="জীবনাবসান"/> [[১৯৬৬ বিশ্বকাপ ফুটবল|১৯৬৬ সালের বিশ্বকাপে]] পর্তুগালের তৃতীয় স্থান লাভের পেছনে প্রধান ভূমিকা রেখেছেন। এই আসরে তিনি ৬ ম্যচ খেলে ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। এর মাঝে বিশেষভাবে স্মরণীয় [[উত্তর কোরিয়া|উত্তর কোরিয়ার]] বিপক্ষে পর্তুগালের কোয়ার্টার ফাইনাল খেলাটি। এতে মাত্র ২৪ মিনিটের মধ্যে উত্তর কোরিয়া ৩-০ গোলে এগিয়ে যায়। এরপরও পর্তুগাল ম্যাচ জেতে ৫-৩ গোলে, যার ৪টি গোল একাই করেছিলেন ইউসেবিও। [[ইংল্যান্ড জাতিয়জাতীয় ফুটবল দল|ইংল্যান্ডের]] কাছে সেমিফাইনালে ২-১ গোলে হারের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে আসরে তৃতীয় হয় পর্তুগাল।<ref name="বিদায় "/>
 
== মৃত্যু ==
ফুটবল জগৎে অনেক কীর্তি গড়ে অমর হয়ে থাকলেও ইউসেবিও হৃদরোগের সাথে প্রতিদ্বন্দ্ব্বীতায় কীর্তি গড়তে পারলেননা। [[২০১৪|২০১৪ সালের]] [[৫ জানুয়ারি]] তিনি ৭১ বছর বয়সেই না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে ফুটবল অঙ্গণে স্তব্ধতা নেমে আসে। তার মৃত্যুতে বর্তমান [[পর্তুগাল জাতিয়জাতীয় ফুটবল দল|পর্তুগীজ]] ও [[রিয়াল মাদ্রিদ|রিয়াল]] তারকা [[ক্রিস্টিয়ানো রোনালদো]], সাবেক [[পর্তুগাল জাতিয়জাতীয় ফুটবল দল|পর্তুগীজ]] ফুটবলার [[লুইস ফিগো]], সাবেক [[পর্তুগাল জাতিয়জাতীয় ফুটবল দল|পর্তুগীজ]] ও বর্তমান [[চেলসি ফুটবল ক্লাব|চেলসি]] কোচ [[জোসে মরিনহো|হোসে মরিনহো]], ফিফা সভাপতি [[সেপ ব্ল্যাটার]], পর্তুগীজ রাষ্ট্রপতি সহ অনেকে শোক জ্ঞাপন করেন। [[ক্রিস্টিয়ানো রোনালদো]] টুইটে বলেনঃ {{উক্তি|সবসময় চিরন্তন থাকবেন ইউসেবিও, শান্তিতে ঘুমান।}} মৃত্যুর পর ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য তার কফিন বানফিকোর পতাকা জড়িয়ে বানফিকো ক্লাব স্টেডিয়ামে রাখা হয়। <ref name=" চলে গেলেন ">{{cite news
| url = http://www.somoynews.tv/details.php?id=27713
| title = চলে গেলেন পর্তুগাল ফুটবল কিংবদন্তি ইউসেবিও