স্লেয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Demharibbas (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Demharibbas (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৬ নং লাইন:
}}
 
'''স্লেয়ার''' একটি [[আমেরিকা|আমেরিকান]] [[হেভি মেটাল]] ব্যান্ড যা ১৯৮১ সালে [[ক্যালিফোর্নিয়া|ক্যালিফোর্নিয়াতে]] গঠিত হয়। ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় গিটারিস্ট [[জেফ হানিম্যানহ্যানিম্যান]] ও [[কেরি কিং]]-এর মাধ্যমে।<ref>[http://web.archive.org/web/20060813155123/http://www.decibelmagazine.com/features_detail.aspx?id=4566 "An exclusive oral history of Slayer"]. Decibel Magazine. Archived from the original on 28 December 2007. Retrieved 3 December 2006.</ref> ১৯৮৬ সালে প্রকাশিত রেন ইন ব্ল্যাড অ্যালবামের মাধ্যমে স্লেয়ার বিখ্যাত হয়ে ওঠে। ব্যান্ডটিকে প্রথম ৪টি বড় [[থ্রাশ মেটাল]] ব্যান্ডের মধ্যে ([[মেটালিকা]], [[মেগাডেথ]] ও [[অ্যানথ্রাক্স ব্যান্ড]]) অন্যতম ধরা হয়ে থাকে। তাদের অ্যালবামের প্রচ্ছদে [[স্যাটানিজম]], যুদ্ধ-বিগ্রহ, সিরিয়াল-কিলার ও ধর্মের উপস্থিতি তাদের অ্যালবামকে নিষিদ্ধ, আইনের বাধ্যবাধকতা ও কঠোর সমালোচনার সম্মুখীন করে।
 
== ইতিহাস ==
২৩ নং লাইন:
== অ্যালবাম প্রকাশ ==
[[চিত্র:Ursynalia 2012, Slayer, Tom Araya 01 cropped.jpg|right|200px|thumb| গান পরিবেশন করছেন টম আরায়া ]]
তাদের প্রথম অ্যালবামের রেকর্ডিং-এর সময় তারা টাকা ধার করে কিং-এর বাবার থেকে ও আরায়ার জমানো অর্থ থেকে। ১৯৮৩ সালের ডিসেম্বর মাসে তাদের প্রথম অ্যালবাম শো নো মার্সি প্রকাশিত হয় এবং ২০,০০০ কপি শুধু আমেরিকাতে ও ২০,০০০ কপি সারা বিশ্বে বিক্রি হয়। ১৯৮৪ সালে স্লেয়ার তিনটি গানের একটি ইপি প্রকাশ করে হন্টিং দ্যা চ্যাপেল নামে। এতে তারা আরো গভীর থ্রাশ ধাঁচের গান প্রকাশ করে ও তাদের ভবিষ্যতের পথ নির্দেশনা দেখা যায়। [[বেলজিয়াম|বেলজিয়ামে]] হেভি সাউন্ড ফেস্টিভ্যালে তারা তাদের প্রথম লাইভ ইউরোপিয়ান সফর করে। এই সফরের পর কিং ডেভ মাস্টেইনের ব্যান্ড [[মেগাডেথ]]-এ যোগ দেয়।হানিম্যানদেয়। হ্যানিম্যান কিং-এর সিদ্ধান্তে চিন্তিত হয়র পড়েন ও একটা সাক্ষাৎকারে বলেন,{{cquote|আমি অনুমান করছি যে আমরা নতুন একজন গিটার বাদক পেতে যাচ্ছি।।}} ডেভ মাস্টেইন চাচ্ছিলেন কিং স্থায়ীভাবে থেকে যাক, কিন্তু পাঁচটা শো-এর পরেই কিং সিদ্ধান্ত নেন ব্যান্ডটি ত্যাগ করার। কারণ ব্যান্ডটি তার খুব বেশি সময় নিয়ে নিচ্ছিল। এই ভাংগন [[মেগাডেথ]] ও স্লেয়ারের মধ্যে দীর্ঘ বিবাদের সৃষ্টি করে। ডাইয়াবোলাস ইন মুজিকা নামের অ্যালবামটি ১৯৯৮ সালে প্রকাশ হয় এবং বিলবোর্ডে ৩১ নাম্বারে চলে আসে ৪৬০০০ বেশি কপি বিক্রি হয়ে। তাদের ক্রাইস্ট ইল্যুশন অ্যালবামটি বিলবোর্ডে ৫ নাম্বারে অভিষিক্ত হয় ও ১ম সপ্তাহে ৬২০০০ কপি বিক্রি হয়।এমটিভির মতে তাদের গান [[ডেথ মেটাল]] গানের উত্থানের জন্য সরাসরি দায়ী এবং তারা ৬ষ্ঠ সর্বকালের সেরা গ্রেট মেটাল ব্যান্ড।
 
== বিতর্ক ==