ডিএনএ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হালনাগাদ করা হল
Bangali ind (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:ADN animation.gif|thumb|right|220px]]
[[চিত্র:DNA Overview.png|thumb|220px|ডিএনএ'র একটি অংশের সাধারণ গঠন]]
<!--দ্বি-হেলিক্স আকৃতির '''ডিএনএ বা দ্বি-অক্সিরিবো নিউক্লিয়িক এসিডঅ্যাসিড''' হলো সকল কোষীয় জীব এবং বহু ভাইরাসে বিদ্যমান জিনগত বস্তু যা সবরকমের জৈবনিক বৃদ্ধির ছাঁচ হিসাবে কাজ করে। -->
 
'''ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিডঅ্যাসিড''' ({{lang-en|DNA}}) একটি [[নিউক্লিক এসিড]] যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রনের [[জিনবিদ্যা|জিনগত]] নির্দেশ ধারণ করে। সকল জীবের ডিএনএ [[জিনোম]] থাকে। একটি সম্ভাব্য ব্যতিক্রম হচ্ছে কিছু [[ভাইরাস]] গ্রুপ যাদের [[আরএনএ ভাইরাস|আরএনএ জিনোম]] রয়েছে, তবে ভাইরাসকে সাধারণত জীবন্ত প্রাণ হিসেবে ধরা হয় না। [[কোষ (জীববিজ্ঞান)|কোষে]] ডিএনএর প্রধান কাজ দীর্ঘকালের জন্য তথ্য সংরক্ষন। জিনোমকে কখনও [[নীলনকশা]]র সাথে তুলনা করা হয় কারণ, এতে কোষের বিভিন্ন অংশে যেমনঃ [[প্রোটিন]] ও [[আরএনএ]] [[অণু]], গঠনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী থাকে। ডিএনএর যে অংশ এ জিনগত তথ্য বহন করে তাদের বলে [[জিন]], কিন্তু অন্যান্য ডিএনএ ক্রমের গঠনগত তাৎপর্য রয়েছে অথবা তারা জিনগত তথ্য নিয়ন্ত্রনে ব্যবহৃত হয়।
 
[[ইউক্যারিয়ট]] যেমন [[প্রাণী]] ও [[উদ্ভিদ|উদ্ভিদে]], ডিএনএ [[কোষ নিউক্লিয়াস|নিউক্লিয়াসের]] ভিতরে থাকে, তবে [[প্রোক্যারিয়ট]] যেমন [[ব্যাকটেরিয়া|ব্যাকটেরিয়াতে]], ডিএনএ কোষের [[সাইটোপ্লাজম|সাইটোপ্লাজমে]] থাকে। [[উৎসেচক|উৎসেচকের]] মত ডিএনএ অধিকাংশ জৈবরসায়ন [[রাসায়নিক বিক্রিয়া|বিক্রিয়ায়]] সরাসরি অংশ নেয় না; মূলত, বিভিন্ন উৎসেচক ডিএনএর উপর কাজ করে এর তথ্য নকল করে [[ডিএনএ রেপ্লিকেশন|রেপ্লিকেশনের]] মাধ্যমে আরো ডিএনএ তৈরি করে, অথবা [[ট্রান্সক্রিপশন (জিনবিদ্যা)|অনুলিপি তৈরীতৈরি]] ও [[ট্রান্সলেশন (জীববিজ্ঞান)|রুপান্তর]] ঘটিয়ে একে প্রোটিনে পরিনত করে। [[ক্রোমোজোম|ক্রোমোজোমের]] [[ক্রোমাটিন]] প্রোটিন যেমন [[হিস্টোন]] ডিএনএকে ঘনসন্নিবেশিত ও সংগঠিত করে, যা নিউক্লিয়াসের অন্যান্য প্রোটিনের সাথে এর আচরণ নিয়ন্ত্রনে সাহায্য করে।
 
ডিএনএ [[নিউক্লিওটাইড]] নামক অণু সরল দিয়ে গঠিত একটি লম্বা [[পলিমার]] যা [[কার্বোহাইড্রেট|চিনি]] ও [[ফসফেট]] গ্রুপ দিয়ে গঠিত মেরুদন্ডের সাথে যুক্ত। এই মেরুদন্ডে চার ধরনের অণু থাকে যাদের বলে [[নিউক্লিওবেজ|ক্ষার]], এই চারটি ক্ষারের ক্রমই তথ্য ধারণ করে। ডিএনএর প্রধান কাজ [[জিনগত কোড]] ব্যবহার করে প্রোটিন থেকে [[অ্যামিনো অ্যাসিড]] এর ক্রম তৈরি করা। জিনগত কোড পড়ার জন্য কোষ নিউক্লিক এসিডঅ্যাসিড আরএনএতে ডিএনএর কিছু অংশের নকল তৈরি করে। কিছু আরএনএ নকল [[প্রোটিন জৈবসংশ্লেষণ]] নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, বাকীগুলো সরাসরি [[রাইবোজোম]] অথবা [[স্প্লাইসোজোম]] এর উপাদান হিসেবে থাকে।
 
== ভৌত ও রাসায়নিক ধর্ম ==