মাওদুদ চিশতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
{{Islam}}
 
'''মাওদুদ চিশতি''' (কুতুবউদ্দিন , শামস সুফিয়ান এবং চিরাগ চিশতি নামেও পরিচিত) প্রাথমিক যুগের একজন সুফি সাধক, তার পিতা এবং মুর্শিদ আবু ইউসুফ বিন সামানের উত্তরসূরী। তার পিতা চিশতিয়া তরিকার সাজরার (সুফি বংশানুক্রম) ১২তম ব্যক্তি এবং [[শরীফ যানদানি]] এর সাজ্জাদানশীন, যার হাতে মুরীদগণ বায়াত দান করেন।
তিনি [[আফগানিস্তান|আফগানিস্তানের]] চিশত নগরীতে ৪৩০ হিজরীর দিকে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে তিনি তার পিতা ইউসুফ থেকে শিক্ষা অর্জন করেন। মাত্র সাত বছর বয়সে তিনি কোরআনে হাফেজ হন এবং ১৬ বছর বয়সেই তিনি তার শিক্ষাজীবন সম্পন্ন করেন। তার গবেষণা দু্ইটি গ্রন্থে লিখিত হয়েছে; এগুলো হল ''মিনহাজ উল আরিফীন'' এবং ''খুলাসাত উল শরীয়াহ''। ৯৭ বছর বয়সে [[৫৩৩ হিজরী|৫৩৩ হিজরীর]] [[রজব]] মাসে (মার্চ [[১১৩৯]] খ্রিস্টাব্দ) তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিক যুগের অনেক সুফি সাধকের ন্যায় তাকে চিশত নগরে তাকে সমাহিত করা হয়।
 
==তথ্যসূত্র==