৯,৩৪৬টি
সম্পাদনা
(নতুন পৃষ্ঠা: '''রাজা মানসিংহ''' হল রাজা ভগবান দাসের পালক পুত্র। আম্বরে জন্মগ্...) |
|||
'''রাজা মানসিংহ''' হল রাজা ভগবান দাসের পালক পুত্র। আম্বরে জন্মগ্রহণকারী মির্জা রাজা হিসেবে পরিচিত মানসিংকে সম্রাট আকবর ফরজন্দ (পুত্র) খেতাবে ভূষিত করেন। ভগবান দাস ভারতের পাঞ্জাবের সুবাহদার অভিষিক্ত হলে মানসিংহ সিন্ধু নদের তীরবর্তী জেলাগুলি শাসন করেন।
|