ওয়াল্ট ডিজনি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৩ নং লাইন:
'''ওয়াল্টার এলিয়াস ডিজনি''' ({{IPAc-en|ˈ|d|ɪ|z|n|i}};<ref>http://www.webcitation.org/6h27GeD7e</ref> ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Walter Elias Disney, [[ডিসেম্বর ৫]], [[১৯০১]] - [[ডিসেম্বর ১৫]], [[১৯৬৬]]), যিনি '''ওয়াল্ট ডিজনি''' (Walt Disney) নামে সুপরিচিত |ওয়াল্ট ডিজনি ছিলেন পৃথিবীর প্রথম এনিমেশন প্রোগ্রামার এবং বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালি আর সফল প্রযুক্তিক ভাবনার অধিকারী | একজন [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন]] চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কণ্ঠ শিল্পী ও অ্যানিমেটর ছিলেন।
 
ডিজনি ১৯০১ সালে সিকাগো শহরে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি তার অনুরাগ ছিল। বালক বয়স থেকেই তিনি ছবি আঁকা শেখাতেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি ইলাস্ট্রেটর হিসাবে চাকুরী পান। ১৯২০ সালে তিনি [[হলিউড]] গমন করেন এবং তার ভাইয়ের সাথে [[রয় ষ্টুডিও]] নামে একটি প্রোযোজনা সংস্থা গড়ে তোলেন।
 
==তথ্যসূত্র==