উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
৭৩ নং লাইন:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুরক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নের অনেক শিল্পকে উজবেক প্রজাতন্ত্রে স্থানান্তর করা হয়। এসময় ব্যাপক সংখ্যক রুশ, ইউক্রেনীয় ও অন্যান্য জাতির জনগণ এসব কারখানায় যোগ দেয় ফলে প্রজাতন্ত্রের জনসংখ্যার বৈশিষ্ট্যে পরিবর্তন আসে। অক্ষশক্তির সহায়তা করছে এমন সন্দেহ হওয়ায় স্টালিন অনেক জাতিগত গোষ্ঠীকে এখানে স্থানান্তর করেছিলেন। তাদের মধ্যে বিপুল সংখ্যক জাতিগত কোরীয়, ক্রিমিয়ান তাতার ও চেচেন রয়েছে।
 
সোভিয়েত যুগে ইসলাম পালনের উপর বাধানিষেধ আরোপিত হয়। সরকার অনেক মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেয়।
 
১৯৬০ সালে দেশে তুলার উৎপাদন বৃদ্ধি পায়। এ উদ্দেশ্যে আমু দরিয়া থেকে প্রচুর পানি উত্তোলন করা হয় এবং পরবর্তীতে আরাল সাগরের বাস্তুতান্ত্রিক বিপর্যয় ঘটে।
 
১৯৯০ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি ছিল উজবেক প্রজাতন্ত্রের একমাত্র বৈধ রাজনৈতিক দল। দলের প্রধান সবসময় একজন উজবেক ছিলেন। শারোফ রশিদোভ ছিলেন সবচেয়ে দীর্ঘকাল ক্ষমতাসীন নেতা। তিনি ১৯৫৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দলের প্রধান ছিলেন। ১৯৮৯ সালে [[ইসলাম করিমোভ]] দলের নেতা হন। তিনি ১৯৯০ সালে রাষ্ট্রপতি হন। ১৯৯০ সালের জুন মাসে সুপ্রিম সোভিয়েত কর্তৃক রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ঘোষণা গ্রহণ করা হয়।
৮২ নং লাইন:
[[File:Flag of Uzbekistan.svg|thumb|right|200px|উজবেকিস্তানের পতাকা, ১৯৯১ সালের ১৮ নভেম্বর গৃহিত।]]
 
১৯৯১ সালের মার্চে অনুষ্ঠিত গণভোটে উজবেক প্রজাতন্ত্র অংশ নেয়। তবে ১৯৯১ সালের ১৯-২১ আগস্ট মস্কোয় অভ্যুত্থান চেষ্টার ফলে তা পাস হয়নি। এরপর উজবেক প্রজাতন্ত্রের নাম বদলে '''[[উজবেকিস্তান|উজবেকিস্তান প্রজাতন্ত্র]]''' রাখা হয়। ১৯৯১ সালর ৩১ আগস্ট স্বাধীনতা ঘোষণা করা হয়। ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাষ্ট্র স্বাধীন হয়।
 
===পরিবর্তনসমূহ===
*১৯২৪-১০-২৭ঃ উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা
*১৯২৯-১০-১৫ঃ [[তাজিক স্বায়ত্বশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র]]<ref name="Uzbekistan Regions">[http://statoids.com/uuz.html Uzbekistan Regions]. Statoids.com.</ref> ও খুজান্দের পার্শ্ববর্তী অঞ্চল বিচ্ছিন্ন করে [[তাজিক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র]] গঠিত হয়।
*১৯৩৬-১২-০৫ঃ [[কারাকালপাক স্বায়ত্বশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র]] উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সাথে যোগ দেয়।
*১৯৬৩-০২-১৬ঃ সির দরিয়া ওবলাস্ত গঠিত।<ref>[http://encyclopedia2.thefreedictionary.com/Syr+Darya+Oblast Syr Darya Oblast definition of Syr Darya Oblast in the Free Online Encyclopedia]. Encyclopedia2.thefreedictionary.com.</ref>
*১৯৭৩-১২-২৯: ঝিঝাক ওবলাস্তকে সমরকন্দ ওবলাস্ত থেকে আলাদা করা হয়<ref>[http://statoids.com/uuz.html name="Uzbekistan Regions]. Statoids.com.<"/ref>
*১৯৮১: নাভই ওবলাস্তকে বুখারা ওবলাস্ত থেকে আলাদা করা হয়।<ref>[http://statoids.com/uuz.html name="Uzbekistan Regions]. Statoids.com.<"/ref>
 
==তথ্যসূত্র==