ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{কাজ চলছে}}
 
'''য়ামাগুচি প্রশাসনিক অঞ্চল''' (山口県<sup>[[উইকিপিডিয়া:বাংলা ভাষায় জাপানি শব্দের প্রতিবর্ণীকরণ|?]]</sup> ''য়ামাগুচি কেন্‌'') হল [[জাপান|জাপানের]] মূল দ্বীপ [[হোনশু|হোনশুর]] [[চুউগোকু অঞ্চল|চুউগোকু অঞ্চলে]] অবস্থিত একটি [[জাপানের প্রশাসনিক অঞ্চল|প্রশাসনিক অঞ্চল।অঞ্চল]]।<ref>Nussbaum, Louis-Frédéric. (2005). "Yamaguchi-ken" in {{Google books|p2QnPijAEmEC|''Japan Encyclopedia'', pp. 1039-1040|page=1039}}; "Chūgoku" at {{Google books|p2QnPijAEmEC|p. 127|page=127}}.</ref> এর রাজধানী য়ামাগুচি নগর<ref>Nussbaum, "Yamaguchi" at {{Google books|p2QnPijAEmEC|p. 1039|page=1039}}.</ref> এবং বৃহত্তম নগর শিমোনোসেকি।
 
== ইতিহাস ==
মেইজি পুনর্গঠনের আগে অবধি য়ামাগুচি প্রশাসনিক অঞ্চল, সুও ও নাগাতো প্রদেশে বিভক্ত ছিল।<ref>Nussbaum, "Provinces and prefectures" in {{Google books|p2QnPijAEmEC|p. 780|page=780}}.</ref> [[হেইআন যুগ|হেইয়ান]][[কামাকুরা যুগ|কামাকুরা যুগে]] (৭৯৪-১৩৩৩ খ্রিঃ) সামুরাই শ্রেণীর উত্থানের সময় সুও প্রদেশের ঔচি পরিবার এবং নাগাতো প্রদেশের কোতো পরিবার যোদ্ধা গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। [[মুরোমাচি যুগ|মুরোমাচি যুগে]] ঔচি হিরোয়ো সম্পূর্ণ য়ামাগুচি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। [[কোরিয়া]][[গণচীন|চীনের]] [[মিং রাজবংশ|মিং রাজবংশের]] সাথে বাণিজ্যের মাধ্যমে ঔচি পরিবার প্রভূত ধনলাভ করে। ফলে য়ামাগুচিকে “পশ্চিমের কিয়োতো” বলে ডাকা হতে শুরু করে। সুয়ে হারুতাকা, ঔচি পরিবারের ৩১ তম শাসককে পরাস্ত করেন এবং মোরি মোতোনারি, সুয়ে পরিবারকে পরাস্ত করেন। [[সেন্‌গোকু যুগ|সেন্‌গোকু যুগে]] য়ামাগুচি অঞ্চল মোরি পরিবারের শাসনাধীন ছিল। ১৬০০ খ্রিঃ সেকিগাহারার যুদ্ধে পরাজয়ের ফলে মোরি তেরুমোতো কেবলমাত্র সুও ও নাগাতো ছাড়া সমস্ত অঞ্চলের অধিকার হারান। এর পর হাগিতে নিজের দুর্গ নির্মাণ করে মোরি পরিবার নুন, ভাত ও কাগজ এই তিন সাদা জিনিসের উৎপাদন বৃদ্ধি করে স্থানীয় অর্থনীতির উন্নয়নে সচেষ্ট হন।
 
মেইজি যুগের আরম্ভে তোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন ও সম্রাটের ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠায় নাগাতো অঞ্চলের সামুরাইদের বড় ভূমিকা ছিল। ১৮৭২ খ্রিঃ বর্তমান য়ামাগুচি প্রশাসনিক অঞ্চল গঠিত হয়। এই সময় থেকেই ক্রমে শিল্পায়নের সূত্রপাত হয় এবং তাইশো যুগে (১৯১২-১৯২৬ খ্রিঃ) জাহাজ নির্মাণ, রাসায়নিক, যন্ত্রাংশ নির্মাণ ও ধাতুনির্ভর শিল্পের উৎকর্ষসাধন হয়। যুদ্ধোত্তর শোওয়া যুগে য়ামাগুচি দেশের অন্যতম সর্বাধিক শিল্পায়িত প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়; এর পিছনে বিশেষত পেট্রো-রসায়ন শিল্পের ভূমিকা থেকেছে।<ref>[http://www.pref.yamaguchi.lg.jp/foreign/english/history.html The History of Yamaguchi Prefecture]</ref>
 
== ভূগোল ==
য়ামাগুচি প্রশাসনিক অঞ্চলের পূর্বে [[শিমানে প্রশাসনিক অঞ্চল|শিমানে]][[হিরোশিমা প্রশাসনিক অঞ্চল]], উত্তর ও উত্তর-পশ্চিমে [[জাপান সাগর]] এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে সেতো অন্তর্দেশীয় সাগরের উপকূল বর্তমান। এর মধ্যভাগ বরাবর বিস্তৃত চুউগোকু পর্বতমালা, এবং নদী থাকলেও উপকূলে সমভূমি তেমনভাবে দেখা যায় না।
 
২০১২ এর এপ্রিল মাসের হিসেব অনুযায়ী য়ামাগুচি প্রশাসনিক অঞ্চলের ৭ শতাংশ এলাকা সংরক্ষিত বনাঞ্চল। এর মধ্যে আছে সেতোনাইকাই জাতীয় উদ্যান; আকিয়োশিদাই, কিতা-নাগানো কাইগান ও নিশি-চুউগোকু সাঞ্চি উপ-জাতীয় উদ্যান এবং তোয়োতা প্রশাসনিক আঞ্চলিক উদ্যান।<ref>{{cite web|url=http://www.env.go.jp/en/nature/nps/park/doc/files/np_6.pdf|title=General overview of area figures for Natural Parks by prefecture|publisher=[[Ministry of the Environment (Japan)|Ministry of the Environment]]|accessdate=1 September 2012}}</ref>