মকবুলা মনজুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
সম্পাদনা সারাংশ নেই
৩৯ নং লাইন:
| portaldisp =
}}
'''মকবুলা মনজুর''' ([[জন্ম]] [[১৪ সেপ্টেম্বর]], [[১৯৩৮]]) হলেন একজন [[বাংলাদেশী]] [[লেখক]] ও [[ঔপন্যাসিক]]।<ref>{{cite news |url=http://www.dailysangram.com/news_details.php?news_id=94818 |title=বাংলা সাহিত্যে মুসলিম লেখিকা |newspaper=[[দৈনিক সংগ্রাম]] |author=উম্মে আইরিন |date=আগস্ট ৩১, ২০১২ |accessdate=২০ অক্টোবর, ২০১৬}}</ref> সৈয়দুর রহমান তার 'হিস্টরিক ডিকশনারি অব বাংলাদেশ' গ্রন্থে তাকে [[আখতারুজ্জামান ইলিয়াস]], [[সেলিনা হোসেন]] ও [[হাসান হাফিজুর রহমান]]-এর পাশাপাশি আধুনিক যুগের বাংলা সাহিত্যে অবদানকারী হিসেবে উল্লেখ করেছেন।<ref>{{cite book|last=রহমান |first=সৈয়দুর |title=Historical Dictionary of Bangladesh |url=https://books.google.com/books?id=bJfcCPUr0OoC&pg=PA185 |date=২০১০ |publisher=স্কেয়ারক্রো প্রেস|isbn=978-0-8108-7453-4|page=১৮৫}}</ref> বাংলা উপন্যাসে অবদানের জন্য তিনি ২০০৫ সালে [[বাংলা একাডেমি পুরস্কার]] লাভ করেন।<ref name="ভালো সাহিত্য"/>
 
== প্রাথমিক জীবন ==
৪৫ নং লাইন:
 
== শিক্ষাজীবন ==
১৯৫২ সালে তিনি টাঙ্গাইলের [[বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়]] থেকে ম্যাট্রিক পাস করেন। [[বাংলা ভাষা আন্দোলন]] চলাকালীন সেই সময়ে তিনি স্কুলের হোস্টেলে থাকতেন। স্কুলের গেট ভেঙ্গে মিছিলে যোগ দেওয়ার পর ফিরে আসলে তিনিসহ বাকি মেয়েদের স্কুলে ঢুকতে দেয়া হয় নি। তিনি তার ভাই প্রবন্ধকার আজিজ মেহেরের সাথে টাঙ্গাইলে মামার বাড়ি ও পড়ে নিজেদের গ্রামের বাড়ি চলে যান। পড়ে তিনি ভারতেশ্বরী হোমসে ভর্তি হন কিন্তু সেখানে শৃঙ্খলিত জীবনে থাকতে না পেরে চলে আসেন। পরে ১৯৫৪ সালে [[রাজশাহী কলেজ]] থেকে ইন্টারমিডিয়েট পাস করেন এবং ১৯৫৮ সালে [[ইডেন মহিলা কলেজ]] থেকে বিএ পাস করেন। দীর্ঘদিন পরে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে [[বাংলা সাহিত্য|বাংলা ভাষা ও সাহিত্যে]] স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।<ref name="ভালো সাহিত্য">{{cite news |url=http://bangla.thereport24.com/article/22075/index.html |title=‘মানুষকে ভালো না বাসলে ভালো সাহিত্য রচনা করা যায় না’ |newspaper=দ্য রিপোর্ট২৪.কম |author=ইসহাক ফারুকী |date=মার্চ ১৫, ২০১৪ |accessdate=২০ অক্টোবর, ২০১৬}}</ref>
 
== কর্মজীবন ==
তৎকালীন মুসলিম কমার্শিয়াল ব্যাংকে (বর্তমান রূপালী ব্যাংক) অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। কিন্তু তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়া। তাই প্রায় অর্ধেক বেতনে শিক্ষক হিসেবে যোগ দেন [[হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়]]-এ। ১৯৭১ সালে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] চলাকালীন সময়ে বিদ্যালয়ের মেয়ের মাঠে পতাকা পুততে চাইলে একজন শিক্ষক বাঁধা দেন। তখন তিনি সেখানে পতাকা পুতে দিয়ে বিদ্যালয় ছেড়ে চলে আসেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি উইমেন্স কলেজ ও [[সাউথ ইস্ট ইউনিভার্সিটি]]তে শিক্ষকতা করান। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রায় ২৫ বছর সাপ্তাহিক [[বেগম (সাপ্তাহিক পত্রিকা)|বেগম]] পত্রিকার ফিচার সম্পাদক ছিলেন। এছাড়া দৈনিক আজাদ পত্রিকার ফিচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।<ref name="ভালো সাহিত্য"/>
 
== সাহিত্য জীবন ==
৭২ নং লাইন:
 
== পারিবারিক জীবন ==
মকবুলা মনজুর ১৯৬১ সালের ২৯ জুন মনজুর হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মনজুর হোসেন ছিলেন একজন আইনজীবী। মকবুলার ভাই পরিচালক ইবনে মিজানের সাথে মনজুর হোসেনের পরিবারের পূর্ব পরিচয় ছিল। মকবুলা-মনজুর দম্পতির দুই মেয়ে ও দুই ছেলে। বড় মেয়ে লিন্ডা। ছেলে জয় [[অস্ট্রেলিয়া]]র [[সিডনী]]তে, তৈমুর থাইল্যান্ডে, ও মেয়ে সুকন্যা মেলবোর্নে বসবাসরত।<ref name="ভালো সাহিত্য"/>
 
== গ্রন্থতালিকা ==