অস্ট্রিয়া-হাঙ্গেরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২৭ নং লাইন:
|flag_s5 = Flag_of_the_State_of_Slovenes,_Croats_and_Serbs.svg
|image_flag =Flag of Austria-Hungary 1869-1918.svg
|flag_type = জাতিয়জাতীয় পতাকা
|flag = অস্ট্রিয়ার পতায়র তালিকা
|image_coat = Austria-Hungaria transparency.png
৭১ নং লাইন:
'''অস্ট্রো-হাঙ্গেরীয় সম্রাজ্য''' ('''অস্ট্রিয়া-হাঙ্গেরি''' নামেও পরিচিত) বলতে একটি দ্বৈত রাজত্ব বা দ্বৈত রাষ্ট্রকে বোঝায়। [[১৮৬৭]] থেকে [[১৯১৮]] সাথ তথা [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] সমাপ্তি পর্যন্ত মধ্য ইউরোপে একটি সম্মিলিত রাজত্ব হিসেবে এই দ্বৈত রাষ্ট্রের অস্তিত্ব ছিল। [[১৮০৪]] থেকে [[১৮৬৭]] পর্যন্ত কেবল [[অস্ট্রীয় সম্রাজ্য]] নামে একটি রাজত্ব ছিল। [[১৮৬৭]] সালে সেখানকার ক্ষমতাসীন ''হাসবুর্গ রাজবংশ'' এবং হাঙ্গেরীয় নেতৃত্বের মধ্যে একটি সমঝোতা হয়। এই সমঝোতার ফলেই "অস্ট্রো-হাঙ্গেরীয় সম্রাজ্যের" আবির্ভাব ঘটে।
 
সম্মিলিত রাষ্ট্রটি বিপুল শক্তির অধিকারী ছিল। কিন্তু একই সাথে সে অঞ্চলে জাতিয়জাতীয় চেতনা বৃদ্ধি পেতে থাকে। একসময় দেখা যায় সাম্রাজ্যের মধ্যকার ১১টি পৃথক পৃথক জাতিগোষ্ঠীর পৃথক পৃথক ক্ষমতা দ্বারা কেন্দ্রীয় নেতৃত্বে বিতর্কের সৃষ্টি হচ্ছে। এই পুরো সময় জুড়ে হাসবুর্গ রাজবংশ অস্ট্রীয় সাম্রাজ্য এবং হাঙ্গেরীয় সাম্রাজ্যের নেতৃত্বে আসীন ছিল। তারা আত্ম-নিয়ণ্ত্রিত সরকার ব্যবস্থার সুবিধা ভোগ করত এবং যুগ্ম বিষয়াদিতে হস্তক্ষেপের অধিকার রাখত। মূলত পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে তাদের কর্তৃত্ব ছিল। এই বিশাল রাজতন্ত্রের পুর্ণ নাম হিসেবে তারা বেছে নিয়েছিল, "The Kingdoms and Lands Represented in the Imperial Council and the Lands of the Crown of St. Stephen"।
 
এই দ্বৈত রাষ্ট্রের রাজধানী ছিল [[ভিয়েনা]]। ভৌগলিকভাবে অস্ট্র-হাঙ্গেরীয় সাম্রাজ্য ছিল ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। প্রথম ছিল [[রুশ সম্রাজ্য]]। এছাড়া জনসংখ্যার দিক দিয়ে এই রাষ্ট্র ছিল তৃতীয়, রুশ ও [[জার্মান সম্রাজ্য|জার্মান সম্রাজ্যের]] পরেই। বর্তমানে এই সমগ্র অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় ৬৯ মিলিয়ন। অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য বেশ কিছু ভাষা সরকারিভাবে স্বীকৃত ছিল। এই ভাষাগুলোতে সাম্রাজ্যের নামগুলো ছিল এরকম: