তাওহীদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন 
১ নং লাইন:
==তাওহিদ==
 
তাওহীদ ([[আরবি ভাষা|আরবি ভাষায়]] توحيد) ইসলাম ধর্মে এক [[আল্লাহ|আল্লাহর]] ধারণাকে বোঝায়।<ref>{{cite web|url=http://www.oxfordislamicstudies.com/article/opr/t125/e2356?_hi=0&_pos=2|title=From the article on Tawhid in Oxford Islamic Studies Online|publisher=Oxfordislamicstudies.com|date=2008-05-06|accessdate=2014-08-24|language=ইংরেজি}}</ref> তাওহীদের বিপরীত ধারণা হল [[শির্‌ক]],একক না বলে বহুজন বলা। তাওহীদ শব্দের অর্থ '''একত্ববাদ''' ৷<ref name="Allah in Britannica">{{cite encyclopedia|title=Allah|encyclopedia=Encyclopædia Britannica Online|accessdate=2008-05-28|location=|publisher=|url=http://www.britannica.com/eb/article-9005770/Allah|language=ইংরেজি}}</ref> ব্যাবহারিক অর্থে আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলে ৷ শরিয়তের পরিভাষায় আল্লাহ তাঅালাকে [[১ (সংখ্যা)|এক]] ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে ৷ তাওহীদের মূল কথা হল — আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় ৷<ref>{{cite web|url=http://icrs.ugm.ac.id/book/35/the-fundamentals-of-tawhid-islamic-monotheism.html|title=The Fundamentals of Tawhid (Islamic Monotheism)|publisher=ICRS (Indonesian Consortium of Religious Studies|date=2010-10-30|accessdate=2015-10-28|language=ইংরেজি}}</ref> তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক ৷ তাঁর তুলনীয় কেউ নেই ৷ আল্লাহ তা'আলা বলেছেন <ref name="EncRel2">Vincent J. Cornell, Encyclopedia of Religion, Vol 5, pp.3561-3562 (ইংরেজি ভাষায়)</ref> — ""কোনো কিছুই তাঁর সদৃশ নয়" (সুরা শুরা,আয়াত ১১ )
 
==তাওহিদের গুরুত্ব==
 
ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ ৷<ref name="EoI">D. Gimaret, ''Tawhid'', [[Encyclopedia of Islam]] (ইংরেজি ভাষায়)</ref> অথ্যাৎ [[মুমিন]] বা [[মুসলিম]] হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস অানতে হবে ৷ তাওহিদে বিশ্বাস ব্যাতীত কোনো ব্যাক্তিই [[ইসলাম|ইসলামে]] প্রবেশ করিতে পারেনা বা ইমানদার হইতে পারে না ৷ ইসলামের সকল [[শিক্ষা]] ও অাদর্শ তাওহিদের উপর প্রতিষ্টিত ৷ দুনিয়াতে যত নবি -রাসূল এসেছেন সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন ৷ সকলের দাওয়াতের মূলকথা ছিল :— "'''লা ইলাহা ইল্লাল্লাহা বা অাল্লাহ ব্যাতীত কোনো ইলাহ নেই'''" ৷ তাওহিদের শিক্ষা প্রতিষ্টার জন্য নবি-রাসূল গণ অাজীবন সংগ্রাম করেছেন ৷ হযরত [[ইব্রাহিম|ইব্রাহীম]] (আলাইহে ওয়া সাল্লাম) অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন ৷ অামাদের প্রিয়নবি হজরত মুহাম্মদ (সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম) [[মক্কা]] হতে [[মদীনা|মদীনায়]] [[হিজরত]] করেছেন ৷ বস্তুত , তাওহিদই হলো ইসলামের মূল ৷ <ref name="Tariq Ramadan 2005, p.203">Tariq Ramadan (2005), p.203 (ইংরেজি ভাষায়)</ref> ইসলামে এর গুরুত্ব অপরিসীম ৷
 
== তথ্যসূত্র ==