এহিমে প্রশাসনিক অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{কাজ চলছে}}
 
'''এহিমে প্রশাসনিক অঞ্চল''' (愛媛県<sup>[[উইকিপিডিয়া:বাংলা ভাষায় জাপানি শব্দের প্রতিবর্ণীকরণ|?]]</sup> ''এহিমে কেন্‌'') হল জাপানের শিকোকু দ্বীপে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল।<ref>Nussbaum, Louis-Frédéric. (2005). "Ehime" in {{Google books|p2QnPijAEmEC|''Japan Encyclopedia'', p. 170|page=170}}.</ref> এর রাজধানী মাৎসুয়্যামা নগর।<ref>Nussbaum, "Matsuyama" at {{Google books|p2QnPijAEmEC|p. 621|page=621}}.</ref>
 
== ইতিহাস ==
৮ নং লাইন:
সেকিগাহারার যুদ্ধের পর তোকুগাওয়া ইয়েআসু তাঁর মিত্রদের মধ্যে এই অঞ্চলটি ভাগ করে দেন। অন্যতম বন্ধু কাতো য়োশিয়াকি মাৎসুয়্যামা দুর্গ নির্মাণ করেন। এই দুর্গ বর্তমান মাৎসুয়্যামা নগরের কেন্দ্র।
 
''কোজিকি'' গ্রন্থের কুনিউমি অংশ থেকে এহিমে নামটি এসেছে। কুনিউমি অর্থাৎ জাপানের সৃষ্টির সময় ইয়ো প্রদেশকে “এহিমে” বা “প্রেমাস্পদা রাজকুমারী” বলে ডাকা হয়েছিল।<ref>Chamberlain, Basil Hall. 1882. ''A translation of the "Ko-ji-ki" or Records of ancient matters''. [http://www.sacred-texts.com/shi/kj/kj012.htm section V]</ref>
 
২০১২ খ্রিঃ টোকিও ও এহিমে বিশ্ববিদ্যালয়ের একটি মিলিত গবেষক দল বলেন তাঁরা মাৎসুয়্যামায় বিরল মৃত্তিকা জাতীয় খনিজ সম্পদের সন্ধন পেয়েছেন।<ref>{{cite web|title=Japan Discovers Domestic Rare Earths Reserve|url=http://www.brightwire.com/news/207869-japan-discovers-domestic-rare-earths-reserve|publisher=BrightWire}}</ref>
 
== ভূগোল ==
১৭ নং লাইন:
এহিমের দক্ষিণে উঁচু পর্বতমালা ও উত্তরে দীর্ঘ উপকূলীয় সমভূমি অবস্থিত। এছাড়া সেতো অন্তর্দেশীয় সাগরের অনেকগুলি দ্বীপও এই প্রশাসনিক অঞ্চলের আওতায় পড়ে। এহিমের পশ্চিম প্রান্তে অবস্থিত সাদামিসাকি উপদ্বীপটি জাপানের সংকীর্ণতম উপদ্বীপ।
 
২০১২ এর এপ্রিল মাসের হিসেব অনুযায়ী এহিমে প্রশাসনিক অঞ্চলের ৭ শতাংশ এলাকা সংরক্ষিত বনাঞ্চল। এর মধ্যে আছে আশিযুরি-উওয়াকাই ও সেতোকাইনাই জাতীয় উদ্যান; ইশিযুচি উপ-জাতীয় উদ্যান এবং সাতটি প্রশাসনিক আঞ্চলিক উদ্যান।<ref>{{cite web|url=http://www.env.go.jp/en/nature/nps/park/doc/files/np_6.pdf|title=General overview of area figures for Natural Parks by prefecture|publisher=[[Ministry of the Environment (Japan)|Ministry of the Environment]]|accessdate=19 August 2012}}</ref>
 
== অর্থনীতি ==
২৫ নং লাইন:
জাপানের প্রাচীনতম উষ্ণ প্রস্রবণভিত্তিক বিনোদন ভবন ‘দোগো ওনসেন’ মাৎসুয়্যামায় অবস্থিত। এছাড়া এহিমে ইতিহাস ও সংস্কৃতি জাদুঘর অন্যতম দর্শনীয় স্থান। ১৬০০ খ্রিঃ থেকে সমগ্র মেইজি যুগ ধরে স্থানীয় শাসক ছিল দাতে পরিবার। তাদের বাসভবনটিকে এখন জাদুঘরের চেহারা দেওয়া হয়েছে; এখানে বহুমূল্য ঐতিহাসিক শিল্পসামগ্রী, সমরসজ্জা ইত্যাদি দ্রষ্টব্য। 
 
== তথ্যসূত্র ==
<references />{{জাপানের অঞ্চল ও প্রশাসনিক বিভাগ}}
 
[[বিষয়শ্রেণী:জাপানের প্রশাসনিক অঞ্চল]]